ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার গাইদঘাটে মাইকিং শুনে স্ত্রী বাইরে আসায় প্রচারম্যানকে ধরে হাতুরিপেটা করলো স্বামী

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৫৩:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭
  • / ৪২৭ বার পড়া হয়েছে

শহর প্রতিবেদক: মাইকিং করে মুরগী বিক্রি করতে গিয়ে গাইদঘাট গ্রামের ষ্টেশন পাড়ার আলিহীমের ছেলে আশরাফ ও তার সহযোগীদের হাতে হাতুরিপেটার শিকার হয়েছে চুয়াডাঙ্গা শহরের সুমিরদিয়া কলোনীপাড়ার নিলার মোড়ের ইয়াকুব আলীর ছেলে আশরাফুল (৩০)। আহত আশরাফুল এখন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন। এঘটনাটি গাইদঘাট গ্রামে মুখোরোচক গল্পে পরিনত হয়েছে।
আহত আশরাফুল জানায়, সে একজন বিক্রয় প্রতিনিধি হওয়ায় তাকে বিভিন্ন পন্য বিক্রি করতে গ্রামে গ্রামে যেতে হয়। কিন্তু আশরাফুল যখনই মাইকে প্রচার করতে করতে গাইদঘাট গ্রামের স্টেশনপাড়ায় আলিহীমের ছেলে একই নামের আশরাফুলের বাড়ীর কাছে পৌঁছায় তখন আশরাফুলের স্ত্রী সব কাজ ফেলে আশরাফুলের প্রচার শুনতে প্রচারগাড়ীর কাছে গিয়ে দাঁড়ায়। বিষয়টি স্বামী আশরাফুল বেশকিছুদিন থেকে লক্ষ্য করে আসছে। গতকাল সকাল ১০টার দিকে সুমিরদিয়ার আশরাফুল হক (৩০) একটি ফার্মের মুরগী বিক্রির প্রচার করতে করতে গাইদঘাট গ্রামের ষ্টেশন পাড়ার পৌঁছালে ষ্টেশনপাড়ার আলিহীমের ছেলে আশরাফুল স্ত্রী সব কাজ ফেলে প্রচারম্যান আশরাফুলের মাইকের শব্দ শুনে ধীরে ধীরে আশরাফুলের কাছে যেতে শুরু করে। এসময় আলিহীমের ছেলে আশরাফুল ও তার সহযোগী একই এলাকার চা দোকানদার ভদা প্রচারম্যান আশরাফুলকে প্রচারগাড়ী থেকে নামিয়ে হাতুড়ী দিয়ে বেদম পিটয়ে গুরুতর আহত করে।
এসময় গাইদঘাট গ্রামবাসীরা তাকে উদ্ধার করে ও তার পরিবারকে খবর দিলে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে আশরাফুলের অবস্থা আশঙ্কামুক্ত হলেও তার উপর এমন হামলা সে মেনে নিতে পারছে না। আহত আশরাফুলের স্বজনরা বলে মাইকের প্রচার শুনে কারো স্ত্রী রাস্তায় আসলে কি মাইকিং ম্যানের দোষ হবে? আহত আশরাফুল আরো বলে হাতুড়ি দিয়ে পেটানোর সময় গাইদঘাটের আশরাফুল বলে তুই আমাদের গ্রামে মাইক বাজিয়ে আর পণ্য বিক্রি করতে আসবি না, তুই আসলে আমার স্ত্রী তোর দিকে তাকিয়ে থাকে। তুই এই গ্রামে আর মাইক বাজিয়ে পণ্য বিক্রি করতে আসবি না। আসলে তোর খবর আছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গার গাইদঘাটে মাইকিং শুনে স্ত্রী বাইরে আসায় প্রচারম্যানকে ধরে হাতুরিপেটা করলো স্বামী

আপলোড টাইম : ১০:৫৩:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭

শহর প্রতিবেদক: মাইকিং করে মুরগী বিক্রি করতে গিয়ে গাইদঘাট গ্রামের ষ্টেশন পাড়ার আলিহীমের ছেলে আশরাফ ও তার সহযোগীদের হাতে হাতুরিপেটার শিকার হয়েছে চুয়াডাঙ্গা শহরের সুমিরদিয়া কলোনীপাড়ার নিলার মোড়ের ইয়াকুব আলীর ছেলে আশরাফুল (৩০)। আহত আশরাফুল এখন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন। এঘটনাটি গাইদঘাট গ্রামে মুখোরোচক গল্পে পরিনত হয়েছে।
আহত আশরাফুল জানায়, সে একজন বিক্রয় প্রতিনিধি হওয়ায় তাকে বিভিন্ন পন্য বিক্রি করতে গ্রামে গ্রামে যেতে হয়। কিন্তু আশরাফুল যখনই মাইকে প্রচার করতে করতে গাইদঘাট গ্রামের স্টেশনপাড়ায় আলিহীমের ছেলে একই নামের আশরাফুলের বাড়ীর কাছে পৌঁছায় তখন আশরাফুলের স্ত্রী সব কাজ ফেলে আশরাফুলের প্রচার শুনতে প্রচারগাড়ীর কাছে গিয়ে দাঁড়ায়। বিষয়টি স্বামী আশরাফুল বেশকিছুদিন থেকে লক্ষ্য করে আসছে। গতকাল সকাল ১০টার দিকে সুমিরদিয়ার আশরাফুল হক (৩০) একটি ফার্মের মুরগী বিক্রির প্রচার করতে করতে গাইদঘাট গ্রামের ষ্টেশন পাড়ার পৌঁছালে ষ্টেশনপাড়ার আলিহীমের ছেলে আশরাফুল স্ত্রী সব কাজ ফেলে প্রচারম্যান আশরাফুলের মাইকের শব্দ শুনে ধীরে ধীরে আশরাফুলের কাছে যেতে শুরু করে। এসময় আলিহীমের ছেলে আশরাফুল ও তার সহযোগী একই এলাকার চা দোকানদার ভদা প্রচারম্যান আশরাফুলকে প্রচারগাড়ী থেকে নামিয়ে হাতুড়ী দিয়ে বেদম পিটয়ে গুরুতর আহত করে।
এসময় গাইদঘাট গ্রামবাসীরা তাকে উদ্ধার করে ও তার পরিবারকে খবর দিলে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে আশরাফুলের অবস্থা আশঙ্কামুক্ত হলেও তার উপর এমন হামলা সে মেনে নিতে পারছে না। আহত আশরাফুলের স্বজনরা বলে মাইকের প্রচার শুনে কারো স্ত্রী রাস্তায় আসলে কি মাইকিং ম্যানের দোষ হবে? আহত আশরাফুল আরো বলে হাতুড়ি দিয়ে পেটানোর সময় গাইদঘাটের আশরাফুল বলে তুই আমাদের গ্রামে মাইক বাজিয়ে আর পণ্য বিক্রি করতে আসবি না, তুই আসলে আমার স্ত্রী তোর দিকে তাকিয়ে থাকে। তুই এই গ্রামে আর মাইক বাজিয়ে পণ্য বিক্রি করতে আসবি না। আসলে তোর খবর আছে।