ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

গাংনীতে ডিস ব্যবসায়ীদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১
  • / ১০৭ বার পড়া হয়েছে

গাংনী অফিস:
মেহেরপুরের গাংনীতে ডিস ক্যাবল নেটওয়ার্ক মালিকদের প্রতিবাদ সভা অনুঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা ক্যাবল নেটওয়ার্ক মালিক সমিতির সভাপতি আনারুল ইসলাম বাবুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা ক্যাবল নেটওয়ার্ক মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাদশা।
সভায় সভাপতিত্বের বক্তব্যে আনারুল ইসলাম বাবু বলেন, গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নসহ সারা উপজেলা ব্যাপী আমাদের ব্যবসা ছিল। সেখানে মাসুদ রেজা নামের এক ব্যক্তি কন্ট্রোলরুম স্থাপন না করে এবং অর্থের বিনিময়ে প্রতিবেদন নিয়ে বিটিভি কর্তৃক অনুমোদন নিয়েছিলেন। উক্ত অনুমোদনকে কেন্দ্র করে বিভিন্ন অভিযোগ রয়েছে। পরে আমাদের চালুকৃত সংযোগ বিচ্ছিন্ন করে তাদের লাইন স্থাপন করেন। অথচ তারা তার এলাকা রেখে বামুন্দি ইউনিয়নে ব্যবসার জন্য প্রচার-প্রচারণা চালাতে থাকে। গাংনীর সকল ডিস ব্যবসায়ী আমরা মাসুদ রেজার ব্যবসা বন্ধের দাবি জানাচ্ছি।’
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আর এম সেলিম শাহনেওয়াজ বলেন, যে এলাকায় ব্যবসার জন্য অনুমোদন নেওয়া হয়েছে, সেই এলাকা ছাড়া অন্য এলাকায় ব্যবসা করার কোনো সুযোগ নেই। বিশৃঙ্খলা এড়াতে মাসুদ রেজার পক্ষে কাগজপত্র দেখানোর জন্য বলা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

গাংনীতে ডিস ব্যবসায়ীদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

আপলোড টাইম : ১০:২১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১

গাংনী অফিস:
মেহেরপুরের গাংনীতে ডিস ক্যাবল নেটওয়ার্ক মালিকদের প্রতিবাদ সভা অনুঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা ক্যাবল নেটওয়ার্ক মালিক সমিতির সভাপতি আনারুল ইসলাম বাবুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা ক্যাবল নেটওয়ার্ক মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাদশা।
সভায় সভাপতিত্বের বক্তব্যে আনারুল ইসলাম বাবু বলেন, গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নসহ সারা উপজেলা ব্যাপী আমাদের ব্যবসা ছিল। সেখানে মাসুদ রেজা নামের এক ব্যক্তি কন্ট্রোলরুম স্থাপন না করে এবং অর্থের বিনিময়ে প্রতিবেদন নিয়ে বিটিভি কর্তৃক অনুমোদন নিয়েছিলেন। উক্ত অনুমোদনকে কেন্দ্র করে বিভিন্ন অভিযোগ রয়েছে। পরে আমাদের চালুকৃত সংযোগ বিচ্ছিন্ন করে তাদের লাইন স্থাপন করেন। অথচ তারা তার এলাকা রেখে বামুন্দি ইউনিয়নে ব্যবসার জন্য প্রচার-প্রচারণা চালাতে থাকে। গাংনীর সকল ডিস ব্যবসায়ী আমরা মাসুদ রেজার ব্যবসা বন্ধের দাবি জানাচ্ছি।’
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আর এম সেলিম শাহনেওয়াজ বলেন, যে এলাকায় ব্যবসার জন্য অনুমোদন নেওয়া হয়েছে, সেই এলাকা ছাড়া অন্য এলাকায় ব্যবসা করার কোনো সুযোগ নেই। বিশৃঙ্খলা এড়াতে মাসুদ রেজার পক্ষে কাগজপত্র দেখানোর জন্য বলা হয়েছে।