ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

গাঁজা, ফেনসিডিলসহ দুই নারী আটক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৫৮:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০১৯
  • / ২০৯ বার পড়া হয়েছে

দর্শনা ও আকন্দবাড়িয়ায় জেলা টাস্কফোর্সের মাদকবিরোধী অভিযান
দর্শনা অফিস:
দর্শনা ও আকন্দবাড়িয়ায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়েছে জেলা প্রশাসন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিজিবির সমন্বয়ে গঠিত জেলা টাস্কফোর্স। এ অভিযানে দুই নারীকে আটক করা হয়েছে। এ সময় আটক হওয়া আসামিদের নিকট থেকে দুই কেজি গাঁজা ও পাঁচ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক দুই নারীসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
জেলা টাস্কফোর্স সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিজিবির সমন্বয়ে গঠিত টাস্কফোর্স টিমের পরিচালক চুয়াডাঙ্গা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) সিব্বির আহম্মেদ, চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন ও চুয়াডাঙ্গা-৬ বিজিবি জোয়ানরা গতকাল সোমবার দুপুর ১২টার দিকে প্রথম অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়ার গাঙেরধার পাড়ায়। এ সময় মৃত আজিবর ম-লের স্ত্রী শাহানারাকে পাঁচ বোতল ফেনসিডিলসহ আটক করেন তাঁরা। অপর দিকে, গতকাল বেলা দেড়টার দিকে এ টাস্কফোর্স টিমটি দামুড়হুদার দর্শনা পৌর এলাকার হল্ট চাঁদপুর গ্রামের হল্ট স্টেশন পাড়ার আশার বাড়িতে আরেকটি অভিযান চালায়। এ সময় দুই কেজি গাঁজাসহ আশার স্ত্রী জাহানারা বেগমকে আটক করা হয়।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বলেন, টাস্কফোর্স টিমের পক্ষ থেকে দুই নারীকে আটক করে তাঁদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে পৃথক পৃথক থানায় সোপর্দ করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

গাঁজা, ফেনসিডিলসহ দুই নারী আটক

আপলোড টাইম : ০৮:৫৮:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০১৯

দর্শনা ও আকন্দবাড়িয়ায় জেলা টাস্কফোর্সের মাদকবিরোধী অভিযান
দর্শনা অফিস:
দর্শনা ও আকন্দবাড়িয়ায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়েছে জেলা প্রশাসন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিজিবির সমন্বয়ে গঠিত জেলা টাস্কফোর্স। এ অভিযানে দুই নারীকে আটক করা হয়েছে। এ সময় আটক হওয়া আসামিদের নিকট থেকে দুই কেজি গাঁজা ও পাঁচ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক দুই নারীসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
জেলা টাস্কফোর্স সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিজিবির সমন্বয়ে গঠিত টাস্কফোর্স টিমের পরিচালক চুয়াডাঙ্গা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) সিব্বির আহম্মেদ, চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন ও চুয়াডাঙ্গা-৬ বিজিবি জোয়ানরা গতকাল সোমবার দুপুর ১২টার দিকে প্রথম অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়ার গাঙেরধার পাড়ায়। এ সময় মৃত আজিবর ম-লের স্ত্রী শাহানারাকে পাঁচ বোতল ফেনসিডিলসহ আটক করেন তাঁরা। অপর দিকে, গতকাল বেলা দেড়টার দিকে এ টাস্কফোর্স টিমটি দামুড়হুদার দর্শনা পৌর এলাকার হল্ট চাঁদপুর গ্রামের হল্ট স্টেশন পাড়ার আশার বাড়িতে আরেকটি অভিযান চালায়। এ সময় দুই কেজি গাঁজাসহ আশার স্ত্রী জাহানারা বেগমকে আটক করা হয়।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বলেন, টাস্কফোর্স টিমের পক্ষ থেকে দুই নারীকে আটক করে তাঁদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে পৃথক পৃথক থানায় সোপর্দ করা হয়েছে।