ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

কাচ্চিখোর মোশাররফ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২ জুন ২০১৯
  • / ২৮১ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদন:
মোশাররফ করিমের অবস্থা বেগতিক। মারাত্মক কাচ্চিখোরে পরিণত হয়েছেন তিনি। আর এমনটা হয়েছে শ্বশুর বাড়ি বেড়াতে গিয়ে। ১০ দিনের জন্য পুরান ঢাকায় তিনি তার শ্বশুর বাড়ি বেড়াতে গিয়েছিলেন। টানা ১০ দিন ৩ বেলা কাচ্চি খেয়ে তার জিহ্বায় কাচ্চি সেট হয়ে যায়, তিনি হয়ে ওঠেন সেই রকম কাচ্চিখোর। তাই গ্রামে নিজের বাড়িতে এলে আর কোনো খাবার ভালো লাগে না তার। কিন্তু পুরান ঢাকার কাচ্চি গ্রামে তিনি পাবেন কোথায়। কাচ্চির অভাবে এক প্রকার আধপেটা অনাহারে দিন কাটে তার। অবশ্য বাস্তবে নয়, এমনটা দেখা যাবে ঈদের নাটক ‘সেই রকম কাচ্চিখোর’-এ। আশরাফুল চন্চলের রচনা ও মারুফ মিঠুর পরিচালনায় নাটকটি বাংলাভিশনে প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন রাত ১১টা ৪৫ মিনিটে। এতে আরো অভিনয় করেছেন শবনম ফারিয়া, নুর আলম নয়ন প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

কাচ্চিখোর মোশাররফ

আপলোড টাইম : ১০:২৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২ জুন ২০১৯

বিনোদন প্রতিবেদন:
মোশাররফ করিমের অবস্থা বেগতিক। মারাত্মক কাচ্চিখোরে পরিণত হয়েছেন তিনি। আর এমনটা হয়েছে শ্বশুর বাড়ি বেড়াতে গিয়ে। ১০ দিনের জন্য পুরান ঢাকায় তিনি তার শ্বশুর বাড়ি বেড়াতে গিয়েছিলেন। টানা ১০ দিন ৩ বেলা কাচ্চি খেয়ে তার জিহ্বায় কাচ্চি সেট হয়ে যায়, তিনি হয়ে ওঠেন সেই রকম কাচ্চিখোর। তাই গ্রামে নিজের বাড়িতে এলে আর কোনো খাবার ভালো লাগে না তার। কিন্তু পুরান ঢাকার কাচ্চি গ্রামে তিনি পাবেন কোথায়। কাচ্চির অভাবে এক প্রকার আধপেটা অনাহারে দিন কাটে তার। অবশ্য বাস্তবে নয়, এমনটা দেখা যাবে ঈদের নাটক ‘সেই রকম কাচ্চিখোর’-এ। আশরাফুল চন্চলের রচনা ও মারুফ মিঠুর পরিচালনায় নাটকটি বাংলাভিশনে প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন রাত ১১টা ৪৫ মিনিটে। এতে আরো অভিনয় করেছেন শবনম ফারিয়া, নুর আলম নয়ন প্রমুখ।