ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

কোরান হলো মুক্তির সনদ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৫০:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৯
  • / ৩৩২ বার পড়া হয়েছে

ধর্ম ডেস্ক: পবিত্র রমজান মাসে কোরানে কারিম অবতীর্ণ হয়েছে। কোরানের ফজিলতের কারণে রমজান মাসের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। তাই রমজান মাসে কোরান তেলাওয়াত করতে হবে নিয়মিত। অর্থসহ পড়তে পারলে ভালো, অর্থ না জানলে শুধু তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। অনেকে মনে করেন, অর্থ না বুঝে কোরান তেলাওয়াত করায় কোনো লাভ নেই। এ কথা সঠিক নয়। শুধু তেলাওয়াতের মানুষের মনে ঐশী বাণীর প্রভাব প্রতিভাত হবে। তার আমলনামায় সওয়াব লেখা হয়। লক্ষ্যণীয় বিষয় হলো, শুধু রমজান মাসেই কোরান চর্চা নয় সবসময়ই কোরান চর্চা ও তেলাওয়াত করা দরকার। ইসলাম আমাদের যে শিষ্টাচার শেখায়, সুন্দর-সুশৃঙ্খল পথের দিশা দেয়, সর্বপ্রকার জাহেলিয়াত ও খারাপ দিক থেকে মুক্তি দিয়ে অপার সৌন্দর্য আর প্রশান্ত জীবনের দিক-নির্দেশনা দেয়Ñ এসবই কোরানের শিক্ষা। কোরানের শিক্ষা হলো, সরাসরি আল্লাহ প্রদত্ত শিক্ষা। তাই এই শিক্ষা ও উপলব্ধিগুলো আত্মস্থ করার জন্য রোজা রাখার পাশাপাশি বেশি বেশি করে কোরান তেলাওয়াত করা জরুরি। আর কোরান যেহেতু মানুষকে জীবন চলার জন্য পথনির্দেশ প্রদান করে, সে জন্যে অর্থ ও ব্যাখ্যাসহ বুঝে কোরান পড়ার চেষ্টা সাধ্যমতো করতে হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

কোরান হলো মুক্তির সনদ

আপলোড টাইম : ০৮:৫০:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৯

ধর্ম ডেস্ক: পবিত্র রমজান মাসে কোরানে কারিম অবতীর্ণ হয়েছে। কোরানের ফজিলতের কারণে রমজান মাসের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। তাই রমজান মাসে কোরান তেলাওয়াত করতে হবে নিয়মিত। অর্থসহ পড়তে পারলে ভালো, অর্থ না জানলে শুধু তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। অনেকে মনে করেন, অর্থ না বুঝে কোরান তেলাওয়াত করায় কোনো লাভ নেই। এ কথা সঠিক নয়। শুধু তেলাওয়াতের মানুষের মনে ঐশী বাণীর প্রভাব প্রতিভাত হবে। তার আমলনামায় সওয়াব লেখা হয়। লক্ষ্যণীয় বিষয় হলো, শুধু রমজান মাসেই কোরান চর্চা নয় সবসময়ই কোরান চর্চা ও তেলাওয়াত করা দরকার। ইসলাম আমাদের যে শিষ্টাচার শেখায়, সুন্দর-সুশৃঙ্খল পথের দিশা দেয়, সর্বপ্রকার জাহেলিয়াত ও খারাপ দিক থেকে মুক্তি দিয়ে অপার সৌন্দর্য আর প্রশান্ত জীবনের দিক-নির্দেশনা দেয়Ñ এসবই কোরানের শিক্ষা। কোরানের শিক্ষা হলো, সরাসরি আল্লাহ প্রদত্ত শিক্ষা। তাই এই শিক্ষা ও উপলব্ধিগুলো আত্মস্থ করার জন্য রোজা রাখার পাশাপাশি বেশি বেশি করে কোরান তেলাওয়াত করা জরুরি। আর কোরান যেহেতু মানুষকে জীবন চলার জন্য পথনির্দেশ প্রদান করে, সে জন্যে অর্থ ও ব্যাখ্যাসহ বুঝে কোরান পড়ার চেষ্টা সাধ্যমতো করতে হবে।