ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

গাংনীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১৭:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০
  • / ১৩৪ বার পড়া হয়েছে

গাংনী অফিস:
মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের করমদী গ্রামে পুকুরে মাছ ধরতে গিয়ে মিলন হোসেন (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু মিলন করমদী গ্রামের পশ্চিমপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে ও স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। গতকাল শনিবার সন্ধ্যায় করমদী গ্রামের বিপ্লব হোসেনের পুকুরের পানির তলদেশ থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা মিলনের মরদেহ উদ্ধার করে।
জানা গেছে, মিলন গতকাল পুকুরে নেমে মরে যাওয়া কিছু মাছ উঠিয়ে বাড়িতে রেখে পুনরায় পুকুরে যায়। বিকেল হয়ে গেলেও সে বাড়িতে না আসায় পুকুরে খুঁজতে যায় পরিবারের লোকজন। এ সময় ওই পুকুরে অনেক খোঁজাখুজি করে না পেয়ে বামন্দী ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে সন্ধ্যায় ফায়ার সার্ভিসের সদস্যরা পুকুরের পানির নিচ থেকে শিশু মিলনের লাশ উদ্ধার করেন।
বামন্দী ফায়ার সার্ভিসের সহকারী কর্মকর্তা ইছাহাক আলী জানান, পুকুরের পানির তলদেশ থেকে শিশু মিলনকে উদ্ধার করে বেঁচে আছে ভেবে স্থানীয় করমদী সন্ধানী হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

গাংনীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপলোড টাইম : ০৯:১৭:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০

গাংনী অফিস:
মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের করমদী গ্রামে পুকুরে মাছ ধরতে গিয়ে মিলন হোসেন (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু মিলন করমদী গ্রামের পশ্চিমপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে ও স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। গতকাল শনিবার সন্ধ্যায় করমদী গ্রামের বিপ্লব হোসেনের পুকুরের পানির তলদেশ থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা মিলনের মরদেহ উদ্ধার করে।
জানা গেছে, মিলন গতকাল পুকুরে নেমে মরে যাওয়া কিছু মাছ উঠিয়ে বাড়িতে রেখে পুনরায় পুকুরে যায়। বিকেল হয়ে গেলেও সে বাড়িতে না আসায় পুকুরে খুঁজতে যায় পরিবারের লোকজন। এ সময় ওই পুকুরে অনেক খোঁজাখুজি করে না পেয়ে বামন্দী ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে সন্ধ্যায় ফায়ার সার্ভিসের সদস্যরা পুকুরের পানির নিচ থেকে শিশু মিলনের লাশ উদ্ধার করেন।
বামন্দী ফায়ার সার্ভিসের সহকারী কর্মকর্তা ইছাহাক আলী জানান, পুকুরের পানির তলদেশ থেকে শিশু মিলনকে উদ্ধার করে বেঁচে আছে ভেবে স্থানীয় করমদী সন্ধানী হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।