ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

গুড়িয়ে দেওয়া হলো ১০টি ইটভাটা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:০৬:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১
  • / ১৯১ বার পড়া হয়েছে

ঝিনাইদহে ২য় দিনের মতো পরিবেশ অধিদপ্তরের অভিযান
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহে পরিবেশ অধিদপ্তরের অভিযানের ২য় দিনে গুড়িয়ে দেওয়া হয়েছে ১০টি অবৈধ ইটভাটা। এ নিয়ে গত দুই দিনে জেলার সদর, হরিণাকুণ্ডু ও শৈলকুপা উপজেলায় ২০টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়। এছাড়াও ৪টি ইটভাটায় জরিমানা করা হয় ২৪ লাখ টাকা। গতকাল বৃহস্পতিবার সকালে শৈলকুপা উপজেলার পৌর এলাকায় অভিযান চালানো হয়। এর নেতৃত্বে দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তার ও যশোর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাঈদ আনোয়ার। সকাল থেকে বিকেল পর্যন্ত পৌর ও উপজেলার বিভিন্ন গ্রামে অবৈধভাবে গড়ে ওঠা ১০টি ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়। উপ-পরিচালক সাঈদ আনোয়ার বলেন, ‘আমরা বুধবার থেকে ঝিনাইদহে অভিযান শুরু করেছি। যে ইটভাটাগুলোতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই, জেলা প্রশাসনের অনুমোদন নেই, এসব ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

গুড়িয়ে দেওয়া হলো ১০টি ইটভাটা

আপলোড টাইম : ১০:০৬:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১

ঝিনাইদহে ২য় দিনের মতো পরিবেশ অধিদপ্তরের অভিযান
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহে পরিবেশ অধিদপ্তরের অভিযানের ২য় দিনে গুড়িয়ে দেওয়া হয়েছে ১০টি অবৈধ ইটভাটা। এ নিয়ে গত দুই দিনে জেলার সদর, হরিণাকুণ্ডু ও শৈলকুপা উপজেলায় ২০টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়। এছাড়াও ৪টি ইটভাটায় জরিমানা করা হয় ২৪ লাখ টাকা। গতকাল বৃহস্পতিবার সকালে শৈলকুপা উপজেলার পৌর এলাকায় অভিযান চালানো হয়। এর নেতৃত্বে দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তার ও যশোর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাঈদ আনোয়ার। সকাল থেকে বিকেল পর্যন্ত পৌর ও উপজেলার বিভিন্ন গ্রামে অবৈধভাবে গড়ে ওঠা ১০টি ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়। উপ-পরিচালক সাঈদ আনোয়ার বলেন, ‘আমরা বুধবার থেকে ঝিনাইদহে অভিযান শুরু করেছি। যে ইটভাটাগুলোতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই, জেলা প্রশাসনের অনুমোদন নেই, এসব ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।