ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার জাফরপুরে গ্রীড সাব স্টেশন থেকে ৩৩ হাজার কেভি ইনকামিং তার ছিড়ে বিদ্যুৎ সঞ্চালন ব্যাহত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৩১:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ জুন ২০১৮
  • / ৮২৭ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা আলমডাঙ্গা ও মেহেরপুরে ৫ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন : ভোগান্তিতে লাখ লাখ গ্রাহক
ধারণ ক্ষমতার চেয়ে বেশি সঞ্চালনের কারণে এই দূর্ঘটনা : ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশী সবুক্ত গীন
সোহেল রানা ডালিম/ফেরদৌস ওয়াাহিদ: ওজোপাডিকোর ৩৩ হাজার কেভি ইনকামিং তার ছিড়ে যাওয়ায় প্রায় ৫ ঘন্টা বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা ব্যাহত হয়ে পড়ে চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা ও মেহেরপুর এলাকায়। দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় চরম ভোগান্তির শিকার হয় সংশ্লিষ্ট এলাকার ওজোপাডিকোর লাখ লাখ গ্রাহক। পুরানো তার হওয়ায় ধারণ ক্ষমতার সমপরিমান লোডের কারনে তার ছিড়ে যায় বলে ধারণা বিদ্যুৎ কর্তৃপক্ষের। পরে বিদ্যুৎ অফিসের কর্মকর্তা কর্মচারীরা প্রায় ৫ ঘন্টা চেষ্টার পর বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করতে সক্ষম হন। গতকাল সোমবার বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গা জাফরপুর স্টেডিয়ামপাড়া মাঠের মধ্যে চুয়াডাঙ্গা ওজোপাডিকোর সাব স্টেশনের ইনকামিং তার ছিড়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, চুয়াডাঙ্গা জাফরপুর গ্রীড সাব স্টেশন থেকে চুয়াডাঙ্গা ওজোপাডিকোর সব স্টেশনে ৩৩ হাজার কেভি ইনকামিং তার গতকাল বেলা ১২টার দিকে জাফরপুর স্টেডিয়ামপাড়ার মাঠের মধ্যে ছিড়ে যায়। ফলে ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে চুয়াডাঙ্গা আলমডাঙ্গা ও মেহেরপুর এলাকায়। দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকাই চরম ভোগান্তির শিকার হন সংশ্লিষ্ট এলাকার ওজোপাডিকোর লাখ লাখ গ্রাহক। পরে বিদ্যুৎ অফিসের কর্মকর্তা কর্মচারীরা ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চেষ্টা করে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করেন।
চুয়াডাঙ্গা ওজোপাডিকো অফিস সুত্রে জানা যায়, জাফরপুর সাব স্টেশন থেকে চুয়াডাঙ্গা ওজোপাডিকোর ৩৩ হাজার কেভি ভোল্টের মার্লিন তারটি অত্যাধিক পুরানো। এই তারের ধারণ ক্ষমতা ২২ মেগাওয়াট। অধিকাংশ সময় ২১ মেগাওয়াট সঞ্চালন থাকে তারটিতে। ফলে ধারণ ক্ষমতা এবং লোডের তারতম্যের কারণে এই তারটি ছিড়ে যায় বলে তারা প্রাথমিকভাবে ধারণা করেন। নতুন তার সংযোগের বিষয়টি জানতে চাইলে অফিস কর্তৃপক্ষ বলেন, ঝিনাইদহ প্রকল্প অফিসের আওতায় অত্যাধিক ধারণ ক্ষমতার নতুন গ্রজবিক তারের টেন্ডার প্রক্রিয়াধীন। অতি অল্প সময়ের মধ্যে এই তারটি সংযোজন করা হবে।
গ্রাহকরা অভিযোগ করে বলেন, একেতো স্বাভাবিক লোডশেডিং এর সমস্যা আছেই তাছাড়া রোজার মাস, তার উপর জৈষ্ঠ মাসের প্রচন্ড গরমে প্রায় ৫ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় হাফসিয়ে ওঠে অফিস আদালত, ব্যাংক, বাসা বাড়ি, স্কুল কলেজসহ এ এলাকার জনপদ। এদিকে বিদ্যুৎ নির্ভরশীল ব্যবসা প্রতিষ্ঠান গুলো পুরো সময়ই বন্ধ থাকা ছাড়াও আসন্ন ঈদ উপলক্ষে ব্যবসা বানিজ্য বন্ধের উপক্রম হয়ে ওঠে এই দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার কারনে। তাছাড়া দিনের বেলা মোমবাতি জালিয়ে কর্ম সম্পাদন করতে দেখা যায় বিভিন্ন স্থানে। বিদ্যুতের কারনে সংশ্লিষ্ট এলাকার অধিকাংশ ব্যাংকের এটিএম বুথ গুলো বন্ধ হয়ে যায়। ফলে দূর দুরান্ত থেকে আসা এটিম কার্ড ব্যবহারকারী গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়ে এটিএম বুথে টাকা তুলতে এসে। এসময় টাকা না তুলে গ্রামে ফিরে যেতে দেখা যায় কয়েকজনকে।


চুয়াডাঙ্গা ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশী সবুক্ত গীন সময়ের সমীকরণকে জানান, জাফরপুর গ্রীড সাব স্টেশন থেকে ওজোপাডিকোর সাব স্টেশনের ৩৩ হাজার কেভি মার্লিন তারটি পুরোনো হওয়ায় লোর্ড ও ধারন ক্ষমতার তারতম্যের কারনে ছিড়ে যায়। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব সঞ্চালন ব্যবস্থা সাভাবিক করার জন্য। তাছাড়া এই তারটি পরিবর্তন করার জন্য ইতোমধ্যে ঝিনাইদহ প্রকল্প অফিস অত্যাধিক ধারন ক্ষমতার গ্রজবিক তারের টেন্ডার প্রক্রিয়াধীন রেখেছে। আশা করছি কিছু দিনের মধ্যে তারটি পরিবর্তন করা সম্ভব হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গার জাফরপুরে গ্রীড সাব স্টেশন থেকে ৩৩ হাজার কেভি ইনকামিং তার ছিড়ে বিদ্যুৎ সঞ্চালন ব্যাহত

আপলোড টাইম : ১১:৩১:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ জুন ২০১৮

চুয়াডাঙ্গা আলমডাঙ্গা ও মেহেরপুরে ৫ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন : ভোগান্তিতে লাখ লাখ গ্রাহক
ধারণ ক্ষমতার চেয়ে বেশি সঞ্চালনের কারণে এই দূর্ঘটনা : ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশী সবুক্ত গীন
সোহেল রানা ডালিম/ফেরদৌস ওয়াাহিদ: ওজোপাডিকোর ৩৩ হাজার কেভি ইনকামিং তার ছিড়ে যাওয়ায় প্রায় ৫ ঘন্টা বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা ব্যাহত হয়ে পড়ে চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা ও মেহেরপুর এলাকায়। দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় চরম ভোগান্তির শিকার হয় সংশ্লিষ্ট এলাকার ওজোপাডিকোর লাখ লাখ গ্রাহক। পুরানো তার হওয়ায় ধারণ ক্ষমতার সমপরিমান লোডের কারনে তার ছিড়ে যায় বলে ধারণা বিদ্যুৎ কর্তৃপক্ষের। পরে বিদ্যুৎ অফিসের কর্মকর্তা কর্মচারীরা প্রায় ৫ ঘন্টা চেষ্টার পর বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করতে সক্ষম হন। গতকাল সোমবার বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গা জাফরপুর স্টেডিয়ামপাড়া মাঠের মধ্যে চুয়াডাঙ্গা ওজোপাডিকোর সাব স্টেশনের ইনকামিং তার ছিড়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, চুয়াডাঙ্গা জাফরপুর গ্রীড সাব স্টেশন থেকে চুয়াডাঙ্গা ওজোপাডিকোর সব স্টেশনে ৩৩ হাজার কেভি ইনকামিং তার গতকাল বেলা ১২টার দিকে জাফরপুর স্টেডিয়ামপাড়ার মাঠের মধ্যে ছিড়ে যায়। ফলে ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে চুয়াডাঙ্গা আলমডাঙ্গা ও মেহেরপুর এলাকায়। দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকাই চরম ভোগান্তির শিকার হন সংশ্লিষ্ট এলাকার ওজোপাডিকোর লাখ লাখ গ্রাহক। পরে বিদ্যুৎ অফিসের কর্মকর্তা কর্মচারীরা ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চেষ্টা করে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করেন।
চুয়াডাঙ্গা ওজোপাডিকো অফিস সুত্রে জানা যায়, জাফরপুর সাব স্টেশন থেকে চুয়াডাঙ্গা ওজোপাডিকোর ৩৩ হাজার কেভি ভোল্টের মার্লিন তারটি অত্যাধিক পুরানো। এই তারের ধারণ ক্ষমতা ২২ মেগাওয়াট। অধিকাংশ সময় ২১ মেগাওয়াট সঞ্চালন থাকে তারটিতে। ফলে ধারণ ক্ষমতা এবং লোডের তারতম্যের কারণে এই তারটি ছিড়ে যায় বলে তারা প্রাথমিকভাবে ধারণা করেন। নতুন তার সংযোগের বিষয়টি জানতে চাইলে অফিস কর্তৃপক্ষ বলেন, ঝিনাইদহ প্রকল্প অফিসের আওতায় অত্যাধিক ধারণ ক্ষমতার নতুন গ্রজবিক তারের টেন্ডার প্রক্রিয়াধীন। অতি অল্প সময়ের মধ্যে এই তারটি সংযোজন করা হবে।
গ্রাহকরা অভিযোগ করে বলেন, একেতো স্বাভাবিক লোডশেডিং এর সমস্যা আছেই তাছাড়া রোজার মাস, তার উপর জৈষ্ঠ মাসের প্রচন্ড গরমে প্রায় ৫ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় হাফসিয়ে ওঠে অফিস আদালত, ব্যাংক, বাসা বাড়ি, স্কুল কলেজসহ এ এলাকার জনপদ। এদিকে বিদ্যুৎ নির্ভরশীল ব্যবসা প্রতিষ্ঠান গুলো পুরো সময়ই বন্ধ থাকা ছাড়াও আসন্ন ঈদ উপলক্ষে ব্যবসা বানিজ্য বন্ধের উপক্রম হয়ে ওঠে এই দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার কারনে। তাছাড়া দিনের বেলা মোমবাতি জালিয়ে কর্ম সম্পাদন করতে দেখা যায় বিভিন্ন স্থানে। বিদ্যুতের কারনে সংশ্লিষ্ট এলাকার অধিকাংশ ব্যাংকের এটিএম বুথ গুলো বন্ধ হয়ে যায়। ফলে দূর দুরান্ত থেকে আসা এটিম কার্ড ব্যবহারকারী গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়ে এটিএম বুথে টাকা তুলতে এসে। এসময় টাকা না তুলে গ্রামে ফিরে যেতে দেখা যায় কয়েকজনকে।


চুয়াডাঙ্গা ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশী সবুক্ত গীন সময়ের সমীকরণকে জানান, জাফরপুর গ্রীড সাব স্টেশন থেকে ওজোপাডিকোর সাব স্টেশনের ৩৩ হাজার কেভি মার্লিন তারটি পুরোনো হওয়ায় লোর্ড ও ধারন ক্ষমতার তারতম্যের কারনে ছিড়ে যায়। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব সঞ্চালন ব্যবস্থা সাভাবিক করার জন্য। তাছাড়া এই তারটি পরিবর্তন করার জন্য ইতোমধ্যে ঝিনাইদহ প্রকল্প অফিস অত্যাধিক ধারন ক্ষমতার গ্রজবিক তারের টেন্ডার প্রক্রিয়াধীন রেখেছে। আশা করছি কিছু দিনের মধ্যে তারটি পরিবর্তন করা সম্ভব হবে।