ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

গাংনীতে রানা কসাইয়ের কান্ড! চলতি মাসে তিনটি বাচ্চাসহ গাভী গরু জবাই

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৫৯:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ অগাস্ট ২০১৮
  • / ৩৭২ বার পড়া হয়েছে

জনতার প্রতিরোধে জবাইকৃত গরু মাঠি চাপা
গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার কসাই খানার অনিয়মিত কসাই রানার বিরুদ্ধে চলতি মাসে তিনটি বাচ্চাসহ গাভী গরু জবাইয়ের অভিযোগ উঠেছে। গতকাল রোববার ভোরেও তিনি, একটি বাচ্চাসহ গাভী গরু জবাই করে। পরে বিষয়টি পৌরসভার দায়িত্বপ্রাপ্ত আমিরুল ইসলাম প্রতিবাদ করে। এসময় রানা কসাই ও তার লোকজন গরুর মাংস ও বাচ্চা নিয়ে এলাকা ত্যাগ করে। আমিরুলও ছুটে যায় রানার বাড়িতে এবং মাংস নিয়ে রানার লোকজনের সাথে কাড়াকাড়ি করতে থাকে আমিরুল। একপর্যায়ে রানা ও তার লোকজনেরা পৌরসভার প্রতিনিধি আমিরুলের উপর চড়াও হয়। এসময় দুজন সাংবাদিক ছবি তুলতে গেলে তাদেরও বাধা প্রদান করে। পরে আরো একজন সাংবাদিক গেলে রানা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং সাংবাদিকরা ছুবি তোলে সাথে উপজেলা নিবার্হী অফিসার বিষ্ণুপদ পাল ও গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হরেন্দ্রনাথ সরকারকে ঘটনা জানানো হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার তাৎক্ষনিক বাজারে এসে বিষয়টির সত্যতা পান এবং গরুর মাংস মাটি চাপা দিতে নিদেশ দেন। তিনি আরো বলেন, গাংনী বাজারে আর কোন গাভী গরু জবাই হবে সাথে মালশাদহ গ্রামের পলাতক রানা কসাই কসাইয়ের কাজের আজীবন নিষিদ্ধ ঘোষণা করেন।
পরে তিনি আবারো বিকেলে গাংনী উপজেলার সকল কসাইদের নিয়ে আলোচনা সভা করেন এবং তিনি একটি বার্তা দেন, উপজেলা প্রাণী সম্পদ বিভাগের পরীক্ষা-নিরিক্ষা ছাড়া কোন গরু ও বা ছাগল জবাই করা যাবে না। পাশাপাশি পশু জবাইয়ের সকল নিয়মনীতি যাতে মানা হয় সে ব্যাপারে গাংনীতে একটি কসাইদের কমিটি গঠন করা হয়। এছাড়াও তদারকি কমিটি গঠন করা হয়েছে।
গাংনী বাজার কমিটির সভাপতি মাহাবুবুর রহমান স্বপন জানান, এর আগেও আমি শুনেছি বাচ্চাসহ গরু জবাই হয়েছে তাদের নিষেধ করা হয়েছে তারা শোনেনা। তবে এবার আর সুযোগ নেই।
এ ব্যাপারে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষ্ণুপদ পাল বলেন, অভিযুক্ত রানাকে গ্রেফতারে পুলিশি অভিযান চলছে। গাংনী উপজেলা নিবার্হী কর্মকর্তা বিষ্ণুপদ পাল বলেন, অভিযোগের সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে সত্যতা মেলে। তবে অভিযুক্ত রানা পালিয়ে যাওয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারিনি। তবে এখন থেকে গরুর ডাক্তারী পরিক্ষা-নীরিক্ষা ছাড়া কোন পশু জবাই হবে না এবং অভিযুক্ত রানা কসাই আজীবন নিষিদ্ধ। সে আর কোনদিন গাংনী কসাই খানায় গরু জবাই করতে পারবেনা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

গাংনীতে রানা কসাইয়ের কান্ড! চলতি মাসে তিনটি বাচ্চাসহ গাভী গরু জবাই

আপলোড টাইম : ০৮:৫৯:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ অগাস্ট ২০১৮

জনতার প্রতিরোধে জবাইকৃত গরু মাঠি চাপা
গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার কসাই খানার অনিয়মিত কসাই রানার বিরুদ্ধে চলতি মাসে তিনটি বাচ্চাসহ গাভী গরু জবাইয়ের অভিযোগ উঠেছে। গতকাল রোববার ভোরেও তিনি, একটি বাচ্চাসহ গাভী গরু জবাই করে। পরে বিষয়টি পৌরসভার দায়িত্বপ্রাপ্ত আমিরুল ইসলাম প্রতিবাদ করে। এসময় রানা কসাই ও তার লোকজন গরুর মাংস ও বাচ্চা নিয়ে এলাকা ত্যাগ করে। আমিরুলও ছুটে যায় রানার বাড়িতে এবং মাংস নিয়ে রানার লোকজনের সাথে কাড়াকাড়ি করতে থাকে আমিরুল। একপর্যায়ে রানা ও তার লোকজনেরা পৌরসভার প্রতিনিধি আমিরুলের উপর চড়াও হয়। এসময় দুজন সাংবাদিক ছবি তুলতে গেলে তাদেরও বাধা প্রদান করে। পরে আরো একজন সাংবাদিক গেলে রানা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং সাংবাদিকরা ছুবি তোলে সাথে উপজেলা নিবার্হী অফিসার বিষ্ণুপদ পাল ও গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হরেন্দ্রনাথ সরকারকে ঘটনা জানানো হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার তাৎক্ষনিক বাজারে এসে বিষয়টির সত্যতা পান এবং গরুর মাংস মাটি চাপা দিতে নিদেশ দেন। তিনি আরো বলেন, গাংনী বাজারে আর কোন গাভী গরু জবাই হবে সাথে মালশাদহ গ্রামের পলাতক রানা কসাই কসাইয়ের কাজের আজীবন নিষিদ্ধ ঘোষণা করেন।
পরে তিনি আবারো বিকেলে গাংনী উপজেলার সকল কসাইদের নিয়ে আলোচনা সভা করেন এবং তিনি একটি বার্তা দেন, উপজেলা প্রাণী সম্পদ বিভাগের পরীক্ষা-নিরিক্ষা ছাড়া কোন গরু ও বা ছাগল জবাই করা যাবে না। পাশাপাশি পশু জবাইয়ের সকল নিয়মনীতি যাতে মানা হয় সে ব্যাপারে গাংনীতে একটি কসাইদের কমিটি গঠন করা হয়। এছাড়াও তদারকি কমিটি গঠন করা হয়েছে।
গাংনী বাজার কমিটির সভাপতি মাহাবুবুর রহমান স্বপন জানান, এর আগেও আমি শুনেছি বাচ্চাসহ গরু জবাই হয়েছে তাদের নিষেধ করা হয়েছে তারা শোনেনা। তবে এবার আর সুযোগ নেই।
এ ব্যাপারে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষ্ণুপদ পাল বলেন, অভিযুক্ত রানাকে গ্রেফতারে পুলিশি অভিযান চলছে। গাংনী উপজেলা নিবার্হী কর্মকর্তা বিষ্ণুপদ পাল বলেন, অভিযোগের সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে সত্যতা মেলে। তবে অভিযুক্ত রানা পালিয়ে যাওয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারিনি। তবে এখন থেকে গরুর ডাক্তারী পরিক্ষা-নীরিক্ষা ছাড়া কোন পশু জবাই হবে না এবং অভিযুক্ত রানা কসাই আজীবন নিষিদ্ধ। সে আর কোনদিন গাংনী কসাই খানায় গরু জবাই করতে পারবেনা।