ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার টেইপুরে বিধবা মামিকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:০৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০১৭
  • / ১৬০৩ বার পড়া হয়েছে

ভালাইপুর প্রতিনিধি: গভীর রাতে ৪ সন্তানের জননী বিধবা মামির ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালিয়েছে প্রতিবেশী যুবক বিজিবি সদস্য আব্দুল লতিফ। ধস্তাধস্তির একপর্যায়ে ওই নারীর ছেলে তাকে হাতেনাতে আটক করতে গেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায় সে। লতিফের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে চুয়াডাঙ্গা সদর থানায় লিখিত অভিযোগ করেছেন ওই বিধবা। ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গা সদর উপজেলার টেইপুর গ্রামে। এ ঘটনায় এলাকায় আলোচনা সমালোচনার ঝড় বইছে। জানা গেছে, গত সোমবার রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের টেইপুর গ্রামের নিজ ঘরে শুয়ে ছিলেন ৪ সন্তানের জননী বিধবা ওই নারী (৪৫)। সুযোগ বুঝে একই গ্রামের প্রতিবেশী জয়নাল আলীর ছেলে বিজিবিতে কর্মরত আব্দুল লতিফ ওই নারীর ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা চালায়। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে বিধবার চিৎকারে বড় ছেলে ছুটে এসে লম্পটকে হাতেনাতে ধরলে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ওই নারী সম্পর্কে লতিফের মামি হয়। ঘটনার পর ওই নারী চুয়াডাঙ্গা সদর থানায় লিখিত অভিযোগ করেছে বলে জানান। ওই নারীর সাথে কোন সম্পর্ক আছে কিনা জানতে চাইলে বিধবা নারী বলেন- আমাদের মধ্যে পূর্বের কোন সম্পর্ক নেই। এলাকাবাসীরা জানায়- বিজিবি সদস্য লতিফ লম্পট প্রকৃতির, শুনেছি মাসখানেক আগে সে ছুটিতে বাড়ি এসে হাতিকাটার এক মহিলাকে নিয়ে ইব্রাহিমপুর পার্কে আপত্তিকর অবস্থায় জনতার হাতে ধরা পড়ে। সে সময় লতিফ লক্ষাধিক টাকা ছিটিয়ে রক্ষা পায়। এ বিষয়ে অভিযুক্ত লতিফের সাথে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গার টেইপুরে বিধবা মামিকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা

আপলোড টাইম : ১২:০৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০১৭

ভালাইপুর প্রতিনিধি: গভীর রাতে ৪ সন্তানের জননী বিধবা মামির ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালিয়েছে প্রতিবেশী যুবক বিজিবি সদস্য আব্দুল লতিফ। ধস্তাধস্তির একপর্যায়ে ওই নারীর ছেলে তাকে হাতেনাতে আটক করতে গেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায় সে। লতিফের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে চুয়াডাঙ্গা সদর থানায় লিখিত অভিযোগ করেছেন ওই বিধবা। ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গা সদর উপজেলার টেইপুর গ্রামে। এ ঘটনায় এলাকায় আলোচনা সমালোচনার ঝড় বইছে। জানা গেছে, গত সোমবার রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের টেইপুর গ্রামের নিজ ঘরে শুয়ে ছিলেন ৪ সন্তানের জননী বিধবা ওই নারী (৪৫)। সুযোগ বুঝে একই গ্রামের প্রতিবেশী জয়নাল আলীর ছেলে বিজিবিতে কর্মরত আব্দুল লতিফ ওই নারীর ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা চালায়। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে বিধবার চিৎকারে বড় ছেলে ছুটে এসে লম্পটকে হাতেনাতে ধরলে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ওই নারী সম্পর্কে লতিফের মামি হয়। ঘটনার পর ওই নারী চুয়াডাঙ্গা সদর থানায় লিখিত অভিযোগ করেছে বলে জানান। ওই নারীর সাথে কোন সম্পর্ক আছে কিনা জানতে চাইলে বিধবা নারী বলেন- আমাদের মধ্যে পূর্বের কোন সম্পর্ক নেই। এলাকাবাসীরা জানায়- বিজিবি সদস্য লতিফ লম্পট প্রকৃতির, শুনেছি মাসখানেক আগে সে ছুটিতে বাড়ি এসে হাতিকাটার এক মহিলাকে নিয়ে ইব্রাহিমপুর পার্কে আপত্তিকর অবস্থায় জনতার হাতে ধরা পড়ে। সে সময় লতিফ লক্ষাধিক টাকা ছিটিয়ে রক্ষা পায়। এ বিষয়ে অভিযুক্ত লতিফের সাথে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।