ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

কুমার নদ থেকে অবৈধভাবে বালি উত্তোলন বন্ধ করল প্রশাসন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:১৩:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০
  • / ১৫৬ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা মাধবপুরের কুমার নদ থেকে অবৈধভাবে বালি উত্তোলন বন্ধ করে দিয়েছে প্রশাসন। মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মাত্র ১ শ গজ দূরে বালি উত্তোলন করায় হুমকির মুখে পড়ে স্কুল ভবনটি। স্থানীয়দের এমন অভিযোগের ভিত্তিতে গতকাল রোববার দুপুরের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ডাউকি ভূমি অফিসের কর্মকর্তারা এ বালি উত্তোলন বন্ধ করে দেন।
জানা গেছে, আলমডাঙ্গার মাধবপুর গ্রামের মৃত সোনা মণ্ডলের ছেলে আজিজুল হকের পুকুর ভরাট করার দায়িত্ব নেন সরিষাডাঙ্গার লিমন। ইসরাফিল নামের এক ব্যক্তির মাধ্যমে ১ লাখ ২০ হাজার টাকায় চুক্তি করার পর নগদ ১২ হাজার টাকা নিয়ে লিমন তাঁর ড্রেজার মেশিন দিয়ে রোববার থেকে মাধবপুর কুমার নদ থেকে অবৈধভাবে বালি উত্তোলন শুরু করেন। ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলন করে ওই পুকুর ভরাট করা হচ্ছিল। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী ডাউকি ভূমি অফিসকে বিষয়টি দেখে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এ সময় ডাউকি ভূমি কর্মকর্তা মতিয়ার রহমান ও সহকারী রাহবুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে অবৈধভাবে বালি উত্তোলন বন্ধ করে দেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী জানান, অবৈধভাবে বালি উত্তোলনের বিষয়ে আইনগত ব্যবস্থ গ্রহণ করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

কুমার নদ থেকে অবৈধভাবে বালি উত্তোলন বন্ধ করল প্রশাসন

আপলোড টাইম : ১০:১৩:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা মাধবপুরের কুমার নদ থেকে অবৈধভাবে বালি উত্তোলন বন্ধ করে দিয়েছে প্রশাসন। মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মাত্র ১ শ গজ দূরে বালি উত্তোলন করায় হুমকির মুখে পড়ে স্কুল ভবনটি। স্থানীয়দের এমন অভিযোগের ভিত্তিতে গতকাল রোববার দুপুরের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ডাউকি ভূমি অফিসের কর্মকর্তারা এ বালি উত্তোলন বন্ধ করে দেন।
জানা গেছে, আলমডাঙ্গার মাধবপুর গ্রামের মৃত সোনা মণ্ডলের ছেলে আজিজুল হকের পুকুর ভরাট করার দায়িত্ব নেন সরিষাডাঙ্গার লিমন। ইসরাফিল নামের এক ব্যক্তির মাধ্যমে ১ লাখ ২০ হাজার টাকায় চুক্তি করার পর নগদ ১২ হাজার টাকা নিয়ে লিমন তাঁর ড্রেজার মেশিন দিয়ে রোববার থেকে মাধবপুর কুমার নদ থেকে অবৈধভাবে বালি উত্তোলন শুরু করেন। ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলন করে ওই পুকুর ভরাট করা হচ্ছিল। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী ডাউকি ভূমি অফিসকে বিষয়টি দেখে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এ সময় ডাউকি ভূমি কর্মকর্তা মতিয়ার রহমান ও সহকারী রাহবুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে অবৈধভাবে বালি উত্তোলন বন্ধ করে দেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী জানান, অবৈধভাবে বালি উত্তোলনের বিষয়ে আইনগত ব্যবস্থ গ্রহণ করা হবে।