ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

গাছ চুরির অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৩৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ জানুয়ারী ২০১৯
  • / ২৬৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌরসভার হাজরাহাটি এলাকায় ৩১টি মেহগনি গাছ চুরির অভিযোগে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪/৫ জনের নামের আদালতে মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার সদর আমলী আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালতের বিচারক চুয়াডাঙ্গা পৌরসভাকে তদন্তপূর্বক প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন। মামলার আসামীরা হলো- চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি এলাকার আবু তালেব বিশ্বাসের ছেলে সাইদুল ইসলাম, মৃত মজিদ বিশ্বাসের ছেলে মুকিত বিশ্বাস, সিরাজুল সর্দারের ছেলে আশাদুল সর্দার, বদর বিশ্বাস, সামুদ্দিনের ছেলে হামিদুল এবং মৃত গোলাম রহমানের ছেলে কুদ্দুস। মামলার বিবরণে জানা গেছে, গত ৩ জানুয়ারি সকালে চুয়াডাঙ্গার হাজরাহাটির বিশ্বাসপাড়ার মৃত কুদরত আলী বিশ্বাসের ছেলে শাহাবুদ্দিন বিশ্বাসের প্রায় ১ বিঘা জমির ওপর উল্লেখিত আসামীরা ৫১টি মেহগনি গাছের মধ্যে ৩১টি মেহগনি গাছ কেটে চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ২ লাখ ১৭ হাজার টাকা। এ ব্যাপারে জমির মালিক বাঁধা দিতে গেলে আসামীরা খুন করার হুমকী দিলে সদর থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ সরেজমিন তদন্ত করে ২০টি গাছের টুকরা অংশ বাদীর জমিতে পড়ে থাকতে দেখে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

গাছ চুরির অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা

আপলোড টাইম : ১০:৩৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ জানুয়ারী ২০১৯

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌরসভার হাজরাহাটি এলাকায় ৩১টি মেহগনি গাছ চুরির অভিযোগে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪/৫ জনের নামের আদালতে মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার সদর আমলী আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালতের বিচারক চুয়াডাঙ্গা পৌরসভাকে তদন্তপূর্বক প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন। মামলার আসামীরা হলো- চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি এলাকার আবু তালেব বিশ্বাসের ছেলে সাইদুল ইসলাম, মৃত মজিদ বিশ্বাসের ছেলে মুকিত বিশ্বাস, সিরাজুল সর্দারের ছেলে আশাদুল সর্দার, বদর বিশ্বাস, সামুদ্দিনের ছেলে হামিদুল এবং মৃত গোলাম রহমানের ছেলে কুদ্দুস। মামলার বিবরণে জানা গেছে, গত ৩ জানুয়ারি সকালে চুয়াডাঙ্গার হাজরাহাটির বিশ্বাসপাড়ার মৃত কুদরত আলী বিশ্বাসের ছেলে শাহাবুদ্দিন বিশ্বাসের প্রায় ১ বিঘা জমির ওপর উল্লেখিত আসামীরা ৫১টি মেহগনি গাছের মধ্যে ৩১টি মেহগনি গাছ কেটে চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ২ লাখ ১৭ হাজার টাকা। এ ব্যাপারে জমির মালিক বাঁধা দিতে গেলে আসামীরা খুন করার হুমকী দিলে সদর থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ সরেজমিন তদন্ত করে ২০টি গাছের টুকরা অংশ বাদীর জমিতে পড়ে থাকতে দেখে।