ইপেপার । আজমঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার গড়াইটুপিতে নৌকার কর্মীকে মারধর!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৩৬:০৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০
  • / ২৬৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার গড়াইটুপিতে নির্বাচনকালীন সময়ে চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়াহেদ মিয়া নিয়ে কটূক্তিমূলক কথা বলার জের ধরে নাসির উদ্দিন তেতুল (৪৫) নামের এক ব্যক্তিকে চলা কাঁঠ দিয়ে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে সড়াবাড়িয়া বাজারের সাদেকের চায়ের দোকানে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা রক্তাক্ত অবস্থায় নাসির উদ্দিনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। আহত নাসির উদ্দিন তেতুল সরাবাড়িয়া গ্রামের স্কুলপাড়ার মৃত দেদার মন্ডলের ছেলে ও গড়াইটুপি ইউনিয়ন নির্বাচনের নবনির্বাচিত চেয়ারম্যান রাজু মাস্টারের অনুসারী এবং নৌকা প্রতীকের সমর্থক।
হাসপাতালের চিকিৎসা নিতে আসা নাসির উদ্দীন তেতুল অভিযোগ করে বলেন, ‘আমি গড়াইটুপি ইউপি নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান প্রার্থী শফিকুর রহমান রাজু মাস্টারের নৌকা প্রতীকের কর্মী হিসেবে কাজ করেছি। শুক্রবার সকাল ৮টার দিকে সাদেকের চায়ের দোকানের সামনে এলাকার সোহান মাস্টারের ছেলে ঘোড়া প্রতীকের কর্মী মনি আমাকে হঠাৎ করে বলে ‘তুই নাকি বড় মাপের মাস্তান হয়ে গিয়েছিস’। আমি এ কথার প্রতিবাদ করতে গেলে এলাকার মৃত আশরাফুল মেম্বারের দুই ছেলে ঘোড়া প্রতীকের কর্মী সাইফুল ও ছয়ফুল আমাকে চলা কাঠ ও ইট দিয়ে মারধর করে।
এবিষয়ে অভিযুক্ত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়াহেদের ঘোড়া প্রতীকের কর্মী মনি, সাইফুল ও ছয়ফুল বলেন, ‘নির্বাচনের সময় নাসির উদ্দিন তেতুল আমাদেরকে নিয়ে গালাগালি করে ও কটূক্তিমূলক কথাবার্তা বলে। শুক্রবার সকালে সড়াবাড়িয়া বাজারের সাদেকের চায়ের দোকানে নাসির উদ্দিনের সঙ্গে দেখা হলে, আমাদেরকে নিয়ে কটূক্তিমূলক কথা বলার বিষয়ে জানতে চাই। এ সময় আমাদের মধ্যে সামান্য হাতাহাতি হয়। আমরা তাকে মারধর করিনি।’
গড়াইটুপি ইউনিয়নের নৌকা প্রতীকের নবনির্বাচিত চেয়ারম্যান শফিকুর রহমান রাজু মাস্টার বলেন, ‘সড়াবাড়িয়া বাজারে নির্বাচন কেন্দ্রীক বিষয়ে আমার কর্মী নাসির উদ্দিন তেতুলকে মারধর করেছে ঘোড়া প্রতীকের প্রার্থী আব্দুল ওয়াহেদ মিয়ার কর্মীরা। আমি তেতুলের চিকিৎসা করেয়েছি এবং তার যাবতীয় ওষুধপত্র কিনে দিয়েছি। এবিষয়ে আহতের পক্ষ থেকে থানায় অভিযোগ প্রক্রিয়াধীন আছে।
গড়াইটুপি ইউপি চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকের প্রার্থী আব্দুল ওয়াহেদ মিয়া বলেন, ‘আমি শুনেছি সড়াবাড়িয়ায় মারামারী হয়েছে। কারা মারামারী করেছে আর কী কারণে করেছে এ বিষয়ে আমি কিছু জানতে পারিনি।’
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান কাজল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শুক্রবার সকালে সড়াবাড়িয়া গ্রামে সদ্য অনুষ্ঠিত ইউপি নির্বাচনে কটূক্তিমূলক কথা বলা নিয়ে নবনির্বাচিত চেয়ারম্যান রাজু মাস্টারের অনুসারী নাসির উদ্দিন তেতুলকে মারধরের ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গার গড়াইটুপিতে নৌকার কর্মীকে মারধর!

আপলোড টাইম : ১০:৩৬:০৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার গড়াইটুপিতে নির্বাচনকালীন সময়ে চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়াহেদ মিয়া নিয়ে কটূক্তিমূলক কথা বলার জের ধরে নাসির উদ্দিন তেতুল (৪৫) নামের এক ব্যক্তিকে চলা কাঁঠ দিয়ে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে সড়াবাড়িয়া বাজারের সাদেকের চায়ের দোকানে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা রক্তাক্ত অবস্থায় নাসির উদ্দিনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। আহত নাসির উদ্দিন তেতুল সরাবাড়িয়া গ্রামের স্কুলপাড়ার মৃত দেদার মন্ডলের ছেলে ও গড়াইটুপি ইউনিয়ন নির্বাচনের নবনির্বাচিত চেয়ারম্যান রাজু মাস্টারের অনুসারী এবং নৌকা প্রতীকের সমর্থক।
হাসপাতালের চিকিৎসা নিতে আসা নাসির উদ্দীন তেতুল অভিযোগ করে বলেন, ‘আমি গড়াইটুপি ইউপি নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান প্রার্থী শফিকুর রহমান রাজু মাস্টারের নৌকা প্রতীকের কর্মী হিসেবে কাজ করেছি। শুক্রবার সকাল ৮টার দিকে সাদেকের চায়ের দোকানের সামনে এলাকার সোহান মাস্টারের ছেলে ঘোড়া প্রতীকের কর্মী মনি আমাকে হঠাৎ করে বলে ‘তুই নাকি বড় মাপের মাস্তান হয়ে গিয়েছিস’। আমি এ কথার প্রতিবাদ করতে গেলে এলাকার মৃত আশরাফুল মেম্বারের দুই ছেলে ঘোড়া প্রতীকের কর্মী সাইফুল ও ছয়ফুল আমাকে চলা কাঠ ও ইট দিয়ে মারধর করে।
এবিষয়ে অভিযুক্ত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়াহেদের ঘোড়া প্রতীকের কর্মী মনি, সাইফুল ও ছয়ফুল বলেন, ‘নির্বাচনের সময় নাসির উদ্দিন তেতুল আমাদেরকে নিয়ে গালাগালি করে ও কটূক্তিমূলক কথাবার্তা বলে। শুক্রবার সকালে সড়াবাড়িয়া বাজারের সাদেকের চায়ের দোকানে নাসির উদ্দিনের সঙ্গে দেখা হলে, আমাদেরকে নিয়ে কটূক্তিমূলক কথা বলার বিষয়ে জানতে চাই। এ সময় আমাদের মধ্যে সামান্য হাতাহাতি হয়। আমরা তাকে মারধর করিনি।’
গড়াইটুপি ইউনিয়নের নৌকা প্রতীকের নবনির্বাচিত চেয়ারম্যান শফিকুর রহমান রাজু মাস্টার বলেন, ‘সড়াবাড়িয়া বাজারে নির্বাচন কেন্দ্রীক বিষয়ে আমার কর্মী নাসির উদ্দিন তেতুলকে মারধর করেছে ঘোড়া প্রতীকের প্রার্থী আব্দুল ওয়াহেদ মিয়ার কর্মীরা। আমি তেতুলের চিকিৎসা করেয়েছি এবং তার যাবতীয় ওষুধপত্র কিনে দিয়েছি। এবিষয়ে আহতের পক্ষ থেকে থানায় অভিযোগ প্রক্রিয়াধীন আছে।
গড়াইটুপি ইউপি চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকের প্রার্থী আব্দুল ওয়াহেদ মিয়া বলেন, ‘আমি শুনেছি সড়াবাড়িয়ায় মারামারী হয়েছে। কারা মারামারী করেছে আর কী কারণে করেছে এ বিষয়ে আমি কিছু জানতে পারিনি।’
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান কাজল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শুক্রবার সকালে সড়াবাড়িয়া গ্রামে সদ্য অনুষ্ঠিত ইউপি নির্বাচনে কটূক্তিমূলক কথা বলা নিয়ে নবনির্বাচিত চেয়ারম্যান রাজু মাস্টারের অনুসারী নাসির উদ্দিন তেতুলকে মারধরের ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’