ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

খবর:(নারানগঞ্জের সাত খুন মামলায় ২৬ জনের ফাঁসি’র রায় ঘোষণা )

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৫২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০১৭
  • / ৩২৯ বার পড়া হয়েছে

খুনির বিচার করলে রাষ্ট্র,
কেউ করবে না খুঁন।
ভালবাসায় থাকবে মানুষ,
এটাই বড় গুন।

খুনি যখন সরকারী লোক,
র‌্যাবের অফিসার।
তারাই যদি হয়রে খুনি,
দেশটা অন্ধকার।

যাদের কাছে নয় নিরাপদ,
দেশর মানুষ জন।
তাদের কাছে স্বদেশটা যে,
হরিলুটের ধন।

–    এম এ মামুন

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

খবর:(নারানগঞ্জের সাত খুন মামলায় ২৬ জনের ফাঁসি’র রায় ঘোষণা )

আপলোড টাইম : ১০:৫২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০১৭

খুনির বিচার করলে রাষ্ট্র,
কেউ করবে না খুঁন।
ভালবাসায় থাকবে মানুষ,
এটাই বড় গুন।

খুনি যখন সরকারী লোক,
র‌্যাবের অফিসার।
তারাই যদি হয়রে খুনি,
দেশটা অন্ধকার।

যাদের কাছে নয় নিরাপদ,
দেশর মানুষ জন।
তাদের কাছে স্বদেশটা যে,
হরিলুটের ধন।

–    এম এ মামুন