ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

কোভিড-নাইনটিন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৪৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২০
  • / ৪১৪ বার পড়া হয়েছে

‐ মোঃ আরিফুল ইসলাম

বিশ্বটা আজ থমকে গেছে
সবাই ঘরে বন্দি,
প্রশ্ন মাথায় ঘুরছে সবার
আটলো কে এই ফন্দি ।

কেউ বলছে উপর থেকে
কেউ ভাবছে অন্য,
কেউ বলছে ঘটছে যা আজ
আমাদেরই জন্য ।

মৃত্যু ভয়ে কাঁপছে ধরা
জম বুঝি এই এলো,
শত্রুটাও আজ বাঁচার তরে
শত্রুকে দেয় হ্যালো।

হ্যান্ড ওয়াশ আর সাবান-সোডা
কিনে মুখের ঠুশি,
ব্যবসায়ীদের ভরিয়ে পকেট
কেউ বা আবার খুশি ।

লাইক, কমেন্টস, ভাইরাল হতে
চলছে মুভি ‘ত্রাণ’
অনেকে আবার বেকায়দাতে
ধরিয়ে বাবার কান।

চীন, স্পেন আর আমেরিকা
কেউ পেল না ছাড়,
তবু কি ভাই কমবে নাকো
মানুষের এই বাড়।

খুঁজছে সবাই বাঁচার উপায়
মারছে ঘরে তালা,
কেউ জানে না কার পরে কে
কার বা এবার পালা ।

বদলিয়ে যাও মানবজাতি
থাকতে হাতে দিন,
বিশ্বটাকে বলতে এলো
কোভিড-নাইনটিন ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

কোভিড-নাইনটিন

আপলোড টাইম : ১০:৪৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২০

‐ মোঃ আরিফুল ইসলাম

বিশ্বটা আজ থমকে গেছে
সবাই ঘরে বন্দি,
প্রশ্ন মাথায় ঘুরছে সবার
আটলো কে এই ফন্দি ।

কেউ বলছে উপর থেকে
কেউ ভাবছে অন্য,
কেউ বলছে ঘটছে যা আজ
আমাদেরই জন্য ।

মৃত্যু ভয়ে কাঁপছে ধরা
জম বুঝি এই এলো,
শত্রুটাও আজ বাঁচার তরে
শত্রুকে দেয় হ্যালো।

হ্যান্ড ওয়াশ আর সাবান-সোডা
কিনে মুখের ঠুশি,
ব্যবসায়ীদের ভরিয়ে পকেট
কেউ বা আবার খুশি ।

লাইক, কমেন্টস, ভাইরাল হতে
চলছে মুভি ‘ত্রাণ’
অনেকে আবার বেকায়দাতে
ধরিয়ে বাবার কান।

চীন, স্পেন আর আমেরিকা
কেউ পেল না ছাড়,
তবু কি ভাই কমবে নাকো
মানুষের এই বাড়।

খুঁজছে সবাই বাঁচার উপায়
মারছে ঘরে তালা,
কেউ জানে না কার পরে কে
কার বা এবার পালা ।

বদলিয়ে যাও মানবজাতি
থাকতে হাতে দিন,
বিশ্বটাকে বলতে এলো
কোভিড-নাইনটিন ।