ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

কে কোথায় করছেন ঈদ, কি দিচ্ছেন কোরবানি?

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:২৮:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অগাস্ট ২০১৮
  • / ৪৮২ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার জনপ্রতিনিধি প্রশাসনিক রাজনৈতিক বিশিষ্টজনেরা
মেহেরাব্বিন সানভী: কাল বুধবার পবিত্র ঈদুল আযহা। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানির মাধ্যমে এ ঈদ উদযাপন করবে মুসলমানরা। ঘরে ঘরে ত্যাগের আনন্দে মহিমান্বিত হবে মন। চলছে ঈদের জোর প্রস্তুতি। কোরবানি ঈদের প্রস্তুতির মধ্যে প্রধান বিষয় হলো পশু কেনা। রাজধানীসহ সারা দেশের সব হাটে ঈদের দিন ভোর পর্যন্ত চলবে পশু কেনাবেচার ব্যস্ততা। প্রিয়জনের সঙ্গে ঈদ পালন করতে ঢাকা ছেড়েছে রাজধানীর বাসিন্দাদের একটি অংশ। সবাই আছেন রাত পোহানোর অপেক্ষায়। এদিকে, আজ মঙ্গলবার আনুষ্ঠানিক শেষ হচ্ছে হজের কার্যক্রম। আপনজনের সাথে ঈদ উদযাপন করতে নাড়ীর টানে সবাই আসছেন নিজ গন্তব্যে। এবারও জেলার বিশিষ্টজনেরা অধিকাংশই ঈদ উদযাপন করতে নিজ এলাকায় ফিরেছেন। চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার বিশিষ্টজনেরা কে কোথায় ঈদ উদযাপন করবেন এ নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন।
চুয়াডাঙ্গার জনপ্রতিনিধিরা কে কোথায় ঈদ করবেন: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি, জাতীয় সংসদের হুইপ, বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি চুয়াডাঙ্গা পৌর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় ১ম জামাতে পরিবারের সদস্য ও নেতাকর্মিদের সাথে নিয়ে ঈদের নামাজে অংশ নেবেন। নামাজ শেষে মুসুল্লিদের সাথে শুভেচ্ছা বিনিময় পরবর্তী পরিবারের সদস্যদের নিয়ে পশু কোরবানি করবেন। এরপর সারাদিন চুয়াডাঙ্গা কবরী রোডস্থ নিজ বাসভবনে ফিরে প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী, নেতাকর্মিসহ সর্বস্তরের জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর ঢাকাতে ঈদ করবেন। সেখানেই পশু কোরবানি করবেন। চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু পৌর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় শেষে বাবার কবর জিয়ারত করবেন। এরপর কেদারগঞ্জ এলাকার পৌরসভার নির্ধারিত স্থানে কোরবানির পশু জবাই করবেন। দুপুরে সরকারি শিশু পরিবারের সদস্যদের সাথে কূশল বিনিময় মধ্যহ্ন ভোজে অংশ নেবেন। পরে নেতাকর্মি, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।
চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি আসাদুল হক বিশ্বাস আলুকদিয়া মনিরামপুরে নিজ গ্রামে ঈদগাহে নামাজ আদায় করবেন এবং কোরবানি করবেন। আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গণু এরশাদপুরস্থ নিজ গ্রামের ঈদগাহে নামাজ আদায় করবেন এবং পশু কোরবানি করবেন। দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান আন্তর্জাতিক রেলস্টেশন চত্ত্বরে ঈদুল ফিতরের নামাজ পড়বেন। পরবর্তী সময় নেতাকর্মি ও সর্বস্তরের পৌরবাসীদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। জীবননগর পৌর মেয়র জাহাঙ্গীর আলম জীবননগর কেন্দ্রীয় ঈদগাহে নামাজ আদায় করবেন। পরে নিজ বাসভবনে পশু কোরবানি করবেন। আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন ঈদ উদযাপন করবেন নিজ উপজেলাধীন কুমারী গ্রামে। দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান জয়রামপুর পুরাতন কাউন্সিলপাড়াস্থ তাঁর নিজ গ্রামের ঈদগাহ ময়দানে ঈদুল আযহার জামাতে ইমামতি করবেন। এরপর নিজ হাতে পশু কোরবানি একং দলীয় নেতাকর্মি, শুভাকাঙ্খী, সাধারণ জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত থাকবেন তিনি। জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মোহাম্মদ আব্দুল লতিফ অমল জীবননগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজ পড়বেন। পরে কবর জিয়ারত শেষে নিজ বাসভবনে পশু কোরবানি ও দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্খী, সাধারণ জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। পৌর মেয়র জাহাঙ্গীর আলম পৌর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজ শেষে নিজ বাড়ি ৬নং ওর্য়াড হাসপাতাল পাড়ায় পশু কোরবানি করবেন।
চুয়াডাঙ্গার প্রশাসনিক কর্মকর্তাগণের ঈদ উদযাপন কোথায় হচ্ছে: চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ নিজ কর্মস্থল চুয়াডাঙ্গায় ঈদ উদযাপন করবেন। সকাল ৮টায় চুয়াডাঙ্গা ভি. জে হাইস্কুল মাঠে (চাঁদমারী মাঠ) ঈদের নামাজ আদায় করবেন। তবে আবহাওয়া খারাপ থাকলে কোর্ট জামে মসজিদে নামাজ আদায় করতে পারেন। নামাজ শেষে তিনি জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে পশু কোরবানি করবেন। এরপর জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। রাতে পরিবারের সদস্যদের সাথে ঈদ আনন্দে অংশ নেবেন। চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ মোহা. রবিউল ইসলাম মেহেরপুর জেলার সন্তান। তিনি গাংনী সদরের বিশ্বাসপাড়াস্থ নিজ বাড়িতে ঈদ উদযাপন করবেন। সকালে স্থানীয় ঈদগাহে নামাজ আদায় শেষে নিজ বাড়িতে পশু কোরবানি করবেন। পরে প্রতিবেশী ও নিকটাত্মীয়দের সাথে কুশল বিনিময় করবেন। তবে ঈদের পরের দিন নিজ কর্মস্থল চুয়াডাঙ্গায় ফিরবেন। পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম চুয়াডাঙ্গায় ঈদ করছেন। সকালে পুলিশ সদস্যদের সাথে পুলিশ লাইন্স মাঠে ঈদের নামাজ আদায় করবেন। নামাজ শেষে পশু কোরবানি করবেন। এরপর তাদের সাথেই ঈদ উপলক্ষে বড় খানায় অংশ নেবেন। পরবর্তী সময় পরিবারের সদস্যদের সাথে সময় কাটাবেন। সিভিল সার্জন ডা. মো. খায়রুল আলম, ঢাকা উত্তরায় পরিবারের সাথে ঈদ করবেন। সকালে উত্তরার নূর মসজিদে ঈদের নামাজ আদায় করবেন। পরে পশু কোরবানি করবেন এবং পুরো দিন পরিবারের সাথে ঈদ আনন্দ উপভোগ করবেন।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল ঈমাম হাসান জাফরপুরস্থ বিজিবি’র ব্যাটালিয়ান সদর দপ্তর ঈদগাহ ময়দানে সৈনিকদের সাথে নামাজ পড়বেন ও কুশল বিনিময় করবেন। নামাজ শেষে ইউনিটের পক্ষ থেকে পশু কোরবানি করবেন। বিভিন্ন ক্যাম্পে কর্তব্যরত বিজিবি’র ক্যাম্প কমান্ডার ও সৈনিকদের সাথে দেখা করবেন এবং শুভেচ্ছা বিনিময় করবেন। দুপুরে ব্যাটালিয়ান সদরের সকল সৈনিকদের নিয়ে মধ্যাহ্নভোজে অংশ নেবেন। চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামান চুয়াডাঙ্গা সবুজপাড়াস্থ নিজ বাসভবনে পরিবারের সাথে ঈদ উদযাপন করবেন। সকালে সবুজপাড়া মসজিদে ঈদের নামাজ আদায় করবেন। পরে পশু কোরবানি করবেন এবং পরিবারের সদস্যদের সাথে সময় কাটাবেন।
চুয়াডাঙ্গার রাজনৈতিক ব্যক্তিত্বরা কোথায় ঈদ করছেন আর কী কোরবানি করছেন: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ তার নিজ গ্রামের ঈদগাহ ময়দান দামুড়হুদা উপজেলার ঈশ্বরচন্দ্রপুরে ঈদের নামাজ আদায় করবেন। পরে নিজ বাসভবন চত্ত্বরে পশু কোরবানি করবেন। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খুস্তার জামিল চুয়াডাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করবেন। পরে নিজ বাসভবনে ফিরে পশু কোরবানি করবেন। জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন তাঁর মেজো ভাই জাতীয় সংসদের হুইপ ছেলুন জোয়ার্দ্দারের সাথে পৌর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন। পরে পারিবারিকভাবে পশু কোরবানি করবেন। জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মনজু আর্ন্তজাতিক রেলস্টেশন চত্ত্বরে ঈদুল আযহার নামাজ আদায় করবেন। জেলা বিএনপি’র ১নং যুগ্ম আহ্বায়ক শিল্পপতি আলহাজ্ব মাহমুদ হাসান খান বাবু এবার স্ব পরিবারে দেশের বাইরে ঈদ করবেন বলে জানা গেছে। জেলা বিএনপির অন্যতম সদস্য মো. শরীফুজ্জামান শরীফ পরিবার, বন্ধু-বান্ধব ও নেতাকর্মিদের সাথে চুয়াডাঙ্গাতে ঈদ করবেন। চুয়াডাঙ্গা ভি. জে হাইস্কুল মাঠে (চাঁদমারী মাঠ) ঈদের নামাজ আদায় করবেন। পরে মুক্তিপাড়াস্থ নিজ বাসভবনে পশু কোরবানি করবেন এবং নেতাকর্মি, শুভানুধ্যায়ী, আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবের সাথে ঈদোত্তর শুভেচ্ছা বিনিময় করবেন।
দেশবরেণ্য চিকিৎসক, বিশিষ্ট অর্থোপেডিক সার্জন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী চুয়াডাঙ্গা তালতলাস্থ গ্রামের বাড়িতে পরিবারের সাথে ঈদ করবেন। স্থানীয় জামে মসজিদে ঈদের নামাজ আদায় করবেন। নামাজ শেষে মুসুল্লিদের সাথে শুভেচ্ছা বিনিময় পরবর্তী পরিবারের সদস্যদের নিয়ে পশু কোরবানি করবেন। এরপর সারাদিন চুয়াডাঙ্গা নিজ বাসভবনে ফিরে নেতাকর্মিসহ সর্বস্তরের জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী নজরুল মল্লিক জীবননগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করবেন। নামাজ শেষে শাপলাকলি পাড়ার নিজ বাসভবন পশু কোরবানী করবেন। যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক চুয়াডাঙ্গা-২ আসনে মনোনয়ন প্রত্যাশী হাশেম রেজা তার নিজ এলাকা দামুড়হুদার কুড়–লগাছিতে ঈদ উদযাপন করবেন। বাংলাদেশ জামায়াত ইসলামী চুয়াডাঙ্গা জেলা আমির আনোয়ারুল হক মালিক নিজ গ্রাম চুয়াডাঙ্গা সদরের মোমিনপুর ইউনিয়নের আমিরপুর গ্রামের ঈদগাহে নামাজ শেষে কবর জিয়ারত করবেন। এরপর নিজ হাতে পশু কোরবানি করবেন। সেক্রেটারী মো. রুহুল আমিন ঈদুল আযহা উদযাপন করবেন জীবননগর উপজেলার নিজ গ্রাম ধোপাখালীতে। স্থানীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় শেষে নেতাকর্মি ও এলাকাবাসীর সাথে কুশল বিনিময় করবেন এবং নিজ হাতে পশু কোরবানি করবেন। দুপুরের পর দলের নির্যাতিত, আহত, অসুস্থ নেতাকর্মিসহ যারা জেলে রয়েছে তাদের বাড়ি বাড়ি গিয়ে পরিবারবর্গের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন এবং খোঁজখবর নেবেন। ঈদের দিনটি তিনি দলীয় নেতাকর্মিদের নিয়ে ব্যস্ত সময় পার করতে চান।
জেলার বিশিষ্টজনেরা কোথায় ঈদ করবেন জানেন তাঁরা কী কোরবানি করছেন: চুয়াডাঙ্গা জেলার কৃতি সন্তান, সাহিদ গ্রুপের চেয়ারম্যান, সিঙ্গাপুর-বাংলাদেশ সোসাইটি’র উপদেষ্টা, বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিংগাপুর’র সভাপতি আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক পরিবারের সদস্যদের নিয়ে সিঙ্গাপুরেই ঈদ-উল-আযহা উদযাপন করবেন। সিঙ্গাপুরের সুলতান মসজিদে আজ সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিতব্য জামাতে নামাজ আদায় করবেন। পরে ওখানেই পশু কোরবানি করবেন। সেখান থেকে ফিরে ৮৮ ওএন রোডস্থ সাহিদ টাওয়ারে বাঙালী কমিউনিটি, বাংলাদেশ হাইকমিশন, বিডিচ্যামের নেতৃবৃন্দসহ সিঙ্গাপুরস্থ বাঙালীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন ও মধ্যহ্ন ভোজে অংশ নেবেন। চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন নামাজ পড়বেন নিজগ্রাম দৌলতদিয়াড় সরদার পাড়ায়। দৈনিক সময়ের সমীকরণ’র প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন চাঁদমারী মাঠে ঈদের নামাজ আদায় করবেন। আবহাওয়ার কারণে চাঁদমারী মাঠে নামাজে বিষœ ঘটলে কোর্ট মোড় জামে মসজিদে নামাজ পড়তে পারেন। এরপর কোর্টমোড়স্থ নিজ বাসভবনে পশু কোরবানি করবেন। চুয়াডাঙ্গা শিল্প ও বণিক সমিতির সভাপতি ইয়াকুব হোসেন জোয়ার্দ্দার নিজ বাসভবন রেলপাড়ায় পরিবারের সাথে ঈদ করবেন। সাড়ে আটটায় রেলবাজার আলিয়া মাদ্রাসা প্রাঙ্গনে ঈদের নামায আদায় করবেন। নিজ বাড়িতে পশু কোরবানি করবেন এবং ঈদের দিনটি পরিবারের সাথেই কাটাবেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

কে কোথায় করছেন ঈদ, কি দিচ্ছেন কোরবানি?

আপলোড টাইম : ০৯:২৮:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অগাস্ট ২০১৮

চুয়াডাঙ্গার জনপ্রতিনিধি প্রশাসনিক রাজনৈতিক বিশিষ্টজনেরা
মেহেরাব্বিন সানভী: কাল বুধবার পবিত্র ঈদুল আযহা। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানির মাধ্যমে এ ঈদ উদযাপন করবে মুসলমানরা। ঘরে ঘরে ত্যাগের আনন্দে মহিমান্বিত হবে মন। চলছে ঈদের জোর প্রস্তুতি। কোরবানি ঈদের প্রস্তুতির মধ্যে প্রধান বিষয় হলো পশু কেনা। রাজধানীসহ সারা দেশের সব হাটে ঈদের দিন ভোর পর্যন্ত চলবে পশু কেনাবেচার ব্যস্ততা। প্রিয়জনের সঙ্গে ঈদ পালন করতে ঢাকা ছেড়েছে রাজধানীর বাসিন্দাদের একটি অংশ। সবাই আছেন রাত পোহানোর অপেক্ষায়। এদিকে, আজ মঙ্গলবার আনুষ্ঠানিক শেষ হচ্ছে হজের কার্যক্রম। আপনজনের সাথে ঈদ উদযাপন করতে নাড়ীর টানে সবাই আসছেন নিজ গন্তব্যে। এবারও জেলার বিশিষ্টজনেরা অধিকাংশই ঈদ উদযাপন করতে নিজ এলাকায় ফিরেছেন। চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার বিশিষ্টজনেরা কে কোথায় ঈদ উদযাপন করবেন এ নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন।
চুয়াডাঙ্গার জনপ্রতিনিধিরা কে কোথায় ঈদ করবেন: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি, জাতীয় সংসদের হুইপ, বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি চুয়াডাঙ্গা পৌর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় ১ম জামাতে পরিবারের সদস্য ও নেতাকর্মিদের সাথে নিয়ে ঈদের নামাজে অংশ নেবেন। নামাজ শেষে মুসুল্লিদের সাথে শুভেচ্ছা বিনিময় পরবর্তী পরিবারের সদস্যদের নিয়ে পশু কোরবানি করবেন। এরপর সারাদিন চুয়াডাঙ্গা কবরী রোডস্থ নিজ বাসভবনে ফিরে প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী, নেতাকর্মিসহ সর্বস্তরের জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর ঢাকাতে ঈদ করবেন। সেখানেই পশু কোরবানি করবেন। চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু পৌর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় শেষে বাবার কবর জিয়ারত করবেন। এরপর কেদারগঞ্জ এলাকার পৌরসভার নির্ধারিত স্থানে কোরবানির পশু জবাই করবেন। দুপুরে সরকারি শিশু পরিবারের সদস্যদের সাথে কূশল বিনিময় মধ্যহ্ন ভোজে অংশ নেবেন। পরে নেতাকর্মি, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।
চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি আসাদুল হক বিশ্বাস আলুকদিয়া মনিরামপুরে নিজ গ্রামে ঈদগাহে নামাজ আদায় করবেন এবং কোরবানি করবেন। আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গণু এরশাদপুরস্থ নিজ গ্রামের ঈদগাহে নামাজ আদায় করবেন এবং পশু কোরবানি করবেন। দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান আন্তর্জাতিক রেলস্টেশন চত্ত্বরে ঈদুল ফিতরের নামাজ পড়বেন। পরবর্তী সময় নেতাকর্মি ও সর্বস্তরের পৌরবাসীদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। জীবননগর পৌর মেয়র জাহাঙ্গীর আলম জীবননগর কেন্দ্রীয় ঈদগাহে নামাজ আদায় করবেন। পরে নিজ বাসভবনে পশু কোরবানি করবেন। আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন ঈদ উদযাপন করবেন নিজ উপজেলাধীন কুমারী গ্রামে। দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান জয়রামপুর পুরাতন কাউন্সিলপাড়াস্থ তাঁর নিজ গ্রামের ঈদগাহ ময়দানে ঈদুল আযহার জামাতে ইমামতি করবেন। এরপর নিজ হাতে পশু কোরবানি একং দলীয় নেতাকর্মি, শুভাকাঙ্খী, সাধারণ জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত থাকবেন তিনি। জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মোহাম্মদ আব্দুল লতিফ অমল জীবননগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজ পড়বেন। পরে কবর জিয়ারত শেষে নিজ বাসভবনে পশু কোরবানি ও দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্খী, সাধারণ জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। পৌর মেয়র জাহাঙ্গীর আলম পৌর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজ শেষে নিজ বাড়ি ৬নং ওর্য়াড হাসপাতাল পাড়ায় পশু কোরবানি করবেন।
চুয়াডাঙ্গার প্রশাসনিক কর্মকর্তাগণের ঈদ উদযাপন কোথায় হচ্ছে: চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ নিজ কর্মস্থল চুয়াডাঙ্গায় ঈদ উদযাপন করবেন। সকাল ৮টায় চুয়াডাঙ্গা ভি. জে হাইস্কুল মাঠে (চাঁদমারী মাঠ) ঈদের নামাজ আদায় করবেন। তবে আবহাওয়া খারাপ থাকলে কোর্ট জামে মসজিদে নামাজ আদায় করতে পারেন। নামাজ শেষে তিনি জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে পশু কোরবানি করবেন। এরপর জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। রাতে পরিবারের সদস্যদের সাথে ঈদ আনন্দে অংশ নেবেন। চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ মোহা. রবিউল ইসলাম মেহেরপুর জেলার সন্তান। তিনি গাংনী সদরের বিশ্বাসপাড়াস্থ নিজ বাড়িতে ঈদ উদযাপন করবেন। সকালে স্থানীয় ঈদগাহে নামাজ আদায় শেষে নিজ বাড়িতে পশু কোরবানি করবেন। পরে প্রতিবেশী ও নিকটাত্মীয়দের সাথে কুশল বিনিময় করবেন। তবে ঈদের পরের দিন নিজ কর্মস্থল চুয়াডাঙ্গায় ফিরবেন। পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম চুয়াডাঙ্গায় ঈদ করছেন। সকালে পুলিশ সদস্যদের সাথে পুলিশ লাইন্স মাঠে ঈদের নামাজ আদায় করবেন। নামাজ শেষে পশু কোরবানি করবেন। এরপর তাদের সাথেই ঈদ উপলক্ষে বড় খানায় অংশ নেবেন। পরবর্তী সময় পরিবারের সদস্যদের সাথে সময় কাটাবেন। সিভিল সার্জন ডা. মো. খায়রুল আলম, ঢাকা উত্তরায় পরিবারের সাথে ঈদ করবেন। সকালে উত্তরার নূর মসজিদে ঈদের নামাজ আদায় করবেন। পরে পশু কোরবানি করবেন এবং পুরো দিন পরিবারের সাথে ঈদ আনন্দ উপভোগ করবেন।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল ঈমাম হাসান জাফরপুরস্থ বিজিবি’র ব্যাটালিয়ান সদর দপ্তর ঈদগাহ ময়দানে সৈনিকদের সাথে নামাজ পড়বেন ও কুশল বিনিময় করবেন। নামাজ শেষে ইউনিটের পক্ষ থেকে পশু কোরবানি করবেন। বিভিন্ন ক্যাম্পে কর্তব্যরত বিজিবি’র ক্যাম্প কমান্ডার ও সৈনিকদের সাথে দেখা করবেন এবং শুভেচ্ছা বিনিময় করবেন। দুপুরে ব্যাটালিয়ান সদরের সকল সৈনিকদের নিয়ে মধ্যাহ্নভোজে অংশ নেবেন। চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামান চুয়াডাঙ্গা সবুজপাড়াস্থ নিজ বাসভবনে পরিবারের সাথে ঈদ উদযাপন করবেন। সকালে সবুজপাড়া মসজিদে ঈদের নামাজ আদায় করবেন। পরে পশু কোরবানি করবেন এবং পরিবারের সদস্যদের সাথে সময় কাটাবেন।
চুয়াডাঙ্গার রাজনৈতিক ব্যক্তিত্বরা কোথায় ঈদ করছেন আর কী কোরবানি করছেন: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ তার নিজ গ্রামের ঈদগাহ ময়দান দামুড়হুদা উপজেলার ঈশ্বরচন্দ্রপুরে ঈদের নামাজ আদায় করবেন। পরে নিজ বাসভবন চত্ত্বরে পশু কোরবানি করবেন। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খুস্তার জামিল চুয়াডাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করবেন। পরে নিজ বাসভবনে ফিরে পশু কোরবানি করবেন। জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন তাঁর মেজো ভাই জাতীয় সংসদের হুইপ ছেলুন জোয়ার্দ্দারের সাথে পৌর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন। পরে পারিবারিকভাবে পশু কোরবানি করবেন। জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মনজু আর্ন্তজাতিক রেলস্টেশন চত্ত্বরে ঈদুল আযহার নামাজ আদায় করবেন। জেলা বিএনপি’র ১নং যুগ্ম আহ্বায়ক শিল্পপতি আলহাজ্ব মাহমুদ হাসান খান বাবু এবার স্ব পরিবারে দেশের বাইরে ঈদ করবেন বলে জানা গেছে। জেলা বিএনপির অন্যতম সদস্য মো. শরীফুজ্জামান শরীফ পরিবার, বন্ধু-বান্ধব ও নেতাকর্মিদের সাথে চুয়াডাঙ্গাতে ঈদ করবেন। চুয়াডাঙ্গা ভি. জে হাইস্কুল মাঠে (চাঁদমারী মাঠ) ঈদের নামাজ আদায় করবেন। পরে মুক্তিপাড়াস্থ নিজ বাসভবনে পশু কোরবানি করবেন এবং নেতাকর্মি, শুভানুধ্যায়ী, আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবের সাথে ঈদোত্তর শুভেচ্ছা বিনিময় করবেন।
দেশবরেণ্য চিকিৎসক, বিশিষ্ট অর্থোপেডিক সার্জন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী চুয়াডাঙ্গা তালতলাস্থ গ্রামের বাড়িতে পরিবারের সাথে ঈদ করবেন। স্থানীয় জামে মসজিদে ঈদের নামাজ আদায় করবেন। নামাজ শেষে মুসুল্লিদের সাথে শুভেচ্ছা বিনিময় পরবর্তী পরিবারের সদস্যদের নিয়ে পশু কোরবানি করবেন। এরপর সারাদিন চুয়াডাঙ্গা নিজ বাসভবনে ফিরে নেতাকর্মিসহ সর্বস্তরের জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী নজরুল মল্লিক জীবননগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করবেন। নামাজ শেষে শাপলাকলি পাড়ার নিজ বাসভবন পশু কোরবানী করবেন। যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক চুয়াডাঙ্গা-২ আসনে মনোনয়ন প্রত্যাশী হাশেম রেজা তার নিজ এলাকা দামুড়হুদার কুড়–লগাছিতে ঈদ উদযাপন করবেন। বাংলাদেশ জামায়াত ইসলামী চুয়াডাঙ্গা জেলা আমির আনোয়ারুল হক মালিক নিজ গ্রাম চুয়াডাঙ্গা সদরের মোমিনপুর ইউনিয়নের আমিরপুর গ্রামের ঈদগাহে নামাজ শেষে কবর জিয়ারত করবেন। এরপর নিজ হাতে পশু কোরবানি করবেন। সেক্রেটারী মো. রুহুল আমিন ঈদুল আযহা উদযাপন করবেন জীবননগর উপজেলার নিজ গ্রাম ধোপাখালীতে। স্থানীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় শেষে নেতাকর্মি ও এলাকাবাসীর সাথে কুশল বিনিময় করবেন এবং নিজ হাতে পশু কোরবানি করবেন। দুপুরের পর দলের নির্যাতিত, আহত, অসুস্থ নেতাকর্মিসহ যারা জেলে রয়েছে তাদের বাড়ি বাড়ি গিয়ে পরিবারবর্গের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন এবং খোঁজখবর নেবেন। ঈদের দিনটি তিনি দলীয় নেতাকর্মিদের নিয়ে ব্যস্ত সময় পার করতে চান।
জেলার বিশিষ্টজনেরা কোথায় ঈদ করবেন জানেন তাঁরা কী কোরবানি করছেন: চুয়াডাঙ্গা জেলার কৃতি সন্তান, সাহিদ গ্রুপের চেয়ারম্যান, সিঙ্গাপুর-বাংলাদেশ সোসাইটি’র উপদেষ্টা, বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিংগাপুর’র সভাপতি আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক পরিবারের সদস্যদের নিয়ে সিঙ্গাপুরেই ঈদ-উল-আযহা উদযাপন করবেন। সিঙ্গাপুরের সুলতান মসজিদে আজ সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিতব্য জামাতে নামাজ আদায় করবেন। পরে ওখানেই পশু কোরবানি করবেন। সেখান থেকে ফিরে ৮৮ ওএন রোডস্থ সাহিদ টাওয়ারে বাঙালী কমিউনিটি, বাংলাদেশ হাইকমিশন, বিডিচ্যামের নেতৃবৃন্দসহ সিঙ্গাপুরস্থ বাঙালীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন ও মধ্যহ্ন ভোজে অংশ নেবেন। চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন নামাজ পড়বেন নিজগ্রাম দৌলতদিয়াড় সরদার পাড়ায়। দৈনিক সময়ের সমীকরণ’র প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন চাঁদমারী মাঠে ঈদের নামাজ আদায় করবেন। আবহাওয়ার কারণে চাঁদমারী মাঠে নামাজে বিষœ ঘটলে কোর্ট মোড় জামে মসজিদে নামাজ পড়তে পারেন। এরপর কোর্টমোড়স্থ নিজ বাসভবনে পশু কোরবানি করবেন। চুয়াডাঙ্গা শিল্প ও বণিক সমিতির সভাপতি ইয়াকুব হোসেন জোয়ার্দ্দার নিজ বাসভবন রেলপাড়ায় পরিবারের সাথে ঈদ করবেন। সাড়ে আটটায় রেলবাজার আলিয়া মাদ্রাসা প্রাঙ্গনে ঈদের নামায আদায় করবেন। নিজ বাড়িতে পশু কোরবানি করবেন এবং ঈদের দিনটি পরিবারের সাথেই কাটাবেন।