ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চলতি সপ্তাহেই তফসিল ঘোষণার জন্য প্রস্তুত কমিশন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৫২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৪ নভেম্বর ২০১৮
  • / ৩৬৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: চলতি সপ্তাহেই একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা দেয়ার জন্য নির্বাচন কমিশন প্রস্তুত বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ। তবে তফসিল পেছানোর বিষয়ে ঐক্যফ্রন্টের আবেদনের বিষয়টি রবিবারের কমিশন সভায় তোলা হবে বলে জানান তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। বিএনপির গঠনতন্ত্রের বিষয়ে সিদ্ধান্ত আদালতের আদেশ কমিশন সভায় তোলার পর হবে বলেও সাংবাদিকদের জানান ইসি সচিব। সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বের সব প্রস্তুতি শেষবারের মত পর্যালোচনায় গতকাল শনিবার বিকাল ৩টায় বৈঠকে বসে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার কে.এম নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে অংশ নেন অন্য চার নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রায় সাড়ে ৪ ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই বৈঠক শেষে কমিশন সচিব সাংবিকদের বলেন, চলতি সপ্তাহের মধ্যেই তফসিল ঘোষণায় প্রস্তুত নির্বাচন কমিশন। জাতীয় ঐক্যফ্রন্টের তফসিল পেছানোর দাবি রবিবার কমিশন সভায় আলোচনা হবে বলে ও জানান তিনি। সচিব বলেন, জাতীয় ঐক্যফন্ট্রের চিঠি এখনো আমরা পাইনি। অফিসে এসে পৌঁছেছে কি-না সেটাও আমি জানিনা। যেহেতু আগামীকাল কমিশন আবারও বসবে। তখন ওই বিষয় আমরা উপস্থাপন করবো। ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার প্রস্তুতি আমাদের এখনো রয়েছে। সেই সাথে এই সপ্তাহে তফসিল ঘোষণা করার প্রস্তুতি এখনো রয়েছে। নির্বাচনে প্রার্থীদের আচরণ বিধি তৈরি ও অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বিধিমালা চূড়ান্ত হয়েছে বলেও জানান কমিশন সচিব। সচিব আরো বলেন, আদালতের একটা পর্যবেক্ষণ রয়েছে। সেটা আমরা কমিশনের বৈঠকে উপস্থাপন করবো। যাতে আদালত যে পর্যবেক্ষণ দিয়েছে সেটা কার্যকর করা হবে। এদিকে, তফসিল পরবর্তী রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচন ভবন ও কমিশনারদের নিরাপত্তা নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দুপুরে বৈঠক করে মেট্রোপলিটন পুলিশের একটি প্রতিনিধি দল। ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার নেতৃত্বে এতে অংশ নেন পুলিশের ঊর্ধ্বতন ৭ কর্মকর্তারা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চলতি সপ্তাহেই তফসিল ঘোষণার জন্য প্রস্তুত কমিশন

আপলোড টাইম : ০৯:৫২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৪ নভেম্বর ২০১৮

ডেস্ক রিপোর্ট: চলতি সপ্তাহেই একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা দেয়ার জন্য নির্বাচন কমিশন প্রস্তুত বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ। তবে তফসিল পেছানোর বিষয়ে ঐক্যফ্রন্টের আবেদনের বিষয়টি রবিবারের কমিশন সভায় তোলা হবে বলে জানান তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। বিএনপির গঠনতন্ত্রের বিষয়ে সিদ্ধান্ত আদালতের আদেশ কমিশন সভায় তোলার পর হবে বলেও সাংবাদিকদের জানান ইসি সচিব। সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বের সব প্রস্তুতি শেষবারের মত পর্যালোচনায় গতকাল শনিবার বিকাল ৩টায় বৈঠকে বসে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার কে.এম নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে অংশ নেন অন্য চার নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রায় সাড়ে ৪ ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই বৈঠক শেষে কমিশন সচিব সাংবিকদের বলেন, চলতি সপ্তাহের মধ্যেই তফসিল ঘোষণায় প্রস্তুত নির্বাচন কমিশন। জাতীয় ঐক্যফ্রন্টের তফসিল পেছানোর দাবি রবিবার কমিশন সভায় আলোচনা হবে বলে ও জানান তিনি। সচিব বলেন, জাতীয় ঐক্যফন্ট্রের চিঠি এখনো আমরা পাইনি। অফিসে এসে পৌঁছেছে কি-না সেটাও আমি জানিনা। যেহেতু আগামীকাল কমিশন আবারও বসবে। তখন ওই বিষয় আমরা উপস্থাপন করবো। ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার প্রস্তুতি আমাদের এখনো রয়েছে। সেই সাথে এই সপ্তাহে তফসিল ঘোষণা করার প্রস্তুতি এখনো রয়েছে। নির্বাচনে প্রার্থীদের আচরণ বিধি তৈরি ও অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বিধিমালা চূড়ান্ত হয়েছে বলেও জানান কমিশন সচিব। সচিব আরো বলেন, আদালতের একটা পর্যবেক্ষণ রয়েছে। সেটা আমরা কমিশনের বৈঠকে উপস্থাপন করবো। যাতে আদালত যে পর্যবেক্ষণ দিয়েছে সেটা কার্যকর করা হবে। এদিকে, তফসিল পরবর্তী রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচন ভবন ও কমিশনারদের নিরাপত্তা নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দুপুরে বৈঠক করে মেট্রোপলিটন পুলিশের একটি প্রতিনিধি দল। ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার নেতৃত্বে এতে অংশ নেন পুলিশের ঊর্ধ্বতন ৭ কর্মকর্তারা।