ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

গাংনীতে দুটি সরকারি গাছ কাটার অভিযোগ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০১৯
  • / ২২২ বার পড়া হয়েছে

গাংনী অফিস:
মেহেরপুর গাংনীর বানিয়াপুকুর গ্রামের খালপাড়ায় রাস্তার পাশের দুটি সরকারি জাম গাছ কাটার অভিযোগ উঠেছে। বানিয়াপুকুর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মৃত দবির উদ্দীনের ছেলে আব্বাস আলী সরকারি রাস্তার গাছ দুটি মাপজোক ছাড়াই কেটে নেয় বলে অভিযোগ করেছে গ্রামবাসী।
জানা গেছে, গত শুক্রবার সরকারি ছুটির দিনে সকালে চারটি গাছ কাটেন তিনি। যার দুটি সরকারি রাস্তায় পড়েছে বলে স্থানীয়দের দাবি। জাম গাছ দুটি খালের পাশদিয়ে নির্মিত রাস্তায় বেড়ে উঠলেও তিনি নিজের বলে দাবি করেছেন আব্বাস আলী। এ সমস্যা সমাধানে জমিটি সরকারিভাবে মাপজোকের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
নাম প্রকাশ না করার শর্তে গ্রামের অনেকে বলেন, আব্বাস আলী সরকারি দুটি গাছ কেটেছেন। প্রশাসন যাতে তাঁকে বাধা দিতে না পারে তার জন্য শুক্রবারের দিনটি বেছে নেন তিনি। প্রাকৃতিক বিপর্যয় ঠেকাতে সরকারি গাছ কাটা বন্ধ করতে হলে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানান গ্রামবাসী।
এ প্রসঙ্গে আব্বাস আলী বলেন, ‘আমার জমির উপর দিয়ে খাল কাটা হয়েছে। আমি খালের অর্ধেক পর্যন্ত পাবো। সরকারি গাছ কাটার সঙ্গে আমি জড়িত নই। আমার জমিই সরকার দখল করে খাল কেটেছে করেছে। তবে শত বছর আগের খাল কি করে আপনার জমির উপর কাটা হলো- এমন প্রশ্নের উত্তর কোনো মেলেনি তাঁর কাছ থেকে।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দিলারা রহমান বলেন, ‘ভূমি অফিসকে বিষয়টি তদন্ত করতে নির্দেশ দিয়েছি। তারা তদন্ত প্রতিবেদন দিলে সরকারি জমির গাছ কর্তন করা ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

গাংনীতে দুটি সরকারি গাছ কাটার অভিযোগ

আপলোড টাইম : ০৯:৩২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০১৯

গাংনী অফিস:
মেহেরপুর গাংনীর বানিয়াপুকুর গ্রামের খালপাড়ায় রাস্তার পাশের দুটি সরকারি জাম গাছ কাটার অভিযোগ উঠেছে। বানিয়াপুকুর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মৃত দবির উদ্দীনের ছেলে আব্বাস আলী সরকারি রাস্তার গাছ দুটি মাপজোক ছাড়াই কেটে নেয় বলে অভিযোগ করেছে গ্রামবাসী।
জানা গেছে, গত শুক্রবার সরকারি ছুটির দিনে সকালে চারটি গাছ কাটেন তিনি। যার দুটি সরকারি রাস্তায় পড়েছে বলে স্থানীয়দের দাবি। জাম গাছ দুটি খালের পাশদিয়ে নির্মিত রাস্তায় বেড়ে উঠলেও তিনি নিজের বলে দাবি করেছেন আব্বাস আলী। এ সমস্যা সমাধানে জমিটি সরকারিভাবে মাপজোকের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
নাম প্রকাশ না করার শর্তে গ্রামের অনেকে বলেন, আব্বাস আলী সরকারি দুটি গাছ কেটেছেন। প্রশাসন যাতে তাঁকে বাধা দিতে না পারে তার জন্য শুক্রবারের দিনটি বেছে নেন তিনি। প্রাকৃতিক বিপর্যয় ঠেকাতে সরকারি গাছ কাটা বন্ধ করতে হলে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানান গ্রামবাসী।
এ প্রসঙ্গে আব্বাস আলী বলেন, ‘আমার জমির উপর দিয়ে খাল কাটা হয়েছে। আমি খালের অর্ধেক পর্যন্ত পাবো। সরকারি গাছ কাটার সঙ্গে আমি জড়িত নই। আমার জমিই সরকার দখল করে খাল কেটেছে করেছে। তবে শত বছর আগের খাল কি করে আপনার জমির উপর কাটা হলো- এমন প্রশ্নের উত্তর কোনো মেলেনি তাঁর কাছ থেকে।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দিলারা রহমান বলেন, ‘ভূমি অফিসকে বিষয়টি তদন্ত করতে নির্দেশ দিয়েছি। তারা তদন্ত প্রতিবেদন দিলে সরকারি জমির গাছ কর্তন করা ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’