ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

কোটচাঁদপুরে শিশুকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৪০:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০
  • / ১৭৮ বার পড়া হয়েছে

প্রতিবেদক, কোটচাঁদপুর:
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার রেলস্টেশন এলাকায় জান্নাতুল নেছা (৩) নামের এক শিশুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে এ নির্মম হত্যার ঘটনাটি ঘটে। নিহত জান্নাতুল রেলস্টেশনপাড়ার তোফাজ্জেল হোসেন টুকুর মেয়ে। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল আলম জানান, তোফাজ্জেলের বাড়িতে দুলাল নামের এক কাপড় ব্যবসায়ী ভাড়া থাকতেন। তাঁর বাড়ি রাজবাড়ী জেলায়। গতকাল তোফাজ্জেল আসরের নামাজ পড়ে এসে মেয়েকে না পেয়ে ডাকাডাকি করতে থাকেন। একপর্যায়ে মেয়েকে দুলালের ঘরে জখম অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। ওসি আরও জানান, কুপিয়ে শিশুটির ডান হাতের কব্জি আলাদা ও ভুড়ি বের করে দেওয়া হয়েছে। পুলিশ সন্দিগ্ধ দুলালকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনো জানা যায়নি বলে জানান তিনি। শিশুটির বাবা তোফাজ্জেল হোসেনের বরাত দিয়ে ওসি আরও জানান, নামাজ পড়ে ফেরার পথে বাড়ির মালিক তোফাজ্জেলের সঙ্গে দেখাও হয় ভাড়াটে দুলালের। তখন তিনি দ্রুত হেঁটে পালিয়ে যান। লাশ উদ্ধার করে কোটচাঁদপুর থানায় রাখা হয়েছে। লাশের ময়নাতদন্ত করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

কোটচাঁদপুরে শিশুকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা

আপলোড টাইম : ০৯:৪০:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০

প্রতিবেদক, কোটচাঁদপুর:
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার রেলস্টেশন এলাকায় জান্নাতুল নেছা (৩) নামের এক শিশুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে এ নির্মম হত্যার ঘটনাটি ঘটে। নিহত জান্নাতুল রেলস্টেশনপাড়ার তোফাজ্জেল হোসেন টুকুর মেয়ে। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল আলম জানান, তোফাজ্জেলের বাড়িতে দুলাল নামের এক কাপড় ব্যবসায়ী ভাড়া থাকতেন। তাঁর বাড়ি রাজবাড়ী জেলায়। গতকাল তোফাজ্জেল আসরের নামাজ পড়ে এসে মেয়েকে না পেয়ে ডাকাডাকি করতে থাকেন। একপর্যায়ে মেয়েকে দুলালের ঘরে জখম অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। ওসি আরও জানান, কুপিয়ে শিশুটির ডান হাতের কব্জি আলাদা ও ভুড়ি বের করে দেওয়া হয়েছে। পুলিশ সন্দিগ্ধ দুলালকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনো জানা যায়নি বলে জানান তিনি। শিশুটির বাবা তোফাজ্জেল হোসেনের বরাত দিয়ে ওসি আরও জানান, নামাজ পড়ে ফেরার পথে বাড়ির মালিক তোফাজ্জেলের সঙ্গে দেখাও হয় ভাড়াটে দুলালের। তখন তিনি দ্রুত হেঁটে পালিয়ে যান। লাশ উদ্ধার করে কোটচাঁদপুর থানায় রাখা হয়েছে। লাশের ময়নাতদন্ত করা হবে।