ইপেপার । আজমঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা আইসি পুলিশের মোহাম্মদপুরে অভিযান যশোর ষষ্ঠিতলার ডলি আটক : প্রাইভেটকারসহ ফেনসিডিল উদ্ধার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৫৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০১৬
  • / ৪৩৯ বার পড়া হয়েছে

SAM_1632দর্শনা অফিস: দর্শনা মোহাম্মদ পুর আজিজ ড্রাইভারের বাড়ির নিকট থেকে ফেন্সিডিল বহনকারী  প্রাইভেট কার ও শিশুসহ এক মহিলাকে পুলিশ আটক করে। এসময় আলোচিত ফেন্সিডিল ব্যবসায়ী রনি ড্রাইভারের স্ত্রী বিউটি পালিয়ে যায়। পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা মোহাম্মদ পুর থেকে ফেন্সিডিল বহনকারী একটি প্রাইভেট কার ঢাকা মেট্রো-গ-১১-৬২৬৭ নং গাড়ী থেকে ৭৫ বোতল ফেন্সিডিলসহ যশোর স্বষ্ঠি তলা রেলগেট পাড়ার আশরাফ হোসেনের স্ত্রী সুন্দরী ডলি বেগম (৪০) তার কন্যা মিথিলা (৬) কে পুলিশ গ্রেফতার করে। ডলি বেগমের স্বামী মিঠু ডাকাতি মামলায় জেলে আছে বলে জানা গেছে। সন্ধা ৭টা ৫০মিনিটের সময় দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই শফিকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীও ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৭৫বোতল ফেন্সিডিলসহ একটি প্রাইভেট কার আটক করে। এরপর দর্শনা তদন্ত কেন্দ্রে নিয়ে এসে ৮টা ৫০ মিনিটি লাল খয়েরী রং এর প্রাইভেট কারটি তল্লাশী করে কাপড় রাখার ব্যাগ থেকে ৭২ বোতল এবং ডলি বেগমের ভ্রানিটি ব্যাগ থেকে ৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। মোহাম্মদ পুরের আব্দুল লতিফের ছেলে রনি ড্রাইভার এবং স্ত্রী বিউটি দীর্ঘদিন ধরে ঢাকার অবস্থানকারী ডলিসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফেন্সিডিলের ব্যাবসা করে আসছে বলে জানা গেছে। ইতো পূর্বে বিউটি তার শরীরে বেঁধে ফেন্সিডিল নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রী করে আসছিল। এবার বড় ধরনের ফেন্সিডিলের চালান নিয়ে ঢাকা যাওয়া পথে দর্শনা মোম্মদপুর এলাকা থেকে এসব ফেন্সিডিল নিয়ে পুলিশের কাছে ধরা পড়েছে। একালবাসী জানায়, ফেন্সিডিলের ব্যবসা করে মোহাম্মদপুর রনি ড্রাইভার জমি ক্রয় করে রাতারাতি আলীশান বাড়ি করেছে জানা যায়। এব্যাপারে দামুড়হুদা থানায় মাদক দ্রব্য আইনে ডলি বেগম, রনি ড্রাইভার ও বিউটির নামে মামলা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা আইসি পুলিশের মোহাম্মদপুরে অভিযান যশোর ষষ্ঠিতলার ডলি আটক : প্রাইভেটকারসহ ফেনসিডিল উদ্ধার

আপলোড টাইম : ১১:৫৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০১৬

SAM_1632দর্শনা অফিস: দর্শনা মোহাম্মদ পুর আজিজ ড্রাইভারের বাড়ির নিকট থেকে ফেন্সিডিল বহনকারী  প্রাইভেট কার ও শিশুসহ এক মহিলাকে পুলিশ আটক করে। এসময় আলোচিত ফেন্সিডিল ব্যবসায়ী রনি ড্রাইভারের স্ত্রী বিউটি পালিয়ে যায়। পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা মোহাম্মদ পুর থেকে ফেন্সিডিল বহনকারী একটি প্রাইভেট কার ঢাকা মেট্রো-গ-১১-৬২৬৭ নং গাড়ী থেকে ৭৫ বোতল ফেন্সিডিলসহ যশোর স্বষ্ঠি তলা রেলগেট পাড়ার আশরাফ হোসেনের স্ত্রী সুন্দরী ডলি বেগম (৪০) তার কন্যা মিথিলা (৬) কে পুলিশ গ্রেফতার করে। ডলি বেগমের স্বামী মিঠু ডাকাতি মামলায় জেলে আছে বলে জানা গেছে। সন্ধা ৭টা ৫০মিনিটের সময় দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই শফিকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীও ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৭৫বোতল ফেন্সিডিলসহ একটি প্রাইভেট কার আটক করে। এরপর দর্শনা তদন্ত কেন্দ্রে নিয়ে এসে ৮টা ৫০ মিনিটি লাল খয়েরী রং এর প্রাইভেট কারটি তল্লাশী করে কাপড় রাখার ব্যাগ থেকে ৭২ বোতল এবং ডলি বেগমের ভ্রানিটি ব্যাগ থেকে ৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। মোহাম্মদ পুরের আব্দুল লতিফের ছেলে রনি ড্রাইভার এবং স্ত্রী বিউটি দীর্ঘদিন ধরে ঢাকার অবস্থানকারী ডলিসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফেন্সিডিলের ব্যাবসা করে আসছে বলে জানা গেছে। ইতো পূর্বে বিউটি তার শরীরে বেঁধে ফেন্সিডিল নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রী করে আসছিল। এবার বড় ধরনের ফেন্সিডিলের চালান নিয়ে ঢাকা যাওয়া পথে দর্শনা মোম্মদপুর এলাকা থেকে এসব ফেন্সিডিল নিয়ে পুলিশের কাছে ধরা পড়েছে। একালবাসী জানায়, ফেন্সিডিলের ব্যবসা করে মোহাম্মদপুর রনি ড্রাইভার জমি ক্রয় করে রাতারাতি আলীশান বাড়ি করেছে জানা যায়। এব্যাপারে দামুড়হুদা থানায় মাদক দ্রব্য আইনে ডলি বেগম, রনি ড্রাইভার ও বিউটির নামে মামলা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।