ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

গড়াইটুপিতে বালু উত্তোলনে বাধা, যুবককে মারধর!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২০
  • / ২২১ বার পড়া হয়েছে

প্রতিবেদক, তিতুদহ:
চুয়াডাঙ্গার গড়াইটুপির চিত্রা নদীতে বালু উত্তোলনকে কেন্দ্র করে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার এ মারধরের ঘটনা ঘটে।
জানা গেছে, চিত্রা নদী থেকে বালু উত্তোলন করছেন গড়াইটুপি ইউনিয়ন যুবলীগের কয়েকজন কর্মী। গত দেড় মাস যাবৎ নদীর কয়েকটি জায়গায় বালু উত্তোলনের মেশিন বসিয়ে বালু উত্তোলন করছেন তাঁরা। দুদিন আগে তাঁরা গড়াইটুপি পশ্চিমপাড়ায় নদীর ‘গোসল করা’ ঘাটের পাশে মেশিন ভিড়িয়ে বালু উত্তোলনের কাজ শুরু করে। এরই পরিপ্রেক্ষিতে নদীর গোসল ঘাটের পানি ঘোলাটে আকার ধারণ করলে গড়াইটুপি গ্রামের জালালের ছেলে শরিফ বালু তোলা বন্ধ করতে গেলে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ তিনি করেন।
এ বিষয়ে ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদুজ্জামান পলাশ বলেন, ‘আমরা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে অনুমতি নিয়ে বালু উত্তোলন করছি। কিন্তুু গতকাল গড়াইটুপির শরিফ বালু উত্তোলনের জন্য আমার কাছে চাঁদা দাবি করে। তাই তাঁর সাথে বাকবিতণ্ডা বাধে এবং সামান্য হাতাহাতির ঘটনাও ঘটে।’
এ বিষয়ে শরিফ বলেন, ‘গ্রামের মানুষেরা গোসল করে এই চিত্রানদীতে। তাঁরা পাইপ ঘুরিয়ে দিয়েছে গোসল করার ঘাটের দিকে। এতে বালুর ঢিবি থেকে বের হওয়ার পানিতে ঘাটের পানি ঘোলা হচ্ছে। তাই আমি যারা বালু তুলছে, তাদের নিষেধ করি গোসল করার স্থানের দিকে ঘোলাপানি না ফেলতে। আর এর জন্যই আমাকে তারা মারধর করেছে।’
বিষয়টি নিয়ে রাতে গড়াইটুপি গ্রামবাসীরা উত্তেজিত হলে উঠলে তিতুদহ ক্যাম্পের ইনচার্জ এএসআই ফারুক হোসেন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

গড়াইটুপিতে বালু উত্তোলনে বাধা, যুবককে মারধর!

আপলোড টাইম : ০৯:৩২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২০

প্রতিবেদক, তিতুদহ:
চুয়াডাঙ্গার গড়াইটুপির চিত্রা নদীতে বালু উত্তোলনকে কেন্দ্র করে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার এ মারধরের ঘটনা ঘটে।
জানা গেছে, চিত্রা নদী থেকে বালু উত্তোলন করছেন গড়াইটুপি ইউনিয়ন যুবলীগের কয়েকজন কর্মী। গত দেড় মাস যাবৎ নদীর কয়েকটি জায়গায় বালু উত্তোলনের মেশিন বসিয়ে বালু উত্তোলন করছেন তাঁরা। দুদিন আগে তাঁরা গড়াইটুপি পশ্চিমপাড়ায় নদীর ‘গোসল করা’ ঘাটের পাশে মেশিন ভিড়িয়ে বালু উত্তোলনের কাজ শুরু করে। এরই পরিপ্রেক্ষিতে নদীর গোসল ঘাটের পানি ঘোলাটে আকার ধারণ করলে গড়াইটুপি গ্রামের জালালের ছেলে শরিফ বালু তোলা বন্ধ করতে গেলে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ তিনি করেন।
এ বিষয়ে ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদুজ্জামান পলাশ বলেন, ‘আমরা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে অনুমতি নিয়ে বালু উত্তোলন করছি। কিন্তুু গতকাল গড়াইটুপির শরিফ বালু উত্তোলনের জন্য আমার কাছে চাঁদা দাবি করে। তাই তাঁর সাথে বাকবিতণ্ডা বাধে এবং সামান্য হাতাহাতির ঘটনাও ঘটে।’
এ বিষয়ে শরিফ বলেন, ‘গ্রামের মানুষেরা গোসল করে এই চিত্রানদীতে। তাঁরা পাইপ ঘুরিয়ে দিয়েছে গোসল করার ঘাটের দিকে। এতে বালুর ঢিবি থেকে বের হওয়ার পানিতে ঘাটের পানি ঘোলা হচ্ছে। তাই আমি যারা বালু তুলছে, তাদের নিষেধ করি গোসল করার স্থানের দিকে ঘোলাপানি না ফেলতে। আর এর জন্যই আমাকে তারা মারধর করেছে।’
বিষয়টি নিয়ে রাতে গড়াইটুপি গ্রামবাসীরা উত্তেজিত হলে উঠলে তিতুদহ ক্যাম্পের ইনচার্জ এএসআই ফারুক হোসেন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।