ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

কারাগার থেকে ফিরেই সোহেল আবার আটক!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:১৩:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০
  • / ১৭৯ বার পড়া হয়েছে

মেহেরপুর অফিস:
মাদকের মামলায় কুষ্টিয়া কারাগার থেকে সাজা খেটে বাড়ি আসার পরের দিন মেহেরপুর পুলিশের হাতে আটক হয়েছেন ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সোহেল নামের এক মাদক ব্যবসায়ী। গতকাল সোমবার বিকেলের দিকে সোহেলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সোহেল মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামের খবির আলীর ছেলে। ২০১৮ সালের ১৩ নভেম্বর মেহেরপুর স্পেশাল ট্রাইব্যুনাল চতুর্থ আদালতের বিচারক সোহেলের অনুপস্থিতিতে মাদক মামলায় সাত বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন। ২০১২ সালের ২৯ পুলিশ ফেনসিডিলসহ সোহেলকে আটক করে। ওই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা করা হয়, যার মামলা নম্বর ২৮। জিআর কেস নম্বর ৩৬৪/২০১২। এসটিসি নম্বর ১৩৫/২০১২। পরে আদালত তাঁর অনুপস্থিতিতেই বিচারকার্য সম্পন্ন করে। বিচারে তাঁর সাত বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়। সোহেল জানান, চলতি সালের ১ জানুয়ারী মালয়েশিয়া থেকে ফিরে এসে ফেব্রুয়ারি মাসের ১ তারিখে কুষ্টিয়ার একটি আদালতে মাদকের অপর মামলায় আটক হন। ওই মামলায় গত রোববার জামিন লাভ করে বাড়ি ফিরে আসেন। গতকাল সোমবার সকালে পুলিশ তাঁকে বাড়ি থেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

কারাগার থেকে ফিরেই সোহেল আবার আটক!

আপলোড টাইম : ১০:১৩:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০

মেহেরপুর অফিস:
মাদকের মামলায় কুষ্টিয়া কারাগার থেকে সাজা খেটে বাড়ি আসার পরের দিন মেহেরপুর পুলিশের হাতে আটক হয়েছেন ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সোহেল নামের এক মাদক ব্যবসায়ী। গতকাল সোমবার বিকেলের দিকে সোহেলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সোহেল মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামের খবির আলীর ছেলে। ২০১৮ সালের ১৩ নভেম্বর মেহেরপুর স্পেশাল ট্রাইব্যুনাল চতুর্থ আদালতের বিচারক সোহেলের অনুপস্থিতিতে মাদক মামলায় সাত বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন। ২০১২ সালের ২৯ পুলিশ ফেনসিডিলসহ সোহেলকে আটক করে। ওই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা করা হয়, যার মামলা নম্বর ২৮। জিআর কেস নম্বর ৩৬৪/২০১২। এসটিসি নম্বর ১৩৫/২০১২। পরে আদালত তাঁর অনুপস্থিতিতেই বিচারকার্য সম্পন্ন করে। বিচারে তাঁর সাত বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়। সোহেল জানান, চলতি সালের ১ জানুয়ারী মালয়েশিয়া থেকে ফিরে এসে ফেব্রুয়ারি মাসের ১ তারিখে কুষ্টিয়ার একটি আদালতে মাদকের অপর মামলায় আটক হন। ওই মামলায় গত রোববার জামিন লাভ করে বাড়ি ফিরে আসেন। গতকাল সোমবার সকালে পুলিশ তাঁকে বাড়ি থেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।