ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

খবর: (প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর ও তিস্তা চুক্তি )

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:০৩:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০১৭
  • / ৩২২ বার পড়া হয়েছে

আমরা নাকি ওদের আপন,
জলের বেলায় ভিন্ন কথন।
জলের মালিক বিধাতা,
কিশের দেখান ভনিতা ?

বাঁধ দিয়ে জল নয় ঠেকানো ,
বাঁধের জলে ডুববে যেনো?
জলের ছলা ভাল নয়,
জল দিয়ে জল তুলতে হয়।

দুই হাজারের সনে ,
নিশ্চয় আছে মনে ?
তিস্তা চুক্তিই দাও সই ,
সবাই মিলে ভাল রই।

– এম এ মামুন

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

খবর: (প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর ও তিস্তা চুক্তি )

আপলোড টাইম : ০৫:০৩:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০১৭

আমরা নাকি ওদের আপন,
জলের বেলায় ভিন্ন কথন।
জলের মালিক বিধাতা,
কিশের দেখান ভনিতা ?

বাঁধ দিয়ে জল নয় ঠেকানো ,
বাঁধের জলে ডুববে যেনো?
জলের ছলা ভাল নয়,
জল দিয়ে জল তুলতে হয়।

দুই হাজারের সনে ,
নিশ্চয় আছে মনে ?
তিস্তা চুক্তিই দাও সই ,
সবাই মিলে ভাল রই।

– এম এ মামুন