ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার লেখকেরা বেশ সমৃদ্ধ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২৭:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০১৯
  • / ২১৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় সাহিত্য পাঠের আসরে ডিসি গোপাল চন্দ্র দাস
মেহেরাব্বিন সানভী:
চুয়াডাঙ্গা ডিসি সাহিত্য মঞ্চে সাহিত্য পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল পাঁচটায় চুয়াডাঙ্গার কবি-সাহিত্যিকদের অংশগ্রহণে এ সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। আসরে চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস বলেন, ‘চুয়াডাঙ্গার লেখকেরা বেশ সমৃদ্ধ। তাঁরা বর্তমান প্রেক্ষাপটসহ নানা বিষয় কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। জেলার সব কবি, সাহিত্যিক, লেখক তাঁদের লেখনির মাধ্যমে আমাকে প্রতিনিয়ত মুগ্ধ করছেন।’ এ সময় তিনি প্রত্যেক লেখকের লেখা নিয়ে ডিসি সাহিত্য পত্রিকা প্রকাশ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে একটি সাহিত্য অনুষ্ঠান করার ঘোষণা দেন।
চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাইফের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সাবেক অধ্যক্ষ হামিদুল হক মুন্সি, সহকারী কমিশনার খাইরুল ইসলাম, অ্যাড. বজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কবি হামিদুল ইসলাম আজম, ছড়াকার আহাদ আলী মোল্লা প্রমুখ। সাহিত্য আসরে চিরায়ত সাহিত্য থেকে পাঠ করেন অ্যাড. বজলুর রহমান। কবিতা পাঠ করেন চিত্তরঞ্জন সাহা চিতু, ওমর আলী মাস্টার, ইদ্রিস আলী ম-ল, আ ফ ম সিরাজ সামজি, গোলাম কবি মুকুল, দরবেশ আলী, হেলাল, শাপলা খাতুন, শামিম আরা প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গার লেখকেরা বেশ সমৃদ্ধ

আপলোড টাইম : ১০:২৭:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০১৯

চুয়াডাঙ্গায় সাহিত্য পাঠের আসরে ডিসি গোপাল চন্দ্র দাস
মেহেরাব্বিন সানভী:
চুয়াডাঙ্গা ডিসি সাহিত্য মঞ্চে সাহিত্য পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল পাঁচটায় চুয়াডাঙ্গার কবি-সাহিত্যিকদের অংশগ্রহণে এ সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। আসরে চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস বলেন, ‘চুয়াডাঙ্গার লেখকেরা বেশ সমৃদ্ধ। তাঁরা বর্তমান প্রেক্ষাপটসহ নানা বিষয় কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। জেলার সব কবি, সাহিত্যিক, লেখক তাঁদের লেখনির মাধ্যমে আমাকে প্রতিনিয়ত মুগ্ধ করছেন।’ এ সময় তিনি প্রত্যেক লেখকের লেখা নিয়ে ডিসি সাহিত্য পত্রিকা প্রকাশ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে একটি সাহিত্য অনুষ্ঠান করার ঘোষণা দেন।
চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাইফের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সাবেক অধ্যক্ষ হামিদুল হক মুন্সি, সহকারী কমিশনার খাইরুল ইসলাম, অ্যাড. বজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কবি হামিদুল ইসলাম আজম, ছড়াকার আহাদ আলী মোল্লা প্রমুখ। সাহিত্য আসরে চিরায়ত সাহিত্য থেকে পাঠ করেন অ্যাড. বজলুর রহমান। কবিতা পাঠ করেন চিত্তরঞ্জন সাহা চিতু, ওমর আলী মাস্টার, ইদ্রিস আলী ম-ল, আ ফ ম সিরাজ সামজি, গোলাম কবি মুকুল, দরবেশ আলী, হেলাল, শাপলা খাতুন, শামিম আরা প্রমুখ।