ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার কলেজেগুলোতে একাদশ শ্রেণির নবীনবরণ ও প্রথম ক্লাস অনুষ্ঠিত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:০৪:৪২ অপরাহ্ন, সোমবার, ২ জুলাই ২০১৮
  • / ৫৯৯ বার পড়া হয়েছে

ভবিষ্যতের স্বপ্ন নিয়ে লাখো শিক্ষার্থীর কলেজ জীবনের সূচনা
নিজস্ব প্রতিবেদক: “কলেজে পড়ার স্বপ্ন ছিলো। ভর্তির পালা শেষে প্রহর গুণতে থাকি কবে আসবে কলেজের প্রথম দিনটি। অবশেষে এলো সেই দিনটি। দিনটিকে ঘিরে নিজের আনন্দ ও উত্তেজনার কোনো সীমা ছিল না। যদিও ভয় ছিল। কল্পনার সাথে না মিলবার ভয়। কলেজে এই প্রথম দিনটির জন্য কত আগ্রহ নিয়ে বসে ছিলাম, কতইনা পরিকল্পনা ছিল দিনটিকে ঘিরে। সম্পূর্ণ নতুন একটি পরিবেশ, মানুষগুলো সব নতুন, আর নতুন আমার শিক্ষা প্রতিষ্ঠান। আস্তে আস্তে কলেজে ঢুকে নির্দিষ্ট ক্লাসরুমে যেতেই দেখি অনেক ছাত্র-ছাত্রী বসে আছে। আমিও গিয়ে তাদের সাথে বসলাম। কিছুক্ষণ পর কলেজের অধ্যক্ষ স্যার, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান স্যাররা এসে পরিচয় দিলেন, কলেজ জিবনের নতুন এক অভিজ্ঞতার জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য দিলেন। স্বাগত জানালেন কলেজ জিবনে। তারপর দেখলাম কলেজের বড় ভাইবোনরা ফুল নিয়ে দাঁড়িয়ে আছেন নবীনদের বরণ করার জন্যে। ফুল দিয়ে বরণ করার পর সবাই মিলে গান হলো, নাচ হলো, কৌতুক হলো। আস্তে আস্তে পরিচিত হলাম নতুন নতুন বন্ধুদের সাথে। এরপর শুরু হলো প্রথম ক্লাস। যেটি শুধুই প্রথম ক্লাস ছিলো না এটি ছিলো আমরা সকলে যারা ঐ রুমে ছিলাম সবারই কলেজ জিবনের প্রথম ক্লাস, নতুন এক অভিজ্ঞতা! একে একে বেশকয়েকটি ক্লাস হলো। অনেকদিনের দেখা স্বপ্নটা বাস্তবে রুপ নিল। বেশ ভালোই ছিলো। দিনটি আমার সারাজীবন মনে থাকবে।” এমনই হাস্য উজ্বল অভিব্যাক্তি ছিলো চুয়াডাঙ্গা সরকারি কলেজের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের একাদশ শ্রেনির প্রথম দিনের ক্লাস শেষ করে শ্রেনিকক্ষ থেকে বেরিয়ে আসা ছাত্র হাবিবুর রহমানের।

গতকাল শুক্রবার ছিলো ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের একাদশ শ্রেনির প্রথম ক্লাস। এ উপলক্ষে চুয়াডাঙ্গাসহ সারা দেশের কলেজগুলোতে ছিলো নবীন বরণ ও প্রথম ক্লাস সেশন। সারা দেশের কলেজগুলোর ন্যায় চুয়াডাঙ্গার কলেজ গুলোই নিয়েছিল নানা কর্মসূচি। এরই ধারাবাহিকতায় গতকাল সকালে চুয়াডাঙ্গা সরকারি কলেজের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। নবীন বরণ ও প্রথম ক্লাস সেশনে প্রধান অতিথি হিসাবে ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান। প্রধান
অতিথির বক্তব্যে প্রফেসর কামরুজ্জামান বলেন- কঠিন প্রতিযোগীতায় উত্তীর্ণ হয়ে তোমরা এ চুয়াডাঙ্গা সরকারি কলেজে ভর্তির সুযোগ পেয়েছ তাই তোমরা অবশ্যই মেধাবী। সফলতার জন্য নিজের মধ্যে স্বপ্নের চারণভূমি তৈরী করতে হবে এবং সেই চারণভূমিতে অধ্যবসায় ও শ্রমের অনুষঙ্গ যুক্ত করতে হবে। তোমাদেরকে শিক্ষা অর্জনের মাধ্যমে নিজেকে গঠন করে দেশের সেবায় এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের একাদশ শ্রেনিতে ভর্তী কমিটির আহ্বায়ক কৃষি বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যপক রুহুল আমিন। শিক্ষক পরিষদের সম্পাদক দেলোয়ার হোসের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মো. মকসুদুল হক খান চৌধুরি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল জব্বার, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান মো. আতিয়ার রহমান, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আবুল কালাম আজাদ, রাষ্টবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জাহাঙ্গীর আলম, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান খন্দকার রোকনুজ্জামান, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. আব্দুল আজিজ, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. এনাম হোসেন, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান মো. মাহবুবুর রহমান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. ফারুক হোসেন, গণিত বিভাগের বিভাগীয় প্রধান হেমায়েত আলি, পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. মুমিনুল ইসলাম, বাংলা বিভাগের সহকারি অধ্যাপক জাহিদুল হাসান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারি অধ্যাপক সফিকুল ইসলাম, রাষ্টবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মো. মতিউর রহমান ও মো. ফরহাদ হোসেনসহ সরকারি কলেজের শিক্ষকবৃন্দ।
এদিকে চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের একাদশ শ্রেনির শিক্ষার্থীদের নবিনবরণ অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের একাদশ শ্রেনিতে ভর্তী কমিটির আহ্বায়ক মো. মাসুদ পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর নওরোজ মোহাম্মদ সাঈদ। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর নওরোজ মোহাম্মদ সাঈদ বলেন- মানুষের মত মানুষ হতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই, শিক্ষিত মানুষই কেবল একটি উন্নত সমাজ গঠন করতে পারে। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। তোমরা আগামী দিনের ভবিষৎত, তোমাদের মধ্যে যে আলো রয়েছে তা তোমাদেরই নিজেদের ইচ্ছের মাধ্যমে জ্বালাতে হবে। তা হলেই কেবল তোমরা সফল হবে। তোমাদের চিন্তা থাকতে আমি পারবো আমাকে পারতেই হবে। তা হলেই তোমরা সাফল্যকে ¯পর্শ করতে পারবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের উপাধ্যক্ষ মো. মফিজুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক মো. মামুন-অর-রশিদ, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. আব্দুর রশীদ, রাষ্টবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. শাহাজান আলী। আলোচনা সভার পর সাংষ্কৃতিক অনুষ্ঠান হয়। এসময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও ছাত্রীরা উপস্থিত ছিলো। পরে একাদশ শ্রেনির ক্লাস অনুষ্ঠিত হয়।
আলমডাঙ্গা অফিস জানিয়েছে, আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজের ২০১৮-১৯ শিক্ষা বর্ষে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রীদের ক্লাস শুরু হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানিকভাবে ক্লাস উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র ও ম্যানেজিং কমিটির সদস্য আলহাজ মীর মহিউদ্দিন। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ জিয়াউন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খান, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী লিপু মোল্লা, সিরাজুল ইসলাম, সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম। সহকারী অধ্যাপক আব্দুর রহমানের উপস্থাপনায় বক্তব্য রাখেন শিক্ষক মিজানুর রহমান, প্রবীর পাল, শফিকুর রহমান, আব্দুল খলেক, শরিফুল আলম, মোশারেফ হোসেন, মিজানুর রহমান, মোতাহার হোসেন, নাসরিন নাহার, ইউসুফ আলীম ফজলুল হক, কামাল হোসেন, প্রভ্যাংশ ব্যানার্জী, কুদ্দুস আলী, একেএম গোলাম সরোয়ার।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গার কলেজেগুলোতে একাদশ শ্রেণির নবীনবরণ ও প্রথম ক্লাস অনুষ্ঠিত

আপলোড টাইম : ১২:০৪:৪২ অপরাহ্ন, সোমবার, ২ জুলাই ২০১৮

ভবিষ্যতের স্বপ্ন নিয়ে লাখো শিক্ষার্থীর কলেজ জীবনের সূচনা
নিজস্ব প্রতিবেদক: “কলেজে পড়ার স্বপ্ন ছিলো। ভর্তির পালা শেষে প্রহর গুণতে থাকি কবে আসবে কলেজের প্রথম দিনটি। অবশেষে এলো সেই দিনটি। দিনটিকে ঘিরে নিজের আনন্দ ও উত্তেজনার কোনো সীমা ছিল না। যদিও ভয় ছিল। কল্পনার সাথে না মিলবার ভয়। কলেজে এই প্রথম দিনটির জন্য কত আগ্রহ নিয়ে বসে ছিলাম, কতইনা পরিকল্পনা ছিল দিনটিকে ঘিরে। সম্পূর্ণ নতুন একটি পরিবেশ, মানুষগুলো সব নতুন, আর নতুন আমার শিক্ষা প্রতিষ্ঠান। আস্তে আস্তে কলেজে ঢুকে নির্দিষ্ট ক্লাসরুমে যেতেই দেখি অনেক ছাত্র-ছাত্রী বসে আছে। আমিও গিয়ে তাদের সাথে বসলাম। কিছুক্ষণ পর কলেজের অধ্যক্ষ স্যার, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান স্যাররা এসে পরিচয় দিলেন, কলেজ জিবনের নতুন এক অভিজ্ঞতার জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য দিলেন। স্বাগত জানালেন কলেজ জিবনে। তারপর দেখলাম কলেজের বড় ভাইবোনরা ফুল নিয়ে দাঁড়িয়ে আছেন নবীনদের বরণ করার জন্যে। ফুল দিয়ে বরণ করার পর সবাই মিলে গান হলো, নাচ হলো, কৌতুক হলো। আস্তে আস্তে পরিচিত হলাম নতুন নতুন বন্ধুদের সাথে। এরপর শুরু হলো প্রথম ক্লাস। যেটি শুধুই প্রথম ক্লাস ছিলো না এটি ছিলো আমরা সকলে যারা ঐ রুমে ছিলাম সবারই কলেজ জিবনের প্রথম ক্লাস, নতুন এক অভিজ্ঞতা! একে একে বেশকয়েকটি ক্লাস হলো। অনেকদিনের দেখা স্বপ্নটা বাস্তবে রুপ নিল। বেশ ভালোই ছিলো। দিনটি আমার সারাজীবন মনে থাকবে।” এমনই হাস্য উজ্বল অভিব্যাক্তি ছিলো চুয়াডাঙ্গা সরকারি কলেজের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের একাদশ শ্রেনির প্রথম দিনের ক্লাস শেষ করে শ্রেনিকক্ষ থেকে বেরিয়ে আসা ছাত্র হাবিবুর রহমানের।

গতকাল শুক্রবার ছিলো ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের একাদশ শ্রেনির প্রথম ক্লাস। এ উপলক্ষে চুয়াডাঙ্গাসহ সারা দেশের কলেজগুলোতে ছিলো নবীন বরণ ও প্রথম ক্লাস সেশন। সারা দেশের কলেজগুলোর ন্যায় চুয়াডাঙ্গার কলেজ গুলোই নিয়েছিল নানা কর্মসূচি। এরই ধারাবাহিকতায় গতকাল সকালে চুয়াডাঙ্গা সরকারি কলেজের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। নবীন বরণ ও প্রথম ক্লাস সেশনে প্রধান অতিথি হিসাবে ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান। প্রধান
অতিথির বক্তব্যে প্রফেসর কামরুজ্জামান বলেন- কঠিন প্রতিযোগীতায় উত্তীর্ণ হয়ে তোমরা এ চুয়াডাঙ্গা সরকারি কলেজে ভর্তির সুযোগ পেয়েছ তাই তোমরা অবশ্যই মেধাবী। সফলতার জন্য নিজের মধ্যে স্বপ্নের চারণভূমি তৈরী করতে হবে এবং সেই চারণভূমিতে অধ্যবসায় ও শ্রমের অনুষঙ্গ যুক্ত করতে হবে। তোমাদেরকে শিক্ষা অর্জনের মাধ্যমে নিজেকে গঠন করে দেশের সেবায় এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের একাদশ শ্রেনিতে ভর্তী কমিটির আহ্বায়ক কৃষি বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যপক রুহুল আমিন। শিক্ষক পরিষদের সম্পাদক দেলোয়ার হোসের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মো. মকসুদুল হক খান চৌধুরি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল জব্বার, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান মো. আতিয়ার রহমান, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আবুল কালাম আজাদ, রাষ্টবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জাহাঙ্গীর আলম, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান খন্দকার রোকনুজ্জামান, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. আব্দুল আজিজ, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. এনাম হোসেন, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান মো. মাহবুবুর রহমান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. ফারুক হোসেন, গণিত বিভাগের বিভাগীয় প্রধান হেমায়েত আলি, পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. মুমিনুল ইসলাম, বাংলা বিভাগের সহকারি অধ্যাপক জাহিদুল হাসান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারি অধ্যাপক সফিকুল ইসলাম, রাষ্টবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মো. মতিউর রহমান ও মো. ফরহাদ হোসেনসহ সরকারি কলেজের শিক্ষকবৃন্দ।
এদিকে চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের একাদশ শ্রেনির শিক্ষার্থীদের নবিনবরণ অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের একাদশ শ্রেনিতে ভর্তী কমিটির আহ্বায়ক মো. মাসুদ পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর নওরোজ মোহাম্মদ সাঈদ। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর নওরোজ মোহাম্মদ সাঈদ বলেন- মানুষের মত মানুষ হতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই, শিক্ষিত মানুষই কেবল একটি উন্নত সমাজ গঠন করতে পারে। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। তোমরা আগামী দিনের ভবিষৎত, তোমাদের মধ্যে যে আলো রয়েছে তা তোমাদেরই নিজেদের ইচ্ছের মাধ্যমে জ্বালাতে হবে। তা হলেই কেবল তোমরা সফল হবে। তোমাদের চিন্তা থাকতে আমি পারবো আমাকে পারতেই হবে। তা হলেই তোমরা সাফল্যকে ¯পর্শ করতে পারবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের উপাধ্যক্ষ মো. মফিজুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক মো. মামুন-অর-রশিদ, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. আব্দুর রশীদ, রাষ্টবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. শাহাজান আলী। আলোচনা সভার পর সাংষ্কৃতিক অনুষ্ঠান হয়। এসময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও ছাত্রীরা উপস্থিত ছিলো। পরে একাদশ শ্রেনির ক্লাস অনুষ্ঠিত হয়।
আলমডাঙ্গা অফিস জানিয়েছে, আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজের ২০১৮-১৯ শিক্ষা বর্ষে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রীদের ক্লাস শুরু হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানিকভাবে ক্লাস উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র ও ম্যানেজিং কমিটির সদস্য আলহাজ মীর মহিউদ্দিন। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ জিয়াউন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খান, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী লিপু মোল্লা, সিরাজুল ইসলাম, সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম। সহকারী অধ্যাপক আব্দুর রহমানের উপস্থাপনায় বক্তব্য রাখেন শিক্ষক মিজানুর রহমান, প্রবীর পাল, শফিকুর রহমান, আব্দুল খলেক, শরিফুল আলম, মোশারেফ হোসেন, মিজানুর রহমান, মোতাহার হোসেন, নাসরিন নাহার, ইউসুফ আলীম ফজলুল হক, কামাল হোসেন, প্রভ্যাংশ ব্যানার্জী, কুদ্দুস আলী, একেএম গোলাম সরোয়ার।