ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

গরু লাফ দেওয়ায় উল্টে গেল আলমসাধু, ব্যবসায়ী নিহত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৫৯:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০
  • / ১২৪ বার পড়া হয়েছে

প্রতিবেদক, কালীগঞ্জ:
কালীগঞ্জে গরু নিয়ে যাওয়ার সময় আলমসাধু উল্টে তাহাজ্জত আলী (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন রাসেল মিয়া (৩৮), আজগর আলী (২২) ও নজরুল ইসলাম (৪৫) নামের তিনজন। তাঁদের সবার বাড়ি যশোর শহরের খড়কি এলাকায়। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সকালে কালীগঞ্জ-নলডাঙ্গা সড়কের কাদিপুর নামক স্থানে।
নিহতের স্বজন হাসান খোকন জানান, তাহাজ্জত হোসেন বুধবার সকালে লোকজন সঙ্গে নিয়ে কালীগঞ্জের নলডাঙ্গা এলাকা হতে কোরবানির গরু কিনে আলমসাধুতে বোঝায় দিয়ে বাড়ি ফিরছিলেন। তাঁরা কালীগঞ্জের কাদিরপুর গ্রামের মধ্যে আসলে গাড়ির ওপর থেকে গরু লাফ দেয়। এ সময় আলমসাধুটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকসহ চারজন আহত হন। পরে তাঁদেরকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাহাজ্জত হোসেনকে মৃত ঘোষণা করেন। অন্যদের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদেরকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাহফুজুর রহমান মিয়া জানান, গরু কিনে নিয়ে যাওয়ার সময় আলমসাধু উল্টে তাহাজ্জত হোসেন নামের একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

গরু লাফ দেওয়ায় উল্টে গেল আলমসাধু, ব্যবসায়ী নিহত

আপলোড টাইম : ০৮:৫৯:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০

প্রতিবেদক, কালীগঞ্জ:
কালীগঞ্জে গরু নিয়ে যাওয়ার সময় আলমসাধু উল্টে তাহাজ্জত আলী (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন রাসেল মিয়া (৩৮), আজগর আলী (২২) ও নজরুল ইসলাম (৪৫) নামের তিনজন। তাঁদের সবার বাড়ি যশোর শহরের খড়কি এলাকায়। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সকালে কালীগঞ্জ-নলডাঙ্গা সড়কের কাদিপুর নামক স্থানে।
নিহতের স্বজন হাসান খোকন জানান, তাহাজ্জত হোসেন বুধবার সকালে লোকজন সঙ্গে নিয়ে কালীগঞ্জের নলডাঙ্গা এলাকা হতে কোরবানির গরু কিনে আলমসাধুতে বোঝায় দিয়ে বাড়ি ফিরছিলেন। তাঁরা কালীগঞ্জের কাদিরপুর গ্রামের মধ্যে আসলে গাড়ির ওপর থেকে গরু লাফ দেয়। এ সময় আলমসাধুটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকসহ চারজন আহত হন। পরে তাঁদেরকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাহাজ্জত হোসেনকে মৃত ঘোষণা করেন। অন্যদের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদেরকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাহফুজুর রহমান মিয়া জানান, গরু কিনে নিয়ে যাওয়ার সময় আলমসাধু উল্টে তাহাজ্জত হোসেন নামের একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।