ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় অপহরণের ৫ ঘন্টা পর স্কুলছাত্রী উদ্ধার : মুসলিমপাড়ার বাপ্পী আটক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:৪৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭
  • / ৩৪৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার মুসলিম পাড়া থেকে স্কুলে যাওয়ার পথে বেলগাছী গ্রাম থেকে স্কুল ছাত্রী অপহরণের শিকার হওয়ার ৫ ঘন্টা পর গ্রামবাসীদের সহযোগীতায় তাকে উদ্ধারের খবর পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত বখাটেদের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করে স্কুল ছাত্রীর পরিবার। অভিযোগের ভিত্তিতে সন্ধ্যায় থানা পুলিশের হাতে অভিযুক্ত এক যুবক আটক হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানার ওসি (অপারেশন) আমির আব্বাস জানান, শহরের ম্সুলিমপাড়ার রফিকুল ইসলামের মেয়ে ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী গতকাল বুধবার আনুমানিক সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়। সে বেলগাছী ঈদগাহ ময়দানের সামনে গেলে পূর্ব থেকে অপেক্ষমান একটি অটোচালক তাকে স্কুলে নিয়ে যাওয়ার কথা বলে তুলে নেয়। এরপর স্কুলছাত্রী প্রতিবাদ করা সত্ত্বেও অটোটি উল্টো পথে মাখালডাঙ্গা গ্রামের দিকে নিয়ে যায় এবং কিছুদুর যাবার পর বেশ কয়েকজন বখাটে যুবক এসে অটোয় উঠে স্কুলছাত্রীকে নিয়ে বেলগাছী ও গাইদঘাটের মাঠের মধ্যে একটি বটগাছের তলায় তার হাত-মুখ বেঁধে আটকে রেখে নির্যাতন করে। বেলা ৫টার দিকে মাঠের লোকজন দেখে ফেললে বখাটেরা স্কুল ছাত্রীকে ফেলে পালিয়ে যায়। এসময় স্কুলছাত্রী কৌশলে তার মুখের বাঁধন খুলে চিৎকার করলে গ্রামবাসীরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে দেয়। পরে থানা পুলিশ স্কুলছাত্রীর অবিভাবককে খবর দিয়ে উক্ত ঘটনায় লিখিত অভিযোগ গ্রহণ করে এবং স্কুলছাত্রীকে তার অভিভাবকের কাছে হস্তান্তর করে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় করা অভিযোগের ভিত্তিতে মুসলিমপাড়ার আবুল কালামের ছেলে বাপ্পিকে (১৮) আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গায় অপহরণের ৫ ঘন্টা পর স্কুলছাত্রী উদ্ধার : মুসলিমপাড়ার বাপ্পী আটক

আপলোড টাইম : ০৪:৪৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার মুসলিম পাড়া থেকে স্কুলে যাওয়ার পথে বেলগাছী গ্রাম থেকে স্কুল ছাত্রী অপহরণের শিকার হওয়ার ৫ ঘন্টা পর গ্রামবাসীদের সহযোগীতায় তাকে উদ্ধারের খবর পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত বখাটেদের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করে স্কুল ছাত্রীর পরিবার। অভিযোগের ভিত্তিতে সন্ধ্যায় থানা পুলিশের হাতে অভিযুক্ত এক যুবক আটক হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানার ওসি (অপারেশন) আমির আব্বাস জানান, শহরের ম্সুলিমপাড়ার রফিকুল ইসলামের মেয়ে ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী গতকাল বুধবার আনুমানিক সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়। সে বেলগাছী ঈদগাহ ময়দানের সামনে গেলে পূর্ব থেকে অপেক্ষমান একটি অটোচালক তাকে স্কুলে নিয়ে যাওয়ার কথা বলে তুলে নেয়। এরপর স্কুলছাত্রী প্রতিবাদ করা সত্ত্বেও অটোটি উল্টো পথে মাখালডাঙ্গা গ্রামের দিকে নিয়ে যায় এবং কিছুদুর যাবার পর বেশ কয়েকজন বখাটে যুবক এসে অটোয় উঠে স্কুলছাত্রীকে নিয়ে বেলগাছী ও গাইদঘাটের মাঠের মধ্যে একটি বটগাছের তলায় তার হাত-মুখ বেঁধে আটকে রেখে নির্যাতন করে। বেলা ৫টার দিকে মাঠের লোকজন দেখে ফেললে বখাটেরা স্কুল ছাত্রীকে ফেলে পালিয়ে যায়। এসময় স্কুলছাত্রী কৌশলে তার মুখের বাঁধন খুলে চিৎকার করলে গ্রামবাসীরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে দেয়। পরে থানা পুলিশ স্কুলছাত্রীর অবিভাবককে খবর দিয়ে উক্ত ঘটনায় লিখিত অভিযোগ গ্রহণ করে এবং স্কুলছাত্রীকে তার অভিভাবকের কাছে হস্তান্তর করে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় করা অভিযোগের ভিত্তিতে মুসলিমপাড়ার আবুল কালামের ছেলে বাপ্পিকে (১৮) আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।