ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধর মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১৭:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০
  • / ২১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড়ে বৈদ্যুতিক ফ্যানের লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে আবু আসাদ হোসেন (৫২) নামের এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা আবু আসাদকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত আবু আসাদ চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলাতদিয়াড় ফায়ার সার্ভিস পাড়ার মৃত আব্দার আলীর ছেলে।
জানা যায়, ট্রাকচালক আবু আসাদ বিভিন্ন সময় বাড়ির ছোট-খাটো কাজ নিজেই করে থাকেন। শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে নিজ বাড়ির একটি অচল ফ্যান ঠিক করার জন্য বৈদ্যুতিক তার সংযোগ দিচ্ছিলেন তিনি। এ সময় হঠাৎ করেই বিদ্যুৎস্পৃষ্ট হলে ছিটকে পড়েন। খবর পেয়ে গুরুতর অসুস্থ অবস্থায় ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষেয়ে জানতে চাইলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহানা আহমেদ বলেন, ফায়ার সার্ভিসের একটি টিম ও পরিবারের সদস্যরা রোগীকে জরুরি বিভাগে নিয়ে আসে। তাঁদের থেকে রোগী বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে বলে জানতে পারি। এ সময় পরীক্ষা-নিরীক্ষা করে রোগীকে মৃত ঘোষণা করি। জরুরি বিভাগে নেওয়ার পূর্বেই তাঁর মৃত্যু হয়। এদিকে, গতকাল আসরের নামাজের পর জানাজা শেষে দৌলাতদিয়াড় ফায়ার সার্ভিস পাড়া গোরস্থানে নিহতের দাফনকার্য সম্পন্ন করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধর মৃত্যু

আপলোড টাইম : ০৯:১৭:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড়ে বৈদ্যুতিক ফ্যানের লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে আবু আসাদ হোসেন (৫২) নামের এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা আবু আসাদকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত আবু আসাদ চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলাতদিয়াড় ফায়ার সার্ভিস পাড়ার মৃত আব্দার আলীর ছেলে।
জানা যায়, ট্রাকচালক আবু আসাদ বিভিন্ন সময় বাড়ির ছোট-খাটো কাজ নিজেই করে থাকেন। শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে নিজ বাড়ির একটি অচল ফ্যান ঠিক করার জন্য বৈদ্যুতিক তার সংযোগ দিচ্ছিলেন তিনি। এ সময় হঠাৎ করেই বিদ্যুৎস্পৃষ্ট হলে ছিটকে পড়েন। খবর পেয়ে গুরুতর অসুস্থ অবস্থায় ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষেয়ে জানতে চাইলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহানা আহমেদ বলেন, ফায়ার সার্ভিসের একটি টিম ও পরিবারের সদস্যরা রোগীকে জরুরি বিভাগে নিয়ে আসে। তাঁদের থেকে রোগী বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে বলে জানতে পারি। এ সময় পরীক্ষা-নিরীক্ষা করে রোগীকে মৃত ঘোষণা করি। জরুরি বিভাগে নেওয়ার পূর্বেই তাঁর মৃত্যু হয়। এদিকে, গতকাল আসরের নামাজের পর জানাজা শেষে দৌলাতদিয়াড় ফায়ার সার্ভিস পাড়া গোরস্থানে নিহতের দাফনকার্য সম্পন্ন করা হয়।