ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুরি যাওয়া বাইক-কার-মোবাইল সন্ধান পাওয়ার উপায়

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:১৫:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০১৭
  • / ৬০৭ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক: এখন থেকে শখের বাইক বা কারটি চুরি হয়ে গেলে আপনাকে আর পুলিশের পিছনে দৌঁড়াতে হবে না।থানায় গিয়ে জিডি করতে হবে না।অতি সহজেই হারিয়ে যাওয়া বাইক বা কারটি খুঁজে বের করতে পারবেন। ভাবছেন কীভাবে? হ্যা। একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ও ক্ষুদ্র একটি ডিভাইসের সাহায্যে নিজেই খুঁজে নিতে পারবেন আপনার প্রিয় বাইক বা কারটি। যন্ত্রটির নাম ‘ট্র্যাকার ব্রাভো’।আর এর সাথে যে অ্যাপটি যোগাযোগ ঘটাবে তার নাম ‘লস্ট আইটেম ট্র্যাকার’। ডিভাইসটির দাম ২ হাজার ৫০০ টাকা। এই ট্র্যাকারটি দেখতে একটা চাবির রিংয়ের মতোই মনে হবে সবার কাছে। ট্র্যাকার ডিভাইসটি কিনে স্মার্টফোনের সঙ্গে তা জুড়ে নিলেই হল। ওই অ্যাপটিই স্মার্টফোনে বাইক সম্পর্কে সার্বক্ষনিক আপডেট দিবে। বাইক বা কারটি চুরি হলে স্মার্টফোন অ্যাপটি ওপেন করলে ‘ফাইন্ড ডিভাইস’ জিপিএসের সাহায্যে চুরি যাওয়া গাড়ি বা বাইকটির অবস্থান জানা যাবে। এছাড়াও মোবাইল খুঁজে না পেলেও ট্র্যাকার ডিভাইসের বোতাম চাপলে মোবাইলে রিং হতে থাকবে। এক্ষেত্রে মোবাইটি যদি সাইলেন্ট মুডে থাকে তাহলেও রিং হবে। দামের ক্ষেত্রে যেহেতু একেবারেই হাতের নাগালে, তাই ডিভাইসটি প্রতিটি বাইক বা কারের নিরাপত্তার জন্য লাগানো উচিত বলেই মনে করেন সংশ্লিষ্টরা। এতে করে বাইক চুরির মতো ঝামেলা থেকে নিরাপদে থাকা যাবে। পাশাপাশি স্মার্টফোনটিও সংরক্ষণে থাকবে। মনের ভুলে কোথাও ফেলে আসলেও জানা যাবে কোথায় প্রিয় ডিভাইসটি রেখে আসা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুরি যাওয়া বাইক-কার-মোবাইল সন্ধান পাওয়ার উপায়

আপলোড টাইম : ০৫:১৫:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০১৭

প্রযুক্তি ডেস্ক: এখন থেকে শখের বাইক বা কারটি চুরি হয়ে গেলে আপনাকে আর পুলিশের পিছনে দৌঁড়াতে হবে না।থানায় গিয়ে জিডি করতে হবে না।অতি সহজেই হারিয়ে যাওয়া বাইক বা কারটি খুঁজে বের করতে পারবেন। ভাবছেন কীভাবে? হ্যা। একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ও ক্ষুদ্র একটি ডিভাইসের সাহায্যে নিজেই খুঁজে নিতে পারবেন আপনার প্রিয় বাইক বা কারটি। যন্ত্রটির নাম ‘ট্র্যাকার ব্রাভো’।আর এর সাথে যে অ্যাপটি যোগাযোগ ঘটাবে তার নাম ‘লস্ট আইটেম ট্র্যাকার’। ডিভাইসটির দাম ২ হাজার ৫০০ টাকা। এই ট্র্যাকারটি দেখতে একটা চাবির রিংয়ের মতোই মনে হবে সবার কাছে। ট্র্যাকার ডিভাইসটি কিনে স্মার্টফোনের সঙ্গে তা জুড়ে নিলেই হল। ওই অ্যাপটিই স্মার্টফোনে বাইক সম্পর্কে সার্বক্ষনিক আপডেট দিবে। বাইক বা কারটি চুরি হলে স্মার্টফোন অ্যাপটি ওপেন করলে ‘ফাইন্ড ডিভাইস’ জিপিএসের সাহায্যে চুরি যাওয়া গাড়ি বা বাইকটির অবস্থান জানা যাবে। এছাড়াও মোবাইল খুঁজে না পেলেও ট্র্যাকার ডিভাইসের বোতাম চাপলে মোবাইলে রিং হতে থাকবে। এক্ষেত্রে মোবাইটি যদি সাইলেন্ট মুডে থাকে তাহলেও রিং হবে। দামের ক্ষেত্রে যেহেতু একেবারেই হাতের নাগালে, তাই ডিভাইসটি প্রতিটি বাইক বা কারের নিরাপত্তার জন্য লাগানো উচিত বলেই মনে করেন সংশ্লিষ্টরা। এতে করে বাইক চুরির মতো ঝামেলা থেকে নিরাপদে থাকা যাবে। পাশাপাশি স্মার্টফোনটিও সংরক্ষণে থাকবে। মনের ভুলে কোথাও ফেলে আসলেও জানা যাবে কোথায় প্রিয় ডিভাইসটি রেখে আসা হয়েছে।