ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

কালীগঞ্জে ছাত্রশিবিরের ১১ নেতা-কর্মী গ্রেপ্তার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৪২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০
  • / ২১০ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেথুলী গ্রাম থেকে ইসলামী ছাত্রশিবিরের ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তাঁরা বেথুলী গ্রামের আফছার উদ্দিনের বাড়ির উঠানে গোপন বৈঠক করছিলেন। এ সময় তাঁদের কাছ থেকে দুটি ককটেল, দেশিয় তৈরি অস্ত্র, চারটি লোহার রড, দুটি ছোরাসহ লিফলেট উদ্ধার করা হয়। গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঝিনাইদহ জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি উপজেলার ষাটবাড়িয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে মো. শাহাবুদ্দিন ওরফে সাদ্দাম, কালীগঞ্জ উপজেলা সভাপতি মহেশ্বরচাঁদা গ্রামের আব্দুল গফুরের ছেলে সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক কমলাপুর গ্রামের লিটন শেখের ছেলে আল আমিন হোসেন, শিবিরকর্মী মাগুরা গ্রামের বাবলুর রহমানের ছেলে বিল্লাল হোসেন, হাসিলবাগ গ্রামের আলী হোসেনের ছেলে আহসান হাবীব, আব্দুল করিমের ছেলে ইব্রাহিম হোসেন, দামোদারপুর গ্রামের সোলাইমান হোসেনের ছেলে এনামুল ইসলাম ওরফে ইমন, হোসেন আলীর ছেলে মো. হাবিবুল্লাহ, পান্তাডাঙ্গা গ্রামের নাজমুস সাদাতের ছেলে নাজমুস সালেহীন, মাগুরা গ্রামের মৃত কবি বাবর আলীর ছেলে হোসাইন ওয়াইস কুরুনী ও ঘোপপাড়া গ্রামের শাহিনুর রহমানের ছেলে মো. বায়েজীদ বোস্তামী।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাহফুজুর রহমান মিয়া খবরের সত্যতা স্বীকার করে জানান, উপজেলার বেথুলী গ্রামের একটি বাড়িতে ১১ শিবিরকর্মী নাশকতা সৃষ্টির লক্ষে মিলিত হয়েছিলেন। খবর পেয় পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। গতকাল শনিবার তাঁদের আদালতে প্রেরণ করে জেলহাজতে পাঠানো হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

কালীগঞ্জে ছাত্রশিবিরের ১১ নেতা-কর্মী গ্রেপ্তার

আপলোড টাইম : ১০:৪২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেথুলী গ্রাম থেকে ইসলামী ছাত্রশিবিরের ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তাঁরা বেথুলী গ্রামের আফছার উদ্দিনের বাড়ির উঠানে গোপন বৈঠক করছিলেন। এ সময় তাঁদের কাছ থেকে দুটি ককটেল, দেশিয় তৈরি অস্ত্র, চারটি লোহার রড, দুটি ছোরাসহ লিফলেট উদ্ধার করা হয়। গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঝিনাইদহ জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি উপজেলার ষাটবাড়িয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে মো. শাহাবুদ্দিন ওরফে সাদ্দাম, কালীগঞ্জ উপজেলা সভাপতি মহেশ্বরচাঁদা গ্রামের আব্দুল গফুরের ছেলে সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক কমলাপুর গ্রামের লিটন শেখের ছেলে আল আমিন হোসেন, শিবিরকর্মী মাগুরা গ্রামের বাবলুর রহমানের ছেলে বিল্লাল হোসেন, হাসিলবাগ গ্রামের আলী হোসেনের ছেলে আহসান হাবীব, আব্দুল করিমের ছেলে ইব্রাহিম হোসেন, দামোদারপুর গ্রামের সোলাইমান হোসেনের ছেলে এনামুল ইসলাম ওরফে ইমন, হোসেন আলীর ছেলে মো. হাবিবুল্লাহ, পান্তাডাঙ্গা গ্রামের নাজমুস সাদাতের ছেলে নাজমুস সালেহীন, মাগুরা গ্রামের মৃত কবি বাবর আলীর ছেলে হোসাইন ওয়াইস কুরুনী ও ঘোপপাড়া গ্রামের শাহিনুর রহমানের ছেলে মো. বায়েজীদ বোস্তামী।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাহফুজুর রহমান মিয়া খবরের সত্যতা স্বীকার করে জানান, উপজেলার বেথুলী গ্রামের একটি বাড়িতে ১১ শিবিরকর্মী নাশকতা সৃষ্টির লক্ষে মিলিত হয়েছিলেন। খবর পেয় পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। গতকাল শনিবার তাঁদের আদালতে প্রেরণ করে জেলহাজতে পাঠানো হয়েছে।