ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

কাজ বুঝে নেওয়ার দায়িত্ব আপনাদেরও

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০
  • / ১৬৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় সড়ক নির্মাণকাজের উদ্বোধনকালে মেয়র জিপু চৌধুরী
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় রাস্তার নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা দুইটায় পৌর এলাকার হাসপাতাল রোডের ‘ট’ বাজারে ইছাহাক আলীর হোটেল হতে ইসলামী হাসপাতালের সামনে দিয়ে পৌর ঈদগাহ রোড পর্যন্ত সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেন পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। গুরুত্বপূর্ণ নগর উন্নয়ন অবকাঠামো প্রকল্প-২ এর অর্থায়নে চুয়াডাঙ্গা পৌরসভার আওতায় এ নির্মাণকাজ হবে।
নির্মাণকাজের উদ্বোধনকালে মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেন, ‘রাস্তাটিতে দীর্ঘদিনের সমস্যা ছিল। এখন গুরুত্বপূর্ণ নগর উন্নয়ন অবকাঠামোর অর্থায়নে এ কাজ হচ্ছে। পৌর কর্তৃপক্ষ সঠিক মানে কাজ অবশ্যই দেখে নিবে। প্রকৌশলীরা যেমন যাচাই-বাছাই করে কাজের মান ভালো করে দেখে নেবে। ঠিক তেমনি কাজটি বুঝে নেওয়ার দায়িত্ব আপনাদেরও। কারণ ভালো-মন্দের ফল আপনারাই ভোগ করবেন। এই রাস্তাতেই এর আগে ড্রেনের কাজ হয়েছে। তখন এলাকার স্থানীয় বাসিন্দা হিসেবে আপনারা অনেক সহযোগিতা করেছেন। নিজেদের কাজ নিজেরা ঠিকাদারের কাছ থেকে বুঝে নিয়েছেন। যার ফল আপনারা পাচ্ছেন। এই ড্রেনটি আপনাদের হাঁটুপানি জমে থাকা থেকে বাঁচাচ্ছে। আশা করি, এই রাস্তাটির কাজও আপনারা বুঝে নিবেন। ইট ফেলা থেকে শুরু করে ঢালাই দেওয়া অব্দি প্রত্যেকটা কাজ দেখে-শুনে বুঝে নিবেন। এতে উন্নত সেবা পাবেন আপনারা। কাজে ত্রুটি পেলে গোপনে জানাবেন। আমি ব্যবস্থা নেব।’
পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু আরও বলেন, ‘আপনারা সচেতন নাগরিক। আপনাদের দায়িত্ব পৌরসভার বাসিন্দা হিসেবে পৌর কর্তৃপক্ষকে সহযোগিতা করা। পৌরসভা আপনাদের, তাই পৌরসভার কাজগুলো বুঝে নেওয়ার দায়িত্বও আপনাদের।’ এ সময় তিনি উপস্থিত সবাইকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে আরও বলেন, করোনাভাইরাসের কারণে আতঙ্কিত হওয়া যাবে না। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক এবং হ্যান্ড গ্লাভস পরতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া নির্দেশনা মেনে চলতে হবে। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওসার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, ঠিকাদার মুক্তার হোসেন বিশ্বাস, স্থানীয় বাসিন্দা আব্দুর রশিদ, মঈদুল ইসলাম, রবিউল ইসলাম প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

কাজ বুঝে নেওয়ার দায়িত্ব আপনাদেরও

আপলোড টাইম : ০৯:১১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০

চুয়াডাঙ্গায় সড়ক নির্মাণকাজের উদ্বোধনকালে মেয়র জিপু চৌধুরী
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় রাস্তার নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা দুইটায় পৌর এলাকার হাসপাতাল রোডের ‘ট’ বাজারে ইছাহাক আলীর হোটেল হতে ইসলামী হাসপাতালের সামনে দিয়ে পৌর ঈদগাহ রোড পর্যন্ত সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেন পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। গুরুত্বপূর্ণ নগর উন্নয়ন অবকাঠামো প্রকল্প-২ এর অর্থায়নে চুয়াডাঙ্গা পৌরসভার আওতায় এ নির্মাণকাজ হবে।
নির্মাণকাজের উদ্বোধনকালে মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেন, ‘রাস্তাটিতে দীর্ঘদিনের সমস্যা ছিল। এখন গুরুত্বপূর্ণ নগর উন্নয়ন অবকাঠামোর অর্থায়নে এ কাজ হচ্ছে। পৌর কর্তৃপক্ষ সঠিক মানে কাজ অবশ্যই দেখে নিবে। প্রকৌশলীরা যেমন যাচাই-বাছাই করে কাজের মান ভালো করে দেখে নেবে। ঠিক তেমনি কাজটি বুঝে নেওয়ার দায়িত্ব আপনাদেরও। কারণ ভালো-মন্দের ফল আপনারাই ভোগ করবেন। এই রাস্তাতেই এর আগে ড্রেনের কাজ হয়েছে। তখন এলাকার স্থানীয় বাসিন্দা হিসেবে আপনারা অনেক সহযোগিতা করেছেন। নিজেদের কাজ নিজেরা ঠিকাদারের কাছ থেকে বুঝে নিয়েছেন। যার ফল আপনারা পাচ্ছেন। এই ড্রেনটি আপনাদের হাঁটুপানি জমে থাকা থেকে বাঁচাচ্ছে। আশা করি, এই রাস্তাটির কাজও আপনারা বুঝে নিবেন। ইট ফেলা থেকে শুরু করে ঢালাই দেওয়া অব্দি প্রত্যেকটা কাজ দেখে-শুনে বুঝে নিবেন। এতে উন্নত সেবা পাবেন আপনারা। কাজে ত্রুটি পেলে গোপনে জানাবেন। আমি ব্যবস্থা নেব।’
পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু আরও বলেন, ‘আপনারা সচেতন নাগরিক। আপনাদের দায়িত্ব পৌরসভার বাসিন্দা হিসেবে পৌর কর্তৃপক্ষকে সহযোগিতা করা। পৌরসভা আপনাদের, তাই পৌরসভার কাজগুলো বুঝে নেওয়ার দায়িত্বও আপনাদের।’ এ সময় তিনি উপস্থিত সবাইকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে আরও বলেন, করোনাভাইরাসের কারণে আতঙ্কিত হওয়া যাবে না। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক এবং হ্যান্ড গ্লাভস পরতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া নির্দেশনা মেনে চলতে হবে। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওসার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, ঠিকাদার মুক্তার হোসেন বিশ্বাস, স্থানীয় বাসিন্দা আব্দুর রশিদ, মঈদুল ইসলাম, রবিউল ইসলাম প্রমুখ।