ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

কোটচাঁদপুরে আওয়ামী লীগ-ছাত্র শিবির সংঘর্ষ মোটরসাইকেল ও বাড়ি ভাঙচুর: আহত-৪

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:০৪:১৪ অপরাহ্ন, রবিবার, ৩০ ডিসেম্বর ২০১৮
  • / ৪৪১ বার পড়া হয়েছে

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে আওয়ামী লীগ ও ইসলামী ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় যুবলীগের দুই নেতার দুটি মোটরসাইকেল ও জামায়াত সমর্থিত চেয়ারম্যানের বাড়িতে ভাঙচুর করা হয়। স্থানীয়রা জানান, গতকাল শনিবার দুপুর ১২টার দিকে কোটচাঁদপুর শহর সংলগ্ন আলমপুর ব্রীজঘাট এলাকার আজমপুর ইউপি চেয়ারম্যান জামায়াত নেতা আব্দুস সাত্তারের বাড়িতে ৮/১০ জন সশস্ত্র শিবিরকর্মী মিটিং করছিল। এমন সংবাদ পেয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা জামায়াত নেতার বাড়িতে হানা দিয়ে ঘরে তালা দিয়ে দেয়। এ সময় ৪/৫ জন শিবির কর্মী পালাতে সক্ষম হলেও বাকিরা ঘরের মধ্যে আটকা পড়েন। পরবর্তীতে শিবিরের ১৫/২০ জনের একটি গ্রুপ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃতদের উদ্ধার করে নিয়ে মিছিল করতে করতে চলে যায়। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লে তাৎক্ষনিকভাবে ব্যবসায়ীরা দোকান পাট বন্ধ করে দেন।
এদিকে পৌনে ১টার দিকে উপজেলার ভাটামতলা বাজারে দু’যুবলীগ নেতা নজরুল ও টিপুকে গতিরোধ করে সশস্ত্র শিবির র্মীরা তাদের উপর তিনটি বোমা নিক্ষেপ করে। এতে নজরুল (৪৫) আহত হন। শিবির র্মীরা যুবলীগ নেতাদের মোটরসাইকেল দু’টি কুপিয়ে ব্যাপক ভাঙুর ও ক্ষতিসাধন করে। বিক্ষুব্ধ আওয়ামী ীগের নেতাকর্মীরা পৌনে ২’টার দিকে উপজেলার হরিন্দীয়া মাদ্রাসা সংলগ্ন মাঠে শিবির কর্মীদের উপর আক্রমন করে। এ সময়ে শিবির কর্মী হরিন্দীয়া গ্রামের আমিনুর ইসলামের ছেলে আতিয়ার (২৯), মইদুলের ছেলে কামরুল (২৮) ও আবুল কালামের ছেলে ইসমাইলকে (২৪) কুপিয়ে গুরতর জখম করা হয়। সোয়া ২’টার দিকে আহত ৩ শিবির কর্মীকে পুলিশ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। আহত ৩ জনকেই সংকটাপন্ন অবস্থায় যশোর মেডিকেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক নাজমুল সাকিব জানান, ইসমাইলের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কোপের গভীর ক্ষত রয়েছে ও আতিয়ারের পিঠে মারাত্মক কোপের জখম রয়েছে। দু’জনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ার কারণে সন্ধ্যার পর পরই ব্যবসায়ীরা দোকান পাট বন্ধ করে দেন। এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। পুলিশ, র‌্যাব, বিজিবিসহ বিভিন্ন আইন শৃঙ্খলার বাহীনির টহল জোরদার রয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

কোটচাঁদপুরে আওয়ামী লীগ-ছাত্র শিবির সংঘর্ষ মোটরসাইকেল ও বাড়ি ভাঙচুর: আহত-৪

আপলোড টাইম : ০৪:০৪:১৪ অপরাহ্ন, রবিবার, ৩০ ডিসেম্বর ২০১৮

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে আওয়ামী লীগ ও ইসলামী ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় যুবলীগের দুই নেতার দুটি মোটরসাইকেল ও জামায়াত সমর্থিত চেয়ারম্যানের বাড়িতে ভাঙচুর করা হয়। স্থানীয়রা জানান, গতকাল শনিবার দুপুর ১২টার দিকে কোটচাঁদপুর শহর সংলগ্ন আলমপুর ব্রীজঘাট এলাকার আজমপুর ইউপি চেয়ারম্যান জামায়াত নেতা আব্দুস সাত্তারের বাড়িতে ৮/১০ জন সশস্ত্র শিবিরকর্মী মিটিং করছিল। এমন সংবাদ পেয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা জামায়াত নেতার বাড়িতে হানা দিয়ে ঘরে তালা দিয়ে দেয়। এ সময় ৪/৫ জন শিবির কর্মী পালাতে সক্ষম হলেও বাকিরা ঘরের মধ্যে আটকা পড়েন। পরবর্তীতে শিবিরের ১৫/২০ জনের একটি গ্রুপ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃতদের উদ্ধার করে নিয়ে মিছিল করতে করতে চলে যায়। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লে তাৎক্ষনিকভাবে ব্যবসায়ীরা দোকান পাট বন্ধ করে দেন।
এদিকে পৌনে ১টার দিকে উপজেলার ভাটামতলা বাজারে দু’যুবলীগ নেতা নজরুল ও টিপুকে গতিরোধ করে সশস্ত্র শিবির র্মীরা তাদের উপর তিনটি বোমা নিক্ষেপ করে। এতে নজরুল (৪৫) আহত হন। শিবির র্মীরা যুবলীগ নেতাদের মোটরসাইকেল দু’টি কুপিয়ে ব্যাপক ভাঙুর ও ক্ষতিসাধন করে। বিক্ষুব্ধ আওয়ামী ীগের নেতাকর্মীরা পৌনে ২’টার দিকে উপজেলার হরিন্দীয়া মাদ্রাসা সংলগ্ন মাঠে শিবির কর্মীদের উপর আক্রমন করে। এ সময়ে শিবির কর্মী হরিন্দীয়া গ্রামের আমিনুর ইসলামের ছেলে আতিয়ার (২৯), মইদুলের ছেলে কামরুল (২৮) ও আবুল কালামের ছেলে ইসমাইলকে (২৪) কুপিয়ে গুরতর জখম করা হয়। সোয়া ২’টার দিকে আহত ৩ শিবির কর্মীকে পুলিশ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। আহত ৩ জনকেই সংকটাপন্ন অবস্থায় যশোর মেডিকেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক নাজমুল সাকিব জানান, ইসমাইলের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কোপের গভীর ক্ষত রয়েছে ও আতিয়ারের পিঠে মারাত্মক কোপের জখম রয়েছে। দু’জনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ার কারণে সন্ধ্যার পর পরই ব্যবসায়ীরা দোকান পাট বন্ধ করে দেন। এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। পুলিশ, র‌্যাব, বিজিবিসহ বিভিন্ন আইন শৃঙ্খলার বাহীনির টহল জোরদার রয়েছে।