ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার চিকিৎসা খাতকে আরও আধুনিকায়ন করা হবে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২৪:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০
  • / ২৩৩ বার পড়া হয়েছে

সদর হাসপাতালে অত্যাধুনিক ডিজিটাল এক্স-রে মেশিনের উদ্বোধনকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার

নিজস্ব প্রতিবেদক:চুয়াডাঙ্গা সদর হাসপাতালে অত্যাধুনিক ডিজিটাল এক্স-রে মেশিন চালু করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এক্স-রে মেশিনের কম্পিউটার মাউসে ক্লিক করে এই অত্যাধুনিক ডিজিটাল এক্স-রে মেশিনের শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবির, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফি) মো. সেলিম হোসেন, হিটাসি গ্রুপের মার্কেটিং ম্যানেজার ফারুক হোসেনসহ আরও অনেকে।

এ সময় এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘আমরা যদি অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখতে চাই, তবে অবশ্যই প্রত্যেকের জন্য সর্বজনীন এবং ভালো মানের স্বাস্থ্যসেবা সরবরাহ করতে হবে। চুয়াডাঙ্গাতে চালু হওয়া এই অত্যাধুনিক ডিজিটাল এক্স-রে মেশিনের মাধ্যমে জেলা মানুষ উন্নত চিকিৎসাসেবা পাবে। ধীরে ধীরে চুয়াডাঙ্গার চিকিৎসা খাতকে আরও অনেক আধুনিকায়ন করা হবে।’

জানা যায়, এক মাস পূর্বে আধুনিক ডিজিটাল এক্স-রে মেশিনটি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এসে পৌঁছায়। এরপরেই মেশিনটিকে হাসপাতালের নতুন ভবনের এক্স-রে বিভাগে স্থাপনের কাজ শুরু হয়। মেশিনটি সম্পূর্ণরূপে প্রস্তুত হলে গতকাল উদ্বোধনের মাধ্যমে রোগীদের সেবা দেওয়া শুরু করা হয়। আধুনিক ডিজিটাল এক্স-রে মেশিনটি প্রতি মিনিটে একটি করে এক্স-রে ফিল্ম এ ছবি ছাপতে পারে। সরকারি নির্ধারিত মূল্যে মাত্র ১৫০ টাকা ছোট ফিল্ম ও বড় ফিল্মের জন্য ২০০ টাকা করে চার্জ প্রযোজ্য হবে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবির বলেন, এটি একটি অত্যাধুনিক ডিজিটাল এক্স-রে মেশিন। এ ধরনের আধুনিক এক্স-রে মেশিন আশেপাশের জেলাতে আর কোথাও নেই। মেশিনটির মাধ্যমে প্রতিদিন ৪ শ রোগীকে সেবা দেওয়া সম্ভব হবে। এক্স-রে ছবির জন্য রোগীদের আর অপেক্ষ করে বসে থাকতে হবে না।

চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান বলেন, অত্যাধুনিক ডিজিটাল এক্স-রে মেশিনটির নিখুত ছবিতে রোগ নির্ণয় আরও সহজ হবে। চুয়াডাঙ্গার মানুষ আরও উন্নতসেবা পাবে। তিনি আরও বলেন, চুয়াডাঙ্গার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের মাধ্যমে জেলাবাসী এমন উন্নত চিকিৎসার সুযোগ পাচ্ছে। আশা রাখি, আগামীতে তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালকে আরও সমৃদ্ধ করে তুলবেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গার চিকিৎসা খাতকে আরও আধুনিকায়ন করা হবে

আপলোড টাইম : ১০:২৪:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০

সদর হাসপাতালে অত্যাধুনিক ডিজিটাল এক্স-রে মেশিনের উদ্বোধনকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার

নিজস্ব প্রতিবেদক:চুয়াডাঙ্গা সদর হাসপাতালে অত্যাধুনিক ডিজিটাল এক্স-রে মেশিন চালু করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এক্স-রে মেশিনের কম্পিউটার মাউসে ক্লিক করে এই অত্যাধুনিক ডিজিটাল এক্স-রে মেশিনের শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবির, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফি) মো. সেলিম হোসেন, হিটাসি গ্রুপের মার্কেটিং ম্যানেজার ফারুক হোসেনসহ আরও অনেকে।

এ সময় এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘আমরা যদি অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখতে চাই, তবে অবশ্যই প্রত্যেকের জন্য সর্বজনীন এবং ভালো মানের স্বাস্থ্যসেবা সরবরাহ করতে হবে। চুয়াডাঙ্গাতে চালু হওয়া এই অত্যাধুনিক ডিজিটাল এক্স-রে মেশিনের মাধ্যমে জেলা মানুষ উন্নত চিকিৎসাসেবা পাবে। ধীরে ধীরে চুয়াডাঙ্গার চিকিৎসা খাতকে আরও অনেক আধুনিকায়ন করা হবে।’

জানা যায়, এক মাস পূর্বে আধুনিক ডিজিটাল এক্স-রে মেশিনটি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এসে পৌঁছায়। এরপরেই মেশিনটিকে হাসপাতালের নতুন ভবনের এক্স-রে বিভাগে স্থাপনের কাজ শুরু হয়। মেশিনটি সম্পূর্ণরূপে প্রস্তুত হলে গতকাল উদ্বোধনের মাধ্যমে রোগীদের সেবা দেওয়া শুরু করা হয়। আধুনিক ডিজিটাল এক্স-রে মেশিনটি প্রতি মিনিটে একটি করে এক্স-রে ফিল্ম এ ছবি ছাপতে পারে। সরকারি নির্ধারিত মূল্যে মাত্র ১৫০ টাকা ছোট ফিল্ম ও বড় ফিল্মের জন্য ২০০ টাকা করে চার্জ প্রযোজ্য হবে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবির বলেন, এটি একটি অত্যাধুনিক ডিজিটাল এক্স-রে মেশিন। এ ধরনের আধুনিক এক্স-রে মেশিন আশেপাশের জেলাতে আর কোথাও নেই। মেশিনটির মাধ্যমে প্রতিদিন ৪ শ রোগীকে সেবা দেওয়া সম্ভব হবে। এক্স-রে ছবির জন্য রোগীদের আর অপেক্ষ করে বসে থাকতে হবে না।

চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান বলেন, অত্যাধুনিক ডিজিটাল এক্স-রে মেশিনটির নিখুত ছবিতে রোগ নির্ণয় আরও সহজ হবে। চুয়াডাঙ্গার মানুষ আরও উন্নতসেবা পাবে। তিনি আরও বলেন, চুয়াডাঙ্গার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের মাধ্যমে জেলাবাসী এমন উন্নত চিকিৎসার সুযোগ পাচ্ছে। আশা রাখি, আগামীতে তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালকে আরও সমৃদ্ধ করে তুলবেন।