ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ক্রীড়াঙ্গনে আমুল পরিবর্তন আনতে বদ্ধপরিকর চুয়াডাঙ্গার বিশিষ্টজনেরা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:০০:০২ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০১৭
  • / ৩২৯ বার পড়া হয়েছে

মেয়র কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতার সমাপণী ম্যাচে সানডিয়ানের কাছে খেলাঘরের জয়

নিজস্ব প্রতিবেদক: নিস্তেজ ক্রীড়াঙ্গনের হতাশা আর ব্যর্থতা কাটিয়ে দেশব্যাপী একের পর এক আলোড়ন সৃষ্টি করে চলেছে চুয়াডাঙ্গা জেলা। ফুটবল দিয়ে শুরু, আঞ্চলিক ক্রিকেটেও কম নয়; এবার ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চমক দেখালো পৌর মেয়র। ভবিষ্যতে এমন আয়োজনের সাথে থেকে ক্রীড়াঙ্গনের আমুল পরিবর্তন আনার ব্যাপারে আশার বাণী শোনালেন জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার, পৌর মেয়র, বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর (বিডিচ্যাম)’র সভাপতি আলহাজ্জ্ব সাহিদুজ্জামান টরিকসহ বিশিষ্ট জনেরা। গতকাল মঙ্গলবার নৈশকালীন ব্যাডমিন্টন প্রতিযোগিতার সমাপণী ম্যাচের আগে বক্তব্য দিতে গিয়ে এমন মন্তব্য করেন তাঁরা। পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে ব্যাডমিন্টন খেলোয়াড়দের দাবির পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘চুয়াডাঙ্গায় ৩ একর জমির উপর জিমনেসিয়াম হল নির্মিত হবে। একই সাথে সম্মিলিত ক্রিড়া কমপ্লেক্স করা হবে সেটিকে। এতে ইনডোর স্টেডিয়ামের দাবিটা অনেকাংশেই পূরণ হবে।’
বিশেষ অতিথি’র বক্তব্যে বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর (বিডিচ্যাম)’র সভাপতি আলহাজ্জ্ব সাহিদুজ্জামান টরিক বলেন, ‘মাদককে না বলুন, খেলাধুলায় ফিরে আসুন। খেলাধুলার মাধ্যমে সমাজ উন্নত হয়। সেই সমাজটাকে আরো সুন্দর করতে আমি সাথে আছি।’
এড. তছলিম উদ্দীন ফিরোজের সঞ্চালনায় সমাপণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা-চুয়াডাঙ্গার উপ-পরিচালক জাফর ইকবাল, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহা. কলিমুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি আলী আহম্মদ, ডায়মন্ড ওয়ার্ল্ডের পরিচালক রিপনুল হাসান রিপন, আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মাহবুবুল ইসলাম সেলিম, সদস্য সচিব মিলন বিশ্বাস, যুগ্ম আহ্বায়ক রোকনুজ্জামান রোকন প্রমূখ।
১৬ দলীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় দেশের প্রথম সারির খেলোয়াড়েরাসহ জেলার উদীয়মান তরুণ খেয়োয়াড়েরা র‌্যাকেট হাতে মাঠে নামে। প্রথম বারেরমত আয়োজিত মেয়র কাপ ছিনিয়ে নিয়েছে চুয়াডাঙ্গা খেলাঘর-১’র খেলোয়াড় তানভির-তন্ময় জুটি। ফাইনাল ম্যাচে তারা ২-০ সেটে হারিয়েছে সানডিয়ান চাইনিজ রেস্টুরেন্টের শোভন-লাল জুটিকে। এ আসরে তৃতীয় স্থান অধিকার করেছে বাংলাদেশ টেলিকম প্লাস। সেমিফাইনালে তারা চুয়াডাঙ্গা ব্যাডমিন্টন কল্যাণ সমিতিকে পরাজিত করে। প্রথম আসরে গত সোমবার রাতে কোয়ার্টার ফাইনালে ওঠা দলগুলো গতকাল সমাপণী রাতে মুখোমুখি হয়। কোয়ার্টার ফাইনালে জয় নিয়ে সেমিফাইনাল ও ফাইনালে আসতে বেশ ঘাম ঝরাতে দেখা গেছে খেলোয়াড়দের। খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে কাপ ও নগদ ৫০ হাজার টাকা ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও ৩০ হাজার টাকার চেক তুলে দেন অতিথিরা। তবে আকস্মিক এ আয়োজনে দর্শক উপস্থিতি ও উৎসাহের কোন কমতি ছিলনা। ফলে বেশ জমকালো আয়োজনেই শেষ হলো চুয়াডাঙ্গা পৌর মেয়র কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০১৭।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

ক্রীড়াঙ্গনে আমুল পরিবর্তন আনতে বদ্ধপরিকর চুয়াডাঙ্গার বিশিষ্টজনেরা

আপলোড টাইম : ১২:০০:০২ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০১৭

মেয়র কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতার সমাপণী ম্যাচে সানডিয়ানের কাছে খেলাঘরের জয়

নিজস্ব প্রতিবেদক: নিস্তেজ ক্রীড়াঙ্গনের হতাশা আর ব্যর্থতা কাটিয়ে দেশব্যাপী একের পর এক আলোড়ন সৃষ্টি করে চলেছে চুয়াডাঙ্গা জেলা। ফুটবল দিয়ে শুরু, আঞ্চলিক ক্রিকেটেও কম নয়; এবার ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চমক দেখালো পৌর মেয়র। ভবিষ্যতে এমন আয়োজনের সাথে থেকে ক্রীড়াঙ্গনের আমুল পরিবর্তন আনার ব্যাপারে আশার বাণী শোনালেন জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার, পৌর মেয়র, বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর (বিডিচ্যাম)’র সভাপতি আলহাজ্জ্ব সাহিদুজ্জামান টরিকসহ বিশিষ্ট জনেরা। গতকাল মঙ্গলবার নৈশকালীন ব্যাডমিন্টন প্রতিযোগিতার সমাপণী ম্যাচের আগে বক্তব্য দিতে গিয়ে এমন মন্তব্য করেন তাঁরা। পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে ব্যাডমিন্টন খেলোয়াড়দের দাবির পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘চুয়াডাঙ্গায় ৩ একর জমির উপর জিমনেসিয়াম হল নির্মিত হবে। একই সাথে সম্মিলিত ক্রিড়া কমপ্লেক্স করা হবে সেটিকে। এতে ইনডোর স্টেডিয়ামের দাবিটা অনেকাংশেই পূরণ হবে।’
বিশেষ অতিথি’র বক্তব্যে বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর (বিডিচ্যাম)’র সভাপতি আলহাজ্জ্ব সাহিদুজ্জামান টরিক বলেন, ‘মাদককে না বলুন, খেলাধুলায় ফিরে আসুন। খেলাধুলার মাধ্যমে সমাজ উন্নত হয়। সেই সমাজটাকে আরো সুন্দর করতে আমি সাথে আছি।’
এড. তছলিম উদ্দীন ফিরোজের সঞ্চালনায় সমাপণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা-চুয়াডাঙ্গার উপ-পরিচালক জাফর ইকবাল, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহা. কলিমুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি আলী আহম্মদ, ডায়মন্ড ওয়ার্ল্ডের পরিচালক রিপনুল হাসান রিপন, আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মাহবুবুল ইসলাম সেলিম, সদস্য সচিব মিলন বিশ্বাস, যুগ্ম আহ্বায়ক রোকনুজ্জামান রোকন প্রমূখ।
১৬ দলীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় দেশের প্রথম সারির খেলোয়াড়েরাসহ জেলার উদীয়মান তরুণ খেয়োয়াড়েরা র‌্যাকেট হাতে মাঠে নামে। প্রথম বারেরমত আয়োজিত মেয়র কাপ ছিনিয়ে নিয়েছে চুয়াডাঙ্গা খেলাঘর-১’র খেলোয়াড় তানভির-তন্ময় জুটি। ফাইনাল ম্যাচে তারা ২-০ সেটে হারিয়েছে সানডিয়ান চাইনিজ রেস্টুরেন্টের শোভন-লাল জুটিকে। এ আসরে তৃতীয় স্থান অধিকার করেছে বাংলাদেশ টেলিকম প্লাস। সেমিফাইনালে তারা চুয়াডাঙ্গা ব্যাডমিন্টন কল্যাণ সমিতিকে পরাজিত করে। প্রথম আসরে গত সোমবার রাতে কোয়ার্টার ফাইনালে ওঠা দলগুলো গতকাল সমাপণী রাতে মুখোমুখি হয়। কোয়ার্টার ফাইনালে জয় নিয়ে সেমিফাইনাল ও ফাইনালে আসতে বেশ ঘাম ঝরাতে দেখা গেছে খেলোয়াড়দের। খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে কাপ ও নগদ ৫০ হাজার টাকা ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও ৩০ হাজার টাকার চেক তুলে দেন অতিথিরা। তবে আকস্মিক এ আয়োজনে দর্শক উপস্থিতি ও উৎসাহের কোন কমতি ছিলনা। ফলে বেশ জমকালো আয়োজনেই শেষ হলো চুয়াডাঙ্গা পৌর মেয়র কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০১৭।