ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

কার্পাসডাঙ্গা বাজারে চুরি নিয়ে ধূম্রজাল !

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:০৭:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০১৯
  • / ১৯৬ বার পড়া হয়েছে

প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। তবে এটি চুরি, নাকি অন্য কিছু, তা নিয়ে সৃষ্টি হয়েছে ধূ¤্রজাল।
জানা গেছে, গতকাল কার্পাসডাঙ্গা বাজারে চোরচক্র পাঁচটি দোকানের সার্টারে তালা লাগানো অবস্থায় সার্টারের মাঝ বরাবর তুলে ভেতরে প্রবেশ করে। এ ধরনের ঘটনা দেখে হতবাক হয়েছে এলাকার সচেতন মহল। তবে চুরি হয়েছে দাবি করলেও এ ঘটনায় কোনো দোকানদার মামলা করতে রাজি হচ্ছেন না। এ বিষয়ে সচেতন মহলের অনেকে বলেন, ‘আসলে কি সত্যিকার অর্থে চুরি হয়েছে, না বাজারে জল ঘোলার চেষ্টা চলছে, তা তদন্ত করে দেখা দরকার। একটি দোকানেরও তালা ভাঙল না, সার্টার তুলে কীভাবে ভেতরে গেল, ভাবনার বিষয়!’ এ ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জাহাঙ্গীর আলম।
চুরির বিষয়ে কার্পাসডাঙ্গা বাজারের লিপু সুতাঘরের মালিক জানান, তাঁর দোকানে থাকা নগদ ১২ হাজার টাকা চুরি হয়েছে। তবে কোনো মালামাল চুরি হয়নি। জুঁই গার্মেন্টসের মালিক দুদু জানান, তাঁর দোকানে থাকা নগদ ১ লাখ ১ হাজার টাকা চুরি হয়েছে। তবে কোনো মালামাল চুরি হয়নি। হাইস্কুল মার্কেটের বিশ্বাস হার্ডওয়্যারের মালিক জানান, তাঁর দোকানে থাকা ৬ হাজার ৫ শ টাকা চুরি হয়েছে এবং ২ হাজার টাকার মূল্যের তালাও চুরি হয়েছে। মাহা ক্লথ স্টোরের মালিক জানান, তাঁর দোকানের যে ড্রয়ারে টাকা ছিল, সেটি ভাঙতে পারেনি, তবে মালামাল সব ওলট-পালট করা হয়েছে, হয়তো-বা ৫ হাজার টাকার মতো মালামাল নিতে পারে চোর চক্র।
এ বিষয়ে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম জানান, ‘আমরা বাজার কমিটির নেতৃবৃন্দ ও দোকানদারদের সঙ্গে বসেছিলাম, তাঁদের বারবার পুলিশি সহায়তা দেওয়ার কথা বলেছি। এ ঘটনায় মামলা করার কথা বলেছি, তাঁরা রাজি হননি। তবে ঘটনা যাই হোক, তা তদন্ত করা হচ্ছে। প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

কার্পাসডাঙ্গা বাজারে চুরি নিয়ে ধূম্রজাল !

আপলোড টাইম : ১১:০৭:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০১৯

প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। তবে এটি চুরি, নাকি অন্য কিছু, তা নিয়ে সৃষ্টি হয়েছে ধূ¤্রজাল।
জানা গেছে, গতকাল কার্পাসডাঙ্গা বাজারে চোরচক্র পাঁচটি দোকানের সার্টারে তালা লাগানো অবস্থায় সার্টারের মাঝ বরাবর তুলে ভেতরে প্রবেশ করে। এ ধরনের ঘটনা দেখে হতবাক হয়েছে এলাকার সচেতন মহল। তবে চুরি হয়েছে দাবি করলেও এ ঘটনায় কোনো দোকানদার মামলা করতে রাজি হচ্ছেন না। এ বিষয়ে সচেতন মহলের অনেকে বলেন, ‘আসলে কি সত্যিকার অর্থে চুরি হয়েছে, না বাজারে জল ঘোলার চেষ্টা চলছে, তা তদন্ত করে দেখা দরকার। একটি দোকানেরও তালা ভাঙল না, সার্টার তুলে কীভাবে ভেতরে গেল, ভাবনার বিষয়!’ এ ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জাহাঙ্গীর আলম।
চুরির বিষয়ে কার্পাসডাঙ্গা বাজারের লিপু সুতাঘরের মালিক জানান, তাঁর দোকানে থাকা নগদ ১২ হাজার টাকা চুরি হয়েছে। তবে কোনো মালামাল চুরি হয়নি। জুঁই গার্মেন্টসের মালিক দুদু জানান, তাঁর দোকানে থাকা নগদ ১ লাখ ১ হাজার টাকা চুরি হয়েছে। তবে কোনো মালামাল চুরি হয়নি। হাইস্কুল মার্কেটের বিশ্বাস হার্ডওয়্যারের মালিক জানান, তাঁর দোকানে থাকা ৬ হাজার ৫ শ টাকা চুরি হয়েছে এবং ২ হাজার টাকার মূল্যের তালাও চুরি হয়েছে। মাহা ক্লথ স্টোরের মালিক জানান, তাঁর দোকানের যে ড্রয়ারে টাকা ছিল, সেটি ভাঙতে পারেনি, তবে মালামাল সব ওলট-পালট করা হয়েছে, হয়তো-বা ৫ হাজার টাকার মতো মালামাল নিতে পারে চোর চক্র।
এ বিষয়ে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম জানান, ‘আমরা বাজার কমিটির নেতৃবৃন্দ ও দোকানদারদের সঙ্গে বসেছিলাম, তাঁদের বারবার পুলিশি সহায়তা দেওয়ার কথা বলেছি। এ ঘটনায় মামলা করার কথা বলেছি, তাঁরা রাজি হননি। তবে ঘটনা যাই হোক, তা তদন্ত করা হচ্ছে। প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’