ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চিকিৎসার জন্য স্পেন যাচ্ছেন সালাহ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:৫৬:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ মে ২০১৮
  • / ৪২৯ বার পড়া হয়েছে

খেলাধুলা ডেস্ক: চিকিৎসার জন্য স্পেন যাচ্ছেন মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। তিনি আগামীকাল চিকিৎসার জন্য স্পেন যাবেন বলে নিশ্চিত করেছে মিশরীয় ফুটবল ফেডারেশন। শনিবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে কাঁধের ইনজুরিতে পড়েন সালাহ। তখন থেকেই তার বিশ্বকাপ খেলা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। তবে, রোববার টুইট করে সালাহ জানিয়েছেন রাশিয়া বিশ্বকাপ খেলার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। আর সোমবার রাতে লিভারপুল তারকা স্পেন যাওয়ার বিষয়টিও নিশ্চিত করেন। এর আগে মিশরীয় ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানায়, রোববার থেকেই রিহ্যাব (পুনর্বাসন) প্রক্রিয়া শুরু করেছেন সালাহ। মানসিকভাবে খুবই আত্মবিশ্বাসী তিনি এবং দ্রুত দলে ফিরে আসার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। তার স্পেন যাত্রায় সঙ্গী হবেন দেশটির ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট, জাতীয় দল ও লিভারপুলের চিকিৎসকরা। রাশিয়া বিশ্বকাপের জন্য এরই মধ্যে ২৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে মিশর। আগামী ৪ঠা জুনের আগে ঘোষণা করা হবে চূড়ান্ত দল। পুরোপুরি ফিট হয়ে উঠতে আরো দুই তিন সপ্তাহ সময় লাগবে সালাহ’র। লিভারপুলের হয়ে এবারের মৌসুমে ইউরোপ মাতিয়েছেন এ ফরোয়ার্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫২ ম্যাচে করেছেন ৪৪ গোল। ইংলিশ প্রিমিয়ার লীগের এক মৌসুমে সর্বোচ্চ ৩২ গোলের রেকর্ডও গড়েন তিনি। ২০১১তে মিশরের হয়ে অভিষেকের পর ৫৭ ম্যাচে ৩৩ গোল করেছেন সালাহ। দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে খেলছে মিশর। আগামী ১৫ই জুন নিজেদের প্রথম ম্যাচ উরুগুয়ের মুখোমুখি হবে তারা। এবারের বিশ্বকাপে ‘এ’ গ্রুপে মিশরের অপর দুই প্রতিপক্ষ সৌদি আরব ও স্বাগতিক রাশিয়া।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চিকিৎসার জন্য স্পেন যাচ্ছেন সালাহ

আপলোড টাইম : ০৫:৫৬:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ মে ২০১৮

খেলাধুলা ডেস্ক: চিকিৎসার জন্য স্পেন যাচ্ছেন মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। তিনি আগামীকাল চিকিৎসার জন্য স্পেন যাবেন বলে নিশ্চিত করেছে মিশরীয় ফুটবল ফেডারেশন। শনিবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে কাঁধের ইনজুরিতে পড়েন সালাহ। তখন থেকেই তার বিশ্বকাপ খেলা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। তবে, রোববার টুইট করে সালাহ জানিয়েছেন রাশিয়া বিশ্বকাপ খেলার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। আর সোমবার রাতে লিভারপুল তারকা স্পেন যাওয়ার বিষয়টিও নিশ্চিত করেন। এর আগে মিশরীয় ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানায়, রোববার থেকেই রিহ্যাব (পুনর্বাসন) প্রক্রিয়া শুরু করেছেন সালাহ। মানসিকভাবে খুবই আত্মবিশ্বাসী তিনি এবং দ্রুত দলে ফিরে আসার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। তার স্পেন যাত্রায় সঙ্গী হবেন দেশটির ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট, জাতীয় দল ও লিভারপুলের চিকিৎসকরা। রাশিয়া বিশ্বকাপের জন্য এরই মধ্যে ২৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে মিশর। আগামী ৪ঠা জুনের আগে ঘোষণা করা হবে চূড়ান্ত দল। পুরোপুরি ফিট হয়ে উঠতে আরো দুই তিন সপ্তাহ সময় লাগবে সালাহ’র। লিভারপুলের হয়ে এবারের মৌসুমে ইউরোপ মাতিয়েছেন এ ফরোয়ার্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫২ ম্যাচে করেছেন ৪৪ গোল। ইংলিশ প্রিমিয়ার লীগের এক মৌসুমে সর্বোচ্চ ৩২ গোলের রেকর্ডও গড়েন তিনি। ২০১১তে মিশরের হয়ে অভিষেকের পর ৫৭ ম্যাচে ৩৩ গোল করেছেন সালাহ। দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে খেলছে মিশর। আগামী ১৫ই জুন নিজেদের প্রথম ম্যাচ উরুগুয়ের মুখোমুখি হবে তারা। এবারের বিশ্বকাপে ‘এ’ গ্রুপে মিশরের অপর দুই প্রতিপক্ষ সৌদি আরব ও স্বাগতিক রাশিয়া।