ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে যুবক হাসপাতালে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৪৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ অক্টোবর ২০১৮
  • / ৩০৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে অজ্ঞানপার্টির খপ্পরে পড়া এক যুবককে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অজ্ঞানপার্টির খপ্পরে পড়া যুবক মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের উচাখালী গ্রামের মাঝেরপাড়ার রমজান আলীর ছেলে দুলাল (৩৫)। গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশ তাকে উদ্ধার করে। এসময় তার নিকট থেকে একটি মোবাইল ও নগদ ৭শ’ ৭০ টাকা পাওয়া গেছে। রেলওয়ে ফাঁড়ি পুলিশ জানায়, গতকাল দুপুরে খুলনা থেকে চুয়াডাঙ্গামুখী আগত লোকাল রকেট মেইল এক্সপ্রেস ট্রেনটি চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে পৌঁছায়। এসময় ট্রেনের কর্মকর্তা ওই যুবককে অচেতন অবস্থায় চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশের নিকট হস্তান্তর করেন। পরে ফাঁড়ি পুলিশ মো. আশরাফুল আলম চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এ সময় তার নিকট থেকে একটি মোবাইল ও নগদ ৭শ’ টাকা উদ্ধার করা হয়। পারিবারিক সূত্রে জানা যায়, ১৪ তারিখ ট্রাকে করে ফুলকপি নিয়ে ঢাকা গিয়েছিল দুলাল। তবে গতকাল কিভাবে সে অজ্ঞান পার্টির খপ্পরে পরে তা জানা যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই যুবক চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিল ও তার জ্ঞান ফেরেনি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গায় অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে যুবক হাসপাতালে

আপলোড টাইম : ০৯:৪৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ অক্টোবর ২০১৮

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে অজ্ঞানপার্টির খপ্পরে পড়া এক যুবককে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অজ্ঞানপার্টির খপ্পরে পড়া যুবক মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের উচাখালী গ্রামের মাঝেরপাড়ার রমজান আলীর ছেলে দুলাল (৩৫)। গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশ তাকে উদ্ধার করে। এসময় তার নিকট থেকে একটি মোবাইল ও নগদ ৭শ’ ৭০ টাকা পাওয়া গেছে। রেলওয়ে ফাঁড়ি পুলিশ জানায়, গতকাল দুপুরে খুলনা থেকে চুয়াডাঙ্গামুখী আগত লোকাল রকেট মেইল এক্সপ্রেস ট্রেনটি চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে পৌঁছায়। এসময় ট্রেনের কর্মকর্তা ওই যুবককে অচেতন অবস্থায় চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশের নিকট হস্তান্তর করেন। পরে ফাঁড়ি পুলিশ মো. আশরাফুল আলম চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এ সময় তার নিকট থেকে একটি মোবাইল ও নগদ ৭শ’ টাকা উদ্ধার করা হয়। পারিবারিক সূত্রে জানা যায়, ১৪ তারিখ ট্রাকে করে ফুলকপি নিয়ে ঢাকা গিয়েছিল দুলাল। তবে গতকাল কিভাবে সে অজ্ঞান পার্টির খপ্পরে পরে তা জানা যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই যুবক চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিল ও তার জ্ঞান ফেরেনি।