ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড়ে রামদাসহ যুবক আটক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:০৯:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুলাই ২০১৯
  • / ২৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড় থেকে রামদাসহ আলমগীর হোসেন (৩০) নামের এক যুবককে আটক করেছে সদর থানার পুলিশ। গতকাল শনিবার রাত ১১টার দিকে তাঁকে আটক করা হয়। আটক আলমগীর হোসেন চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড়ের দক্ষিণপাড়ার মনির উদ্দিনের ছেলে।
আলমগীরের মা রুপভানু বলেন, ‘পূর্বশত্রুতার জেরে আমার ছেলেকে মারধর করেছে। আর যে রামদাসহ আটক করা হয়েছে, এটা আমার ছেলের না, ওটা সুমনের। আমার ছেলে সুমনের কাছ থেকে রামদাটা নিয়েছিল। আজ ওটা নেওয়ার জন্য সুমন ফোন করেছিল আমার ছেলেকে। রামদাটা দিতে গেলে তারা পূর্বশত্রুতার জেরে আমার ছেলেকে মারধর করে। এ সময় আমি ও আলমগীরের স্ত্রী ঠেকাতে গেলে আমাদেরও মারধর করে। সুমন ও তার লোকজন রামদাটা দিয়ে আমার ছেলেকে পুলিশে দিয়েছে।’
পুলিশ জানায়, গতকাল রাতে আলমগীর মাদক সেবন করে মাতাল অবস্থায় সুমন নামের এক ব্যক্তির বাড়িতে গিয়ে ওঠে। এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রামদাসহ আলমগীরকে আটক করে। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে সদর থানায় নিয়ে আসা হয়। এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেনি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড়ে রামদাসহ যুবক আটক

আপলোড টাইম : ১০:০৯:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুলাই ২০১৯

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড় থেকে রামদাসহ আলমগীর হোসেন (৩০) নামের এক যুবককে আটক করেছে সদর থানার পুলিশ। গতকাল শনিবার রাত ১১টার দিকে তাঁকে আটক করা হয়। আটক আলমগীর হোসেন চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড়ের দক্ষিণপাড়ার মনির উদ্দিনের ছেলে।
আলমগীরের মা রুপভানু বলেন, ‘পূর্বশত্রুতার জেরে আমার ছেলেকে মারধর করেছে। আর যে রামদাসহ আটক করা হয়েছে, এটা আমার ছেলের না, ওটা সুমনের। আমার ছেলে সুমনের কাছ থেকে রামদাটা নিয়েছিল। আজ ওটা নেওয়ার জন্য সুমন ফোন করেছিল আমার ছেলেকে। রামদাটা দিতে গেলে তারা পূর্বশত্রুতার জেরে আমার ছেলেকে মারধর করে। এ সময় আমি ও আলমগীরের স্ত্রী ঠেকাতে গেলে আমাদেরও মারধর করে। সুমন ও তার লোকজন রামদাটা দিয়ে আমার ছেলেকে পুলিশে দিয়েছে।’
পুলিশ জানায়, গতকাল রাতে আলমগীর মাদক সেবন করে মাতাল অবস্থায় সুমন নামের এক ব্যক্তির বাড়িতে গিয়ে ওঠে। এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রামদাসহ আলমগীরকে আটক করে। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে সদর থানায় নিয়ে আসা হয়। এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেনি।