ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

গাংনীতে তালাবদ্ধ ঘর থেকে মিলল স্ত্রীর লাশ!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১৮:০০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০
  • / ১৬৭ বার পড়া হয়েছে

মেহেরপুর/গাংনী অফিস:
মেহেরপুরের গাংনীতে তালাবদ্ধ ঘর থেকে সুন্দরী খাতুন (৪৮) নামের এক পরিচ্ছন্ন কর্মীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে পাশের কক্ষ থেকে তাঁর স্বামী রুস্তম আলীকে (৫৫) মুমূর্ষ অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁদের বাড়ি গাংনী উপজেলার নতুন মটমুড়া গ্রামে। বর্তমানে গাংনী উপজেলার বামন্দীতে বাজারের একটি ভাড়া বাড়িতে তাঁরা স্বামী-স্ত্রী বসবাস করে আসছিলেন। গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বামন্দী বাজারের সাইদুর রহমান টবুর বাড়ির একটি কক্ষ থেকে তাঁদের উদ্ধার করে গাংনী থানা পুলিশের একটি দল।
স্থানীয়রা জানান, রুস্তম আলী ও তাঁর স্ত্রী সুন্দরী খাতুন কয়েক বছর যাবত বামন্দী বাজারে পরিচ্ছন্ন কর্মী হিসেবে কাজ করে আসছিলেন। এ কাজের সুবাদে তাঁরা বামন্দী বাজারের ভাড়াবাড়িতে বসবাস করে আসছিলেন। গত ২৫ মে সকালের দিকে তাঁদের অনেকে দেখলেও দুপুরের পর থেকে তাঁদের বাজারে দেখা যায়নি। গত বৃহস্পতিবার সকালের দিকে বামন্দী বাজারের তাঁদের ভাড়া করা বাড়ির তালাবদ্ধ কক্ষ থেকে দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। গাংনী থানা ও স্থানীয় বামন্দী ক্যাম্প পুলিশের দুটি দল এসে ওই কক্ষ খুলে সুন্দরী খাতুনের গলিত লাশ ও তাঁর পাশের কক্ষ থেকে তাঁর স্বামীকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, স্থানীয় লোকজন ও প্রতিবেশীরা ওই বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে সুন্দরী খাতুন নামের একজনের লাশ ও তাঁর স্বামী রুস্তম আলীকে মুর্মূষ অবস্থায় উদ্ধার করা হয়। কোনো সন্ত্রাসী চক্র পরিকল্পিতভাবে এ হতাহতের ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাঁদের স্বামী-স্ত্রীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল মাঠে নেমেছে। স্বামী রুস্তম আলীকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এদিকে এ, ঘটনাকে কেন্দ্র করে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান, তদন্ত ওসি সাজেদুল ইসলাম।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

গাংনীতে তালাবদ্ধ ঘর থেকে মিলল স্ত্রীর লাশ!

আপলোড টাইম : ০৯:১৮:০০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০

মেহেরপুর/গাংনী অফিস:
মেহেরপুরের গাংনীতে তালাবদ্ধ ঘর থেকে সুন্দরী খাতুন (৪৮) নামের এক পরিচ্ছন্ন কর্মীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে পাশের কক্ষ থেকে তাঁর স্বামী রুস্তম আলীকে (৫৫) মুমূর্ষ অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁদের বাড়ি গাংনী উপজেলার নতুন মটমুড়া গ্রামে। বর্তমানে গাংনী উপজেলার বামন্দীতে বাজারের একটি ভাড়া বাড়িতে তাঁরা স্বামী-স্ত্রী বসবাস করে আসছিলেন। গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বামন্দী বাজারের সাইদুর রহমান টবুর বাড়ির একটি কক্ষ থেকে তাঁদের উদ্ধার করে গাংনী থানা পুলিশের একটি দল।
স্থানীয়রা জানান, রুস্তম আলী ও তাঁর স্ত্রী সুন্দরী খাতুন কয়েক বছর যাবত বামন্দী বাজারে পরিচ্ছন্ন কর্মী হিসেবে কাজ করে আসছিলেন। এ কাজের সুবাদে তাঁরা বামন্দী বাজারের ভাড়াবাড়িতে বসবাস করে আসছিলেন। গত ২৫ মে সকালের দিকে তাঁদের অনেকে দেখলেও দুপুরের পর থেকে তাঁদের বাজারে দেখা যায়নি। গত বৃহস্পতিবার সকালের দিকে বামন্দী বাজারের তাঁদের ভাড়া করা বাড়ির তালাবদ্ধ কক্ষ থেকে দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। গাংনী থানা ও স্থানীয় বামন্দী ক্যাম্প পুলিশের দুটি দল এসে ওই কক্ষ খুলে সুন্দরী খাতুনের গলিত লাশ ও তাঁর পাশের কক্ষ থেকে তাঁর স্বামীকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, স্থানীয় লোকজন ও প্রতিবেশীরা ওই বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে সুন্দরী খাতুন নামের একজনের লাশ ও তাঁর স্বামী রুস্তম আলীকে মুর্মূষ অবস্থায় উদ্ধার করা হয়। কোনো সন্ত্রাসী চক্র পরিকল্পিতভাবে এ হতাহতের ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাঁদের স্বামী-স্ত্রীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল মাঠে নেমেছে। স্বামী রুস্তম আলীকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এদিকে এ, ঘটনাকে কেন্দ্র করে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান, তদন্ত ওসি সাজেদুল ইসলাম।