ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

গাংনীর চোগাছায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৪৬:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০১৭
  • / ৩৬৮ বার পড়া হয়েছে

খিস্ট্রান যুবকের সাথে পরকিয়ায় বাধা দেওয়ায় অভিযোগে

গাংনী অফিস: মেহেরপুর গাংনী উপজেলার চোগাছা গ্রামে খিস্ট্রান যুবকের সাথে পরকিয়া জড়িয়ে পরে মালেশিয়া প্রবাসীর স্ত্রী স্বামীর বিরুদ্ধে মামলা করেছে বলে অভিযোগ উঠেছে।
প্রবাসীর স্ত্রীর সাথে ছেলের পরকিয়া কথা ওই খিস্ট্রান যুবক লিংকনের পিতা থিপিল এলাকাবাসীকে জানালে এনিয়ে গ্রাম্য সালিশ বৈঠক বসে। সালিশ সভায় খিস্ট্রান লিংকনের ২০ হাজার জরিমানা করা হয়। সামাজিকভাবে সকলের বসবাসের জন্য এলাকার প্রধানরা এই সালিশ সভায় অর্থ জরিমানার মাধ্যমে আপোস-মিমাংসা করে বলে জানা যায়।
বিষয়টি জানতে পেরে মালেশিয়া প্রবাসী চোগাছা গ্রামের ফজলুল শাহের ছেলে মতিউর রহমান তার স্ত্রী কচুইখালী জুগিন্দার আইয়ুুব আলীর মেয়ে রুপালী খাতুনকে গত ১৩-১০-২০১৭ ইং তারিখে বৈধভাবে দেশের প্রচলিত আইন অনুযায়ী তালাক প্রদান করে। কিন্তু পরবর্তিতে তার স্ত্রী রুপালী খাতুন আসল ঘটনা গোপন করে গত ১০-১০-১৭ ইং তারিখে ব্যক ডেটে তার স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক নেওয়া ও যৌতুকের দাবিতে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে এই মর্মে মামলা দায়ের করেছে করেছে বলে ওই প্রবাসী স্বামী এই প্রতিবেদকের অভিযোগ করে। প্রবাসী মতিউর আরো অবিযোগ করে বলেন, আজ থেকে ৯ বছর আগে মালেশিয়ায় এসেছি। সেই সময় আমার শ্বশুরবাড়ীর লোকজন আমাকে ২ লক্ষ টাকা দেয়। অথচ তারা আমার বিরুদ্ধে করা মামলায় লিখেছে যে, আমাকে ৫ লক্ষ টাকা দিয়ে মালয়েশিয়া পাঠিয়েছে। তিনি বলেন, আমার স্ত্রী বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ প্রমাণিত হলে আমি তাকে তালাক আইনত বৈধভাবে তালাক দিয়েছি। অথচ তারা আমাকে মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে।
এবিষয়ে প্রবাসীর বাবা ফজলুল শাহ জানান, আমার বড় ছেলে তৌহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে মালেশিয়া আছে। সে তার ছোট ভাই মতিউর রহমানকে ৯ বছর আগে বিদেশ নিয়ে যায়। তারপর থেকে আমরা আলাদা ভাবে খাই। ছেলে প্রতি মাসে ২০ হাজার টাকা করে তাকে খরচ দেয়। ইচ্ছামত খরচ করে। কোনদিন আমাদের দুই হাজার টাকাও হাতে দেয়না। আমাদের কোন কথা সে শুনে না। আমরা অসুস্থ খাবার দেয় না। অথচ খিস্ট্রান থিপিলের ছেলে লিংকন অসুস্থ ছিলো তার গোসল করিয়ে দেওয়া, খাবার রান্না করে নিজে খাইয়ে দেওয়াসহ আরো নানা ঘটনা। পরে থিপিল বিষয়টি টের পেয়ে সমাজে বিচার দেয়। পরে লিংকন ও থিপিলেরই বিচার হয়। ২০ হাজার টাকা জরিমানা হয়। অথচ এই ঘটনার পরে আমাদের নামে যৌতুকের দাবির মামলা করেছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

গাংনীর চোগাছায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা

আপলোড টাইম : ০৮:৪৬:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০১৭

খিস্ট্রান যুবকের সাথে পরকিয়ায় বাধা দেওয়ায় অভিযোগে

গাংনী অফিস: মেহেরপুর গাংনী উপজেলার চোগাছা গ্রামে খিস্ট্রান যুবকের সাথে পরকিয়া জড়িয়ে পরে মালেশিয়া প্রবাসীর স্ত্রী স্বামীর বিরুদ্ধে মামলা করেছে বলে অভিযোগ উঠেছে।
প্রবাসীর স্ত্রীর সাথে ছেলের পরকিয়া কথা ওই খিস্ট্রান যুবক লিংকনের পিতা থিপিল এলাকাবাসীকে জানালে এনিয়ে গ্রাম্য সালিশ বৈঠক বসে। সালিশ সভায় খিস্ট্রান লিংকনের ২০ হাজার জরিমানা করা হয়। সামাজিকভাবে সকলের বসবাসের জন্য এলাকার প্রধানরা এই সালিশ সভায় অর্থ জরিমানার মাধ্যমে আপোস-মিমাংসা করে বলে জানা যায়।
বিষয়টি জানতে পেরে মালেশিয়া প্রবাসী চোগাছা গ্রামের ফজলুল শাহের ছেলে মতিউর রহমান তার স্ত্রী কচুইখালী জুগিন্দার আইয়ুুব আলীর মেয়ে রুপালী খাতুনকে গত ১৩-১০-২০১৭ ইং তারিখে বৈধভাবে দেশের প্রচলিত আইন অনুযায়ী তালাক প্রদান করে। কিন্তু পরবর্তিতে তার স্ত্রী রুপালী খাতুন আসল ঘটনা গোপন করে গত ১০-১০-১৭ ইং তারিখে ব্যক ডেটে তার স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক নেওয়া ও যৌতুকের দাবিতে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে এই মর্মে মামলা দায়ের করেছে করেছে বলে ওই প্রবাসী স্বামী এই প্রতিবেদকের অভিযোগ করে। প্রবাসী মতিউর আরো অবিযোগ করে বলেন, আজ থেকে ৯ বছর আগে মালেশিয়ায় এসেছি। সেই সময় আমার শ্বশুরবাড়ীর লোকজন আমাকে ২ লক্ষ টাকা দেয়। অথচ তারা আমার বিরুদ্ধে করা মামলায় লিখেছে যে, আমাকে ৫ লক্ষ টাকা দিয়ে মালয়েশিয়া পাঠিয়েছে। তিনি বলেন, আমার স্ত্রী বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ প্রমাণিত হলে আমি তাকে তালাক আইনত বৈধভাবে তালাক দিয়েছি। অথচ তারা আমাকে মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে।
এবিষয়ে প্রবাসীর বাবা ফজলুল শাহ জানান, আমার বড় ছেলে তৌহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে মালেশিয়া আছে। সে তার ছোট ভাই মতিউর রহমানকে ৯ বছর আগে বিদেশ নিয়ে যায়। তারপর থেকে আমরা আলাদা ভাবে খাই। ছেলে প্রতি মাসে ২০ হাজার টাকা করে তাকে খরচ দেয়। ইচ্ছামত খরচ করে। কোনদিন আমাদের দুই হাজার টাকাও হাতে দেয়না। আমাদের কোন কথা সে শুনে না। আমরা অসুস্থ খাবার দেয় না। অথচ খিস্ট্রান থিপিলের ছেলে লিংকন অসুস্থ ছিলো তার গোসল করিয়ে দেওয়া, খাবার রান্না করে নিজে খাইয়ে দেওয়াসহ আরো নানা ঘটনা। পরে থিপিল বিষয়টি টের পেয়ে সমাজে বিচার দেয়। পরে লিংকন ও থিপিলেরই বিচার হয়। ২০ হাজার টাকা জরিমানা হয়। অথচ এই ঘটনার পরে আমাদের নামে যৌতুকের দাবির মামলা করেছে।