ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চট্টগ্রাম যাচ্ছে ‘রাজা হিমাদ্রি’

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:৩৭:১৯ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০
  • / ২১০ বার পড়া হয়েছে

 

গ্রীক ট্রাজিক নাট্যকর সফোক্লিসের অসামান্য নাট্যকর্ম ‘ইডিপাস’ অবলম্বনে নির্মিত নাটক ‘রাজা হিমাদ্রি’র মঞ্চায়ন হতে যাচ্ছে বন্দরনগরী চট্টগ্রামে। ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ৬৪ জেলায় ১৮ দিনব্যাপী ‘জাতীয় নাট্যোৎসব ২০২০’ এর অংশ হিসেবে আগামী ২২ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে নাটকটি মঞ্চায়ন করবে দৃষ্টিপাত নাট্যদল। শম্ভু মিত্রের নাট্যরুপে এটির রুপান্তর ও নির্দেশনা দিয়েছেন ড. খন্দকার তাজমি নূর। বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন ড. খন্দকার তাজমি নূর, আব্দুল হালিম আজিজ, অধরা প্রিয়া, জাহাঙ্গীর কবির বকুল, রাকিব হাসান ইভন, সুনীল কুমার দে, রফিকুল ইসলাম (রজনীগন্ধা রফিক), সুজন খান, অ্যাপোলো সজল, আকাশ, সবুজ, রাহাত, শ্রেয়া খন্দকার, রিমি, সুপ্তী হালদার, সাদিয়া মেহজাবিন, শাহাদাৎ, সৌরভ প্রমূখ।

মূলত, তিন প্রখ্যাত গ্রীক ট্রাজিক নাট্যকরের মধ্যে অন্যতম প্রধান সফোক্লিস। বিশ্ব নাট্যঙ্গনে যাঁর কীর্তিময় তাৎপর্য বর্তমান শতকেও সমান প্রযোজ্য। তাঁর অসামাণ্য নাট্যকর্ম ‘ইডিপাস’ নিয়ে নাট্যদল দৃষ্টিপাত মঞ্চে এনেছে নাটক ‘রাজা হিমাদ্রি’। আত্মানুসন্ধান আর পরিচয় সংকটের যে সংগ্রাম হাজার বছর আগেও মানব অন্তরে ক্ষত সৃষ্টি করে চলেছিলো প্রতিনিয়ত, সময়ের ব্যবধানে আজও তা সমান প্রযোজ্য। নাটকটির মাধ্যমে এমন চিত্রই তুলে ধরবেন ‘দৃষ্টিপাত নাট্যদল’র কলা-কূশলীরা।

নাটকটির প্রযোজনা অধিকর্তা হিসেবে আছেন আব্দুল হালিম আজিজ। মঞ্চ অধিকর্তার দায়িত্বে আছেন রফিকুল ইসলাম (রজনীগন্ধা রফিক)। আবহ সঙ্গীত পরিচালনায় রিমি। আলোকসজ্জা করবেন হেনরী সেন। পোশাক পরিকল্পনায় আমিনা রহমান এবং অঙ্গসজ্জায় শুভাশীষ দত্ত তন্ময় কাজ করছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চট্টগ্রাম যাচ্ছে ‘রাজা হিমাদ্রি’

আপলোড টাইম : ০৪:৩৭:১৯ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০

 

গ্রীক ট্রাজিক নাট্যকর সফোক্লিসের অসামান্য নাট্যকর্ম ‘ইডিপাস’ অবলম্বনে নির্মিত নাটক ‘রাজা হিমাদ্রি’র মঞ্চায়ন হতে যাচ্ছে বন্দরনগরী চট্টগ্রামে। ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ৬৪ জেলায় ১৮ দিনব্যাপী ‘জাতীয় নাট্যোৎসব ২০২০’ এর অংশ হিসেবে আগামী ২২ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে নাটকটি মঞ্চায়ন করবে দৃষ্টিপাত নাট্যদল। শম্ভু মিত্রের নাট্যরুপে এটির রুপান্তর ও নির্দেশনা দিয়েছেন ড. খন্দকার তাজমি নূর। বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন ড. খন্দকার তাজমি নূর, আব্দুল হালিম আজিজ, অধরা প্রিয়া, জাহাঙ্গীর কবির বকুল, রাকিব হাসান ইভন, সুনীল কুমার দে, রফিকুল ইসলাম (রজনীগন্ধা রফিক), সুজন খান, অ্যাপোলো সজল, আকাশ, সবুজ, রাহাত, শ্রেয়া খন্দকার, রিমি, সুপ্তী হালদার, সাদিয়া মেহজাবিন, শাহাদাৎ, সৌরভ প্রমূখ।

মূলত, তিন প্রখ্যাত গ্রীক ট্রাজিক নাট্যকরের মধ্যে অন্যতম প্রধান সফোক্লিস। বিশ্ব নাট্যঙ্গনে যাঁর কীর্তিময় তাৎপর্য বর্তমান শতকেও সমান প্রযোজ্য। তাঁর অসামাণ্য নাট্যকর্ম ‘ইডিপাস’ নিয়ে নাট্যদল দৃষ্টিপাত মঞ্চে এনেছে নাটক ‘রাজা হিমাদ্রি’। আত্মানুসন্ধান আর পরিচয় সংকটের যে সংগ্রাম হাজার বছর আগেও মানব অন্তরে ক্ষত সৃষ্টি করে চলেছিলো প্রতিনিয়ত, সময়ের ব্যবধানে আজও তা সমান প্রযোজ্য। নাটকটির মাধ্যমে এমন চিত্রই তুলে ধরবেন ‘দৃষ্টিপাত নাট্যদল’র কলা-কূশলীরা।

নাটকটির প্রযোজনা অধিকর্তা হিসেবে আছেন আব্দুল হালিম আজিজ। মঞ্চ অধিকর্তার দায়িত্বে আছেন রফিকুল ইসলাম (রজনীগন্ধা রফিক)। আবহ সঙ্গীত পরিচালনায় রিমি। আলোকসজ্জা করবেন হেনরী সেন। পোশাক পরিকল্পনায় আমিনা রহমান এবং অঙ্গসজ্জায় শুভাশীষ দত্ত তন্ময় কাজ করছেন।