ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার দোস্তগ্রামে ডিবি পুলিশ পরিচয়ে দু’টি মোবাইলফোন ছিনতাই!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:১৪:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০১৮
  • / ৩৬৯ বার পড়া হয়েছে

দর্শনা অফিস: এই দাঁড়া তুই এর বোনের মোবাইলে ডিস্টার্ব করিস কেন? মোবাইল দে কল লিষ্ট চেক করবো। আমরা ডিবি পুলিশ। অভিনব এ কৌশলে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের দোস্ত গ্রাম থেকে ডিবি পুলিশ পরিচয়ে দু’টি মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রবিবার বিকাল সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের দোস্ত গ্রামের মসজিদপাড়ার সফিক মিয়ার ছেলে মিঠুন (১৫) ও একই পাড়ার আব্দুল হান্নান শেখের ছেলে পলাশ (১৫) পায়ে হেঁটে দোস্ত গ্রাম বটতলা বাজারে যাচ্ছিলো। পথিমধ্যে দোস্ত গ্রামের কমিউনিটি ক্লিনিকের সামনে পৌছালে একটি ১৫০সিসি পালসার মোটরসাইকেলযোগে তিনজন ব্যক্তি ডিবি পুলিশের পরিচয় দিয়ে তাদের রাস্তা গতিরোধ করে।
এদের মধ্যে একজন পলাশকে বলে এই তুই ওর বোনের মোবাইলে ডিস্টাব করিস কেন? এ বলে প্রথমে পলাশের স্যামসাং জে-৫ ও সাথে থাকা মিঠুনের সিম্ফনি ভি-১২ দু’টি মোবাইল চেক করার জন্য নেই। এসময় পলাশ মোবাইল না দিতে চাইলে তাকে দু’টি চড়ও মারে। মোবাইল নেওয়ার সময় তাদেরকে হিজলগাড়ী ক্যাম্পে এসে ওই মেয়ের সাথে সরাসরি কথা বলে মোবাইল নিয়ে আসার কথা বলে তারা দ্রুত স্থান ত্যাগ করে। এ বিষয়ে হিজলগাড়ী পুলিশর অবগত করা হয়েছে বলে জানায় ভুক্তভোগীদের পরিবার।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গার দোস্তগ্রামে ডিবি পুলিশ পরিচয়ে দু’টি মোবাইলফোন ছিনতাই!

আপলোড টাইম : ১০:১৪:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০১৮

দর্শনা অফিস: এই দাঁড়া তুই এর বোনের মোবাইলে ডিস্টার্ব করিস কেন? মোবাইল দে কল লিষ্ট চেক করবো। আমরা ডিবি পুলিশ। অভিনব এ কৌশলে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের দোস্ত গ্রাম থেকে ডিবি পুলিশ পরিচয়ে দু’টি মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রবিবার বিকাল সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের দোস্ত গ্রামের মসজিদপাড়ার সফিক মিয়ার ছেলে মিঠুন (১৫) ও একই পাড়ার আব্দুল হান্নান শেখের ছেলে পলাশ (১৫) পায়ে হেঁটে দোস্ত গ্রাম বটতলা বাজারে যাচ্ছিলো। পথিমধ্যে দোস্ত গ্রামের কমিউনিটি ক্লিনিকের সামনে পৌছালে একটি ১৫০সিসি পালসার মোটরসাইকেলযোগে তিনজন ব্যক্তি ডিবি পুলিশের পরিচয় দিয়ে তাদের রাস্তা গতিরোধ করে।
এদের মধ্যে একজন পলাশকে বলে এই তুই ওর বোনের মোবাইলে ডিস্টাব করিস কেন? এ বলে প্রথমে পলাশের স্যামসাং জে-৫ ও সাথে থাকা মিঠুনের সিম্ফনি ভি-১২ দু’টি মোবাইল চেক করার জন্য নেই। এসময় পলাশ মোবাইল না দিতে চাইলে তাকে দু’টি চড়ও মারে। মোবাইল নেওয়ার সময় তাদেরকে হিজলগাড়ী ক্যাম্পে এসে ওই মেয়ের সাথে সরাসরি কথা বলে মোবাইল নিয়ে আসার কথা বলে তারা দ্রুত স্থান ত্যাগ করে। এ বিষয়ে হিজলগাড়ী পুলিশর অবগত করা হয়েছে বলে জানায় ভুক্তভোগীদের পরিবার।