ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

কুড়ুলগাছির হরিশ্চন্দ্রপুরে তিন তলা বাড়ি নির্মাণে:রডের বদলে বাঁশের কাবারী!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:৩৯:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০১৭
  • / ৬৫৯ বার পড়া হয়েছে

কুড়–লগাছি প্রতিনিধি: দামুড়হুদার দর্শনায় রডের পরিবর্তে বাঁশ ব্যবহার কেলেঙ্কারির ঘটনার পর আবারো কুড়ুলগাছির হরিশ্চন্দ্রপুরের মৃত মুন্নাফ মন্ডলের ছেলে আলিহীমের বিরুদ্ধে  রডের বদলে বাঁশের কাবারী দিয়ে ৩ তলা বিশিষ্ট বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। আর এই ঘটনায় ওই গ্রামের সচেতন মহল চুয়াডাঙ্গা জেলা প্রসাশক মহাদোয়, উপজেলা নির্বাহী অফিসার ও দামুড়হুদার মডেল থানা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্থানীয়সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের হরিশ্চন্দ্রপুর গ্রামের মৃত মুন্নাফ মন্ডলের ছেলে আলিহীম আলি নিজের সামান্য দক্ষতা নিয়ে বেশ কয়েক বছর আগে তার অল্প জমির উপর এক কামরা বিশিষ্ট  বাড়ি নির্মাণ করেন। কিছু দিন যেতে না যেতেই ব্যয় কমাতে রডের পরিবর্তে বাঁশের কাবারি দিয়ে ২য় তলা নির্মাণ করেন। তার আপন দুই ভাইসহ গ্রামের লোকজনের নিষেধ তোয়াক্কা না করেই নির্মাণ কাজ সমাপ্ত করে। সম্প্রতি আবারো সেই ২য় তলার উপর একইভাবে ৩য় তলা নির্মাণ করার সিদ্ধান্ত নিলে তার ভাই মহিম উদ্দীন নিষেধ করায় বাধে সংঘর্ষ। এদিকে মহিম ও প্রতিবেশীরা জানান, আলিহীম টাকা খরচের ভয়ে কাদা ও বাঁশের কাবারী ব্যবহার করে ঘর তৈরি করছে। সে এর আগেও একইভাবে ২য় তলায় বাশের কাবারী ব্যবহার করে ঘর তৈরি করেছে। এ নিয়ে আমরা খুবই আতঙ্কে আছি, না জানি কখন দুর্ঘটনা প্রাণহানি ঘটে।
বাঁশের কাবারী দিয়ে বাড়ি নির্মাণের এমন ঘটনায় গ্রামের মানুষ হতবাক। আর প্রতিবেশীরা আছেন আতঙ্কে। তাই দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট কৃর্তপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে এলাকার সচেতন মহল।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

কুড়ুলগাছির হরিশ্চন্দ্রপুরে তিন তলা বাড়ি নির্মাণে:রডের বদলে বাঁশের কাবারী!

আপলোড টাইম : ০৫:৩৯:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০১৭

কুড়–লগাছি প্রতিনিধি: দামুড়হুদার দর্শনায় রডের পরিবর্তে বাঁশ ব্যবহার কেলেঙ্কারির ঘটনার পর আবারো কুড়ুলগাছির হরিশ্চন্দ্রপুরের মৃত মুন্নাফ মন্ডলের ছেলে আলিহীমের বিরুদ্ধে  রডের বদলে বাঁশের কাবারী দিয়ে ৩ তলা বিশিষ্ট বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। আর এই ঘটনায় ওই গ্রামের সচেতন মহল চুয়াডাঙ্গা জেলা প্রসাশক মহাদোয়, উপজেলা নির্বাহী অফিসার ও দামুড়হুদার মডেল থানা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্থানীয়সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের হরিশ্চন্দ্রপুর গ্রামের মৃত মুন্নাফ মন্ডলের ছেলে আলিহীম আলি নিজের সামান্য দক্ষতা নিয়ে বেশ কয়েক বছর আগে তার অল্প জমির উপর এক কামরা বিশিষ্ট  বাড়ি নির্মাণ করেন। কিছু দিন যেতে না যেতেই ব্যয় কমাতে রডের পরিবর্তে বাঁশের কাবারি দিয়ে ২য় তলা নির্মাণ করেন। তার আপন দুই ভাইসহ গ্রামের লোকজনের নিষেধ তোয়াক্কা না করেই নির্মাণ কাজ সমাপ্ত করে। সম্প্রতি আবারো সেই ২য় তলার উপর একইভাবে ৩য় তলা নির্মাণ করার সিদ্ধান্ত নিলে তার ভাই মহিম উদ্দীন নিষেধ করায় বাধে সংঘর্ষ। এদিকে মহিম ও প্রতিবেশীরা জানান, আলিহীম টাকা খরচের ভয়ে কাদা ও বাঁশের কাবারী ব্যবহার করে ঘর তৈরি করছে। সে এর আগেও একইভাবে ২য় তলায় বাশের কাবারী ব্যবহার করে ঘর তৈরি করেছে। এ নিয়ে আমরা খুবই আতঙ্কে আছি, না জানি কখন দুর্ঘটনা প্রাণহানি ঘটে।
বাঁশের কাবারী দিয়ে বাড়ি নির্মাণের এমন ঘটনায় গ্রামের মানুষ হতবাক। আর প্রতিবেশীরা আছেন আতঙ্কে। তাই দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট কৃর্তপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে এলাকার সচেতন মহল।