ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার পৃথক সড়কে দুর্ঘটনা : একজন নিহত; নয়জন আহত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৫১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০১৭
  • / ৪৭৬ বার পড়া হয়েছে

dav

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় পৃথক স্থানে সড়কে দুর্ঘটনায় একজন নিহত ও নয়জন আহত হয়েছে। গতকাল ভিন্ন সময়ে চুয়াডাঙ্গা-মেহেরপুর ও চুয়াডাঙ্গা-দর্শনা সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতদের স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় লাল মোহাম্মদ নামের এক ব্যক্তির মৃত্যু হয়। আহত নয়জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


প্রত্যক্ষদর্শী ও আহতদের সুত্রে জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় চুয়াডাঙ্গা চৌরাস্তা মোড় থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি দর্শনার উদ্দশ্যে রওনা হয়। পথিমধ্যে চুয়াডাঙ্গা সার্কিট হাউজের অদূরে পৌছালে পিছনে থাকা আসা একটি মিনি ট্রাক সিএনজির পিছনে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজির নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ইজিবাইকের সাথে ধাক্কা লেগে রাস্তার পাশে উল্টে যায়। এ ঘটনায় সিএনজির ৫ যাত্রী গুরুতর আহত হয়। আহত হলেন- দামুড়হুদা উপজেলার দামুড়হুদা মাদরাসাপাড়ার ইছাহাক আলীর ছেলে হাছান (৩৫), দামুড়হুদা বাজার পাড়ার আবুল হোসেনের ছেলে সাইফুল (৩৫), ডুগডুগি বাজারপাড়ার ফকির চাদ মন্ডলের ছেলে পপুলার লাইফ ইনসুরেন্স চুয়াডাঙ্গা শাখার অফিস সহকারী তাহাব আলী (৪৫), দর্শনা কেরু এন্ড কোং কোয়াটারের আবু তালেবের ছেলে রাজু আহম্মেদ (২২) ও উজিরপুর গ্রামের বাবর আলীর ছেলে নজরুল (৪৫)। পরে তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। এদিকে, গতকাল বুধবার রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর থেকে একটি ব্যাটারি চালিত ভ্যান (পাখীভ্যান) দুই জন যাত্রী নিয়ে আলুকদিয়ার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে দৌলতদিয়াড় মৌসুমি বিস্কুট কারখানার সামানে পৌছালে একটি কুকুরের সাথে ধাক্কা লাগে। এতে রাস্তার উপর ছিটকে পড়ে ভ্যানে থাকা আলুকদিয়া ইউনিয়নের হাতিকাটা আবাসনের তৈয়ব আলীর ছেলে আবু তালেব (৩৫) ও একই গ্রামের আব্দুস ছালামের স্ত্রী নূর নাহার (৪০)। অপরদিকে, গতকাল বুধবার বেলা ১টার সময় আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া বাচামারি গ্রামের উত্তরপাড়ার মৃত আত্তাব আলী মন্ডলের ছেলে আব্দুস ছাত্তার (৪৫) চুয়াডাঙ্গা শহরে ব্যক্তিগত কাজ শেষে ইজিবাইকযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে আলুকদিয়া জ্যোতি বিস্কুট কারখানার সামনে ইজিবাইক থেকে নেমে রাস্তা পার হতে গেলে চুয়াডাঙ্গা থেকে মেহেরপুর গামী একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে রাস্তার পড়ে গুরুতর আহত হয়। এদিকে, গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টার সময় আলমডাঙ্গা উপজেলার সনাতনপুর গ্রামের মৃত তাসের মন্ডলের ছেলে লাল মোহাম্মদ (৭০) নিজ গরুরগাড়ী নিয়ে মাঠে যাচ্ছিলেন। এ সময় তিনি গাড়ী থেকে পড়ে গেলে গরুরগাড়ীর একটি চাকা তার শরিরের উপর দিয়ে চলে যায়। এতে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গার পৃথক সড়কে দুর্ঘটনা : একজন নিহত; নয়জন আহত

আপলোড টাইম : ১০:৫১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০১৭

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় পৃথক স্থানে সড়কে দুর্ঘটনায় একজন নিহত ও নয়জন আহত হয়েছে। গতকাল ভিন্ন সময়ে চুয়াডাঙ্গা-মেহেরপুর ও চুয়াডাঙ্গা-দর্শনা সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতদের স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় লাল মোহাম্মদ নামের এক ব্যক্তির মৃত্যু হয়। আহত নয়জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


প্রত্যক্ষদর্শী ও আহতদের সুত্রে জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় চুয়াডাঙ্গা চৌরাস্তা মোড় থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি দর্শনার উদ্দশ্যে রওনা হয়। পথিমধ্যে চুয়াডাঙ্গা সার্কিট হাউজের অদূরে পৌছালে পিছনে থাকা আসা একটি মিনি ট্রাক সিএনজির পিছনে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজির নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ইজিবাইকের সাথে ধাক্কা লেগে রাস্তার পাশে উল্টে যায়। এ ঘটনায় সিএনজির ৫ যাত্রী গুরুতর আহত হয়। আহত হলেন- দামুড়হুদা উপজেলার দামুড়হুদা মাদরাসাপাড়ার ইছাহাক আলীর ছেলে হাছান (৩৫), দামুড়হুদা বাজার পাড়ার আবুল হোসেনের ছেলে সাইফুল (৩৫), ডুগডুগি বাজারপাড়ার ফকির চাদ মন্ডলের ছেলে পপুলার লাইফ ইনসুরেন্স চুয়াডাঙ্গা শাখার অফিস সহকারী তাহাব আলী (৪৫), দর্শনা কেরু এন্ড কোং কোয়াটারের আবু তালেবের ছেলে রাজু আহম্মেদ (২২) ও উজিরপুর গ্রামের বাবর আলীর ছেলে নজরুল (৪৫)। পরে তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। এদিকে, গতকাল বুধবার রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর থেকে একটি ব্যাটারি চালিত ভ্যান (পাখীভ্যান) দুই জন যাত্রী নিয়ে আলুকদিয়ার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে দৌলতদিয়াড় মৌসুমি বিস্কুট কারখানার সামানে পৌছালে একটি কুকুরের সাথে ধাক্কা লাগে। এতে রাস্তার উপর ছিটকে পড়ে ভ্যানে থাকা আলুকদিয়া ইউনিয়নের হাতিকাটা আবাসনের তৈয়ব আলীর ছেলে আবু তালেব (৩৫) ও একই গ্রামের আব্দুস ছালামের স্ত্রী নূর নাহার (৪০)। অপরদিকে, গতকাল বুধবার বেলা ১টার সময় আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া বাচামারি গ্রামের উত্তরপাড়ার মৃত আত্তাব আলী মন্ডলের ছেলে আব্দুস ছাত্তার (৪৫) চুয়াডাঙ্গা শহরে ব্যক্তিগত কাজ শেষে ইজিবাইকযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে আলুকদিয়া জ্যোতি বিস্কুট কারখানার সামনে ইজিবাইক থেকে নেমে রাস্তা পার হতে গেলে চুয়াডাঙ্গা থেকে মেহেরপুর গামী একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে রাস্তার পড়ে গুরুতর আহত হয়। এদিকে, গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টার সময় আলমডাঙ্গা উপজেলার সনাতনপুর গ্রামের মৃত তাসের মন্ডলের ছেলে লাল মোহাম্মদ (৭০) নিজ গরুরগাড়ী নিয়ে মাঠে যাচ্ছিলেন। এ সময় তিনি গাড়ী থেকে পড়ে গেলে গরুরগাড়ীর একটি চাকা তার শরিরের উপর দিয়ে চলে যায়। এতে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।