ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

খাদ্যে ভেজাল রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৪৮:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০
  • / ২৪৫ বার পড়া হয়েছে

নানা আয়োজনে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত
সমীকরণ ডেস্ক:
‘সবাই মিলে হাত মেলায়, নিরাপদ খাদ্য নিশ্চিত চাই’ প্রতিপাদে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহ সারা দেশে নানা আয়োজনে জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২০ পালিত হয়েছে। এদিন আলোচনা সভায় বক্তারা, স্বাস্থ্য সুরক্ষায় খোলা স্থানে খাবার বিক্রি বন্ধ ও খাদ্যে ভেজাল রোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।
চুয়াডাঙ্গা:
বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে চুয়াডাঙ্গায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২০ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অনিচ্ছাকৃতভাবে নয়, বরং ইচ্ছে করে খাদ্যে ভেজাল মেশানোর ঘটনা বেশি হচ্ছে। এটা খুবই খারাপ আর লজ্জার। ছোট ব্যবসায়ী থেকে শুরু করে বড় ব্যবসায়ীরাও খাদ্যে বা ফসলে ভেজাল দিচ্ছেন। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে স্বাস্থ্যবান ও কর্মক্ষম করে গড়ে তুলতে পুষ্টিসম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নেই। জেনে না জেনেই আমরা প্রায় প্রতিটি খাবারই ভেজাল খেয়ে থাকি। আর এতে করে ক্যানসার কিডনি লিভারসহ শরীরের গুরুত্বপূণ্য অঙ্গপ্রতঙ্গ অকেজো হয়ে পড়ছে। নিরাপদ খাদ্য উৎপাদন ও বিপণনে ভোক্তাসহ সবাইকে সচেতন হতে হবে। নিরাপদ খাদ্য উৎপাদনে সবাইকে সহযোগিতা করতে হবে। তবেই ভোক্তারা নিরাপদ খাদ্য গ্রহণ করতে পারবেন।’
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাই লাল সরকার, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারি উপপরিচালক সূফি মোহাম্মদ, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এস এম ইস্রাফিল, বর্তমান উপাধ্যক্ষ রেজাউল করিম। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল ইসলাম।
জীবননগর
চুয়াডাঙ্গা জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টার সময় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র‌্যালী বের হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঃ সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, উপজেলা সমাজসেবা অফিসার মতেহার হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আঃ খালেক, কাওসার হোসেন প্রমুখ।
অপরদিকে, উপজেলার সীমান্ত ইউনিয়নের বেনীপুর গ্রামে ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে ইউপি সদস্য আসাদের সভাপতিত্বে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মাসুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক মিঠুন মাহমুদ, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আলী আহম্মদ, সাধারণ সম্পাদক ওহাব, ওয়েভ ফাউন্ডেশনের সমন্বকারী আশরাফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন লিটন মিয়া।
আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয় ইউনিয়নে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। এ দিবস উপলক্ষে ও দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে দরিদ্র পরিবার সমূহের সম্পদ ও সক্ষমতা বৃদ্ধির লক্ষে রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) সমৃদ্ধি কর্মসূচীর উদ্যোগে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় বিনামূল্যে মা ও শিশুবিষয়ক একদিনের স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করে। গতকাল রোববার সকাল ৯টায় আরআরএফ আন্দুলবাড়ীয়া ইউনিট অফিসে পৃথক-পৃথক ভাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আরআরএফ সমৃদ্ধি কর্মসূচীর ইউনিয়ন সমন্বয়কারী মনিরুজ্জামান মুক্তর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আরআরএফের আঞ্চলিক ব্যবস্থাপক শেখর চন্দ্র মন্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আরআরএফ আন্দুলবাড়ীয়া শাখা ব্যবস্থাপক আল-আমিন। স্বাগত ও সমাপনী বক্তব্য দেন আরআরএফ সমৃদ্ধি কর্মসূচীর সমন্বয়কারী মনিরুজ্জামান মুক্ত। বিশেষ অতিথি হিসেবে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. মোর্তুজা আহসান, ডা. নাহিদ হাসান। পরে ১৫১ জন পুরুষ, ১১২ জন নারী ও ৩৯ জন শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা-পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আরআরএফ সমৃদ্ধি কর্মসূচী স্বাস্থ্য কর্মকর্তা কাউছার আলী, হাসিদা খাতুনসহ সব কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আরআরএফ সমৃদ্ধি কর্মসূচীর সমাজ উন্নয়ন কর্মকর্তা আরিফ হোসেন।
মেহেরপুর:
“সবাই মিলে হাত মেলায়, নিরাপদ খাদ্য নিশ্চিত চাই” এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে মেহেরপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টা দিকে মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি বের করা হয়। মেহেরপুর জেলা প্রশাসক মো. আতাউল গনির নেতৃত্বে র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু করে একই স্থানে গিয়ে শেষ হয়। র‌্যালিতে অন্যদের মধ্যে সিভিল সার্জন ডা. মো. নাসিরুদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, মেহেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি কে.এম আতাউল হাকিম লাল মিয়া, গাংনী উপজেলা চেয়ারম্যান এমএ খালেক, গাংনী পৌরসভার মেয়র আশরাফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
ঝিনাইদহ:
ঝিনাইদহে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে রোববার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়ে সদর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তারেক আল মেহেদি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, জেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক শেখ আনোয়রুল ইসলাম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুল ইসলাম।
মহেশপুর:
ঝিনাইদহের মহেশপুরে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশসানের আয়োজনে রোববার সকালে এ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভঅয় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, পান্তাপাড়া ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন, স্বরুপপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমানউল্লাহ হক, নেপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল আলম মৃধা, কাজিরবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম সেলিম রেজা প্রমুক।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

খাদ্যে ভেজাল রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান

আপলোড টাইম : ১০:৪৮:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০

নানা আয়োজনে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত
সমীকরণ ডেস্ক:
‘সবাই মিলে হাত মেলায়, নিরাপদ খাদ্য নিশ্চিত চাই’ প্রতিপাদে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহ সারা দেশে নানা আয়োজনে জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২০ পালিত হয়েছে। এদিন আলোচনা সভায় বক্তারা, স্বাস্থ্য সুরক্ষায় খোলা স্থানে খাবার বিক্রি বন্ধ ও খাদ্যে ভেজাল রোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।
চুয়াডাঙ্গা:
বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে চুয়াডাঙ্গায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২০ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অনিচ্ছাকৃতভাবে নয়, বরং ইচ্ছে করে খাদ্যে ভেজাল মেশানোর ঘটনা বেশি হচ্ছে। এটা খুবই খারাপ আর লজ্জার। ছোট ব্যবসায়ী থেকে শুরু করে বড় ব্যবসায়ীরাও খাদ্যে বা ফসলে ভেজাল দিচ্ছেন। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে স্বাস্থ্যবান ও কর্মক্ষম করে গড়ে তুলতে পুষ্টিসম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নেই। জেনে না জেনেই আমরা প্রায় প্রতিটি খাবারই ভেজাল খেয়ে থাকি। আর এতে করে ক্যানসার কিডনি লিভারসহ শরীরের গুরুত্বপূণ্য অঙ্গপ্রতঙ্গ অকেজো হয়ে পড়ছে। নিরাপদ খাদ্য উৎপাদন ও বিপণনে ভোক্তাসহ সবাইকে সচেতন হতে হবে। নিরাপদ খাদ্য উৎপাদনে সবাইকে সহযোগিতা করতে হবে। তবেই ভোক্তারা নিরাপদ খাদ্য গ্রহণ করতে পারবেন।’
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাই লাল সরকার, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারি উপপরিচালক সূফি মোহাম্মদ, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এস এম ইস্রাফিল, বর্তমান উপাধ্যক্ষ রেজাউল করিম। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল ইসলাম।
জীবননগর
চুয়াডাঙ্গা জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টার সময় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র‌্যালী বের হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঃ সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, উপজেলা সমাজসেবা অফিসার মতেহার হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আঃ খালেক, কাওসার হোসেন প্রমুখ।
অপরদিকে, উপজেলার সীমান্ত ইউনিয়নের বেনীপুর গ্রামে ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে ইউপি সদস্য আসাদের সভাপতিত্বে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মাসুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক মিঠুন মাহমুদ, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আলী আহম্মদ, সাধারণ সম্পাদক ওহাব, ওয়েভ ফাউন্ডেশনের সমন্বকারী আশরাফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন লিটন মিয়া।
আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয় ইউনিয়নে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। এ দিবস উপলক্ষে ও দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে দরিদ্র পরিবার সমূহের সম্পদ ও সক্ষমতা বৃদ্ধির লক্ষে রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) সমৃদ্ধি কর্মসূচীর উদ্যোগে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় বিনামূল্যে মা ও শিশুবিষয়ক একদিনের স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করে। গতকাল রোববার সকাল ৯টায় আরআরএফ আন্দুলবাড়ীয়া ইউনিট অফিসে পৃথক-পৃথক ভাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আরআরএফ সমৃদ্ধি কর্মসূচীর ইউনিয়ন সমন্বয়কারী মনিরুজ্জামান মুক্তর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আরআরএফের আঞ্চলিক ব্যবস্থাপক শেখর চন্দ্র মন্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আরআরএফ আন্দুলবাড়ীয়া শাখা ব্যবস্থাপক আল-আমিন। স্বাগত ও সমাপনী বক্তব্য দেন আরআরএফ সমৃদ্ধি কর্মসূচীর সমন্বয়কারী মনিরুজ্জামান মুক্ত। বিশেষ অতিথি হিসেবে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. মোর্তুজা আহসান, ডা. নাহিদ হাসান। পরে ১৫১ জন পুরুষ, ১১২ জন নারী ও ৩৯ জন শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা-পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আরআরএফ সমৃদ্ধি কর্মসূচী স্বাস্থ্য কর্মকর্তা কাউছার আলী, হাসিদা খাতুনসহ সব কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আরআরএফ সমৃদ্ধি কর্মসূচীর সমাজ উন্নয়ন কর্মকর্তা আরিফ হোসেন।
মেহেরপুর:
“সবাই মিলে হাত মেলায়, নিরাপদ খাদ্য নিশ্চিত চাই” এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে মেহেরপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টা দিকে মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি বের করা হয়। মেহেরপুর জেলা প্রশাসক মো. আতাউল গনির নেতৃত্বে র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু করে একই স্থানে গিয়ে শেষ হয়। র‌্যালিতে অন্যদের মধ্যে সিভিল সার্জন ডা. মো. নাসিরুদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, মেহেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি কে.এম আতাউল হাকিম লাল মিয়া, গাংনী উপজেলা চেয়ারম্যান এমএ খালেক, গাংনী পৌরসভার মেয়র আশরাফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
ঝিনাইদহ:
ঝিনাইদহে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে রোববার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়ে সদর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তারেক আল মেহেদি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, জেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক শেখ আনোয়রুল ইসলাম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুল ইসলাম।
মহেশপুর:
ঝিনাইদহের মহেশপুরে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশসানের আয়োজনে রোববার সকালে এ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভঅয় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, পান্তাপাড়া ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন, স্বরুপপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমানউল্লাহ হক, নেপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল আলম মৃধা, কাজিরবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম সেলিম রেজা প্রমুক।