ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

গাংনীতে আলোচনা সভায় উপজেলা প্রশাসন ও পুলিশের সিদ্ধান্ত মাইক উচ্চস্বরে বাজাতে অনুমতি নিতে হবে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:১০:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০১৭
  • / ৩০৬ বার পড়া হয়েছে

IMG_3198

গাংনী অফিস: শব্দ দুষনরোধে গাংনী উপজেলার পুলিশ-প্রশাসনের আলোচনাসভায় এবার সিদ্ধান্ত হয়েছে। যেকোন ধরণের মাইকিংয়ে প্রশাসনের অনুমতি প্রয়োজন হবে। গতকালরোববার দুপুরে গাংনী উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে এআলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ-জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন, গাংনী বাজার কমিটির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান স্বপন, গাংনী প্রেস ক্লাবের সভাপতি রমজান আলী, তাহের ক্লিনিকের পক্ষে মামুন, মুক্তি ডায়াগনিষ্টিকের পক্ষেসেলিম, জমিরডেকোরেটরের পক্ষে জমির উদ্দীন ও কাশেম মাইকের পক্ষে কাশেমসহপৌর এলাকার এ সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে সিদ্ধান্তনেওয়া হয় বানিজ্যিক হলে তিনদিন আগে এবং গুরুর্ত্বপূর্ণ বিষয় হলে মুঠোফোনে ও এবং মারা যাওয়া বা হৃদয়বিধারোককোন ঘটনা হলে অনুমতির প্রয়োজননেই।তবে আইন অনুযায়ীযেকোন ধরনের মাইকিংয়ে সহণীয় পর্যায়ে মাইকিংয়ে প্রচার করতে হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

গাংনীতে আলোচনা সভায় উপজেলা প্রশাসন ও পুলিশের সিদ্ধান্ত মাইক উচ্চস্বরে বাজাতে অনুমতি নিতে হবে

আপলোড টাইম : ০৫:১০:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০১৭

IMG_3198

গাংনী অফিস: শব্দ দুষনরোধে গাংনী উপজেলার পুলিশ-প্রশাসনের আলোচনাসভায় এবার সিদ্ধান্ত হয়েছে। যেকোন ধরণের মাইকিংয়ে প্রশাসনের অনুমতি প্রয়োজন হবে। গতকালরোববার দুপুরে গাংনী উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে এআলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ-জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন, গাংনী বাজার কমিটির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান স্বপন, গাংনী প্রেস ক্লাবের সভাপতি রমজান আলী, তাহের ক্লিনিকের পক্ষে মামুন, মুক্তি ডায়াগনিষ্টিকের পক্ষেসেলিম, জমিরডেকোরেটরের পক্ষে জমির উদ্দীন ও কাশেম মাইকের পক্ষে কাশেমসহপৌর এলাকার এ সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে সিদ্ধান্তনেওয়া হয় বানিজ্যিক হলে তিনদিন আগে এবং গুরুর্ত্বপূর্ণ বিষয় হলে মুঠোফোনে ও এবং মারা যাওয়া বা হৃদয়বিধারোককোন ঘটনা হলে অনুমতির প্রয়োজননেই।তবে আইন অনুযায়ীযেকোন ধরনের মাইকিংয়ে সহণীয় পর্যায়ে মাইকিংয়ে প্রচার করতে হবে।