ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

কোরান ও দীন শিক্ষা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:০২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭
  • / ৩৯৭ বার পড়া হয়েছে

ধর্ম ডেস্ক: মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হলেও বয়স্ক শিক্ষার দিকটি বরাবরই আমাদের দেশে উপেক্ষিত। বিশেষ করে বয়স্কদের কোরান ও দীন শিক্ষার বিষয়টি। বয়স্ক শিক্ষার প্রতি এমন উদাসীনতা দেশের হাজারও সমস্যার অন্যতম। সমাজের বরেণ্য ইসলামী চিন্তাবিদরা বয়স্কদের দীন শিক্ষার প্রয়োজনীয়তার বিষয়টি গভীরভাবে উপলব্ধি করে বয়স্ক শিক্ষার ব্যবস্থাপনা ও পরিচালনায় নিজেকে নিয়োজিত করেছেন। ছোটদের জন্য মহল্লার মসজিদে বা সকালের মক্তবে কোরান ও দীন শিক্ষার ব্যবস্থা সামান্য থাকলেও বড় কিংবা বয়স্কদের জন্য সে ব্যবস্থা মোটামুটি অনুপস্থিতই বলা যায়। ফলে প্রবল আগ্রহ এবং ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকেই শুধু ব্যবস্থাপনার অভাবে কোরান ও দীন শিক্ষা গ্রহণ করতে পারছেন না। কর্মজীবনের ব্যস্ততায় একটু লম্বা সময় নিয়ে তাবলিগে গিয়ে অথবা মাদ্রাসায় ভর্তি হয়ে কোরান ও দীন শিক্ষাও সম্ভব নয়। এমতাবস্থায় কর্মজীবী ও বয়স্কদের জন্য কোরানে কারিম ও প্রয়োজনীয় দীন শিক্ষার জন্য দরকার সমন্বিত উদ্যোগ। এ ক্ষেত্রে মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম-খতিব ও সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিরা যথাযথ ভূমিকা রাখতে পারেন। এই ব্যবস্থার ফলে সমাজে কোরান ও দীন শিক্ষার ব্যাপক প্রচার-প্রসার ঘটবে, সমাজে কাক্সিক্ষত পরিবর্তন আসবে। বয়স্ক শিক্ষার ক্ষেত্রে কোনো ধরনের আলস্য বা ভিন্নমত পোষণের কোনো সুযোগ নেই। বস্তুত কোরান শিক্ষা ও শেখানোর বিষয়টি অত্যন্ত ফজিলতপূর্ণ কাজ। এ প্রসঙ্গে হাদিসে ইরশাদ হচ্ছে, হজরত আনাস বিন মালেক (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তোমরা বলতে পার কি দানের দিক দিয়ে সর্বাপেক্ষা বড় দাতা কে? সাহাবারা উত্তর করলেন, আল্লাহ ও তার রাসুলই অধিক অবগত। হজরত রাসুলুল্লাহ (সা.) বলেন, দানের দিক দিয়ে আল্লাহ হচ্ছেন সর্বাপেক্ষা বড়। অতঃপর বনি আদমের মধ্যে আমিই সর্বাপেক্ষা বড় দাতা। আর আমার পর বড় দাতা হচ্ছে সেই ব্যক্তি, যে ইলম শিক্ষা করবে এবং তার প্রচার-প্রসার করতে থাকবে। কিয়ামতের দিন সে একাই (দলবলসহ) একজন আমির অথবা (রাবির সন্দেহ) একটি উম্মত হয়ে উঠবে-মিশকাত শরিফ। অন্য আরেক হাদিসে ইরশাদ হয়েছে, হজরত উসমান (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তোমাদের মধ্যে সর্বাপেক্ষা উত্তম ওই ব্যক্তি, যে নিজে শেখে এবং অন্যকে তা শিক্ষা দেয়-বুখারি শরিফ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

কোরান ও দীন শিক্ষা

আপলোড টাইম : ১০:০২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭

ধর্ম ডেস্ক: মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হলেও বয়স্ক শিক্ষার দিকটি বরাবরই আমাদের দেশে উপেক্ষিত। বিশেষ করে বয়স্কদের কোরান ও দীন শিক্ষার বিষয়টি। বয়স্ক শিক্ষার প্রতি এমন উদাসীনতা দেশের হাজারও সমস্যার অন্যতম। সমাজের বরেণ্য ইসলামী চিন্তাবিদরা বয়স্কদের দীন শিক্ষার প্রয়োজনীয়তার বিষয়টি গভীরভাবে উপলব্ধি করে বয়স্ক শিক্ষার ব্যবস্থাপনা ও পরিচালনায় নিজেকে নিয়োজিত করেছেন। ছোটদের জন্য মহল্লার মসজিদে বা সকালের মক্তবে কোরান ও দীন শিক্ষার ব্যবস্থা সামান্য থাকলেও বড় কিংবা বয়স্কদের জন্য সে ব্যবস্থা মোটামুটি অনুপস্থিতই বলা যায়। ফলে প্রবল আগ্রহ এবং ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকেই শুধু ব্যবস্থাপনার অভাবে কোরান ও দীন শিক্ষা গ্রহণ করতে পারছেন না। কর্মজীবনের ব্যস্ততায় একটু লম্বা সময় নিয়ে তাবলিগে গিয়ে অথবা মাদ্রাসায় ভর্তি হয়ে কোরান ও দীন শিক্ষাও সম্ভব নয়। এমতাবস্থায় কর্মজীবী ও বয়স্কদের জন্য কোরানে কারিম ও প্রয়োজনীয় দীন শিক্ষার জন্য দরকার সমন্বিত উদ্যোগ। এ ক্ষেত্রে মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম-খতিব ও সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিরা যথাযথ ভূমিকা রাখতে পারেন। এই ব্যবস্থার ফলে সমাজে কোরান ও দীন শিক্ষার ব্যাপক প্রচার-প্রসার ঘটবে, সমাজে কাক্সিক্ষত পরিবর্তন আসবে। বয়স্ক শিক্ষার ক্ষেত্রে কোনো ধরনের আলস্য বা ভিন্নমত পোষণের কোনো সুযোগ নেই। বস্তুত কোরান শিক্ষা ও শেখানোর বিষয়টি অত্যন্ত ফজিলতপূর্ণ কাজ। এ প্রসঙ্গে হাদিসে ইরশাদ হচ্ছে, হজরত আনাস বিন মালেক (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তোমরা বলতে পার কি দানের দিক দিয়ে সর্বাপেক্ষা বড় দাতা কে? সাহাবারা উত্তর করলেন, আল্লাহ ও তার রাসুলই অধিক অবগত। হজরত রাসুলুল্লাহ (সা.) বলেন, দানের দিক দিয়ে আল্লাহ হচ্ছেন সর্বাপেক্ষা বড়। অতঃপর বনি আদমের মধ্যে আমিই সর্বাপেক্ষা বড় দাতা। আর আমার পর বড় দাতা হচ্ছে সেই ব্যক্তি, যে ইলম শিক্ষা করবে এবং তার প্রচার-প্রসার করতে থাকবে। কিয়ামতের দিন সে একাই (দলবলসহ) একজন আমির অথবা (রাবির সন্দেহ) একটি উম্মত হয়ে উঠবে-মিশকাত শরিফ। অন্য আরেক হাদিসে ইরশাদ হয়েছে, হজরত উসমান (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তোমাদের মধ্যে সর্বাপেক্ষা উত্তম ওই ব্যক্তি, যে নিজে শেখে এবং অন্যকে তা শিক্ষা দেয়-বুখারি শরিফ।