ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

কসরত দেখিয়ে খেলা দেখার আমন্ত্রণ জানালো মাসুদ রানা : আয়োজকদের মাঠ পরিদর্শন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:২৭:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০১৭
  • / ৩৭৮ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কমিটির চুড়ান্ত প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক: রাত পোহালেই শুরু হতে যাচ্ছে জেলার সবচেয়ে বড় পরিসরে আয়োজিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৭। জাফরপুরস্থ নবনির্মিত চুয়াডাঙ্গা জেলা স্টেডিয়ামে আগামীকাল শুক্রবার বিকেল থেকে শুরু হবে এ টুর্নামেন্ট। এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজকরা। গতকাল বুধবার বিকাল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে টুর্নামেন্ট কমিটি ও উপকমিটি সমূহের চুড়ান্ত প্রস্তুতি সভায় এ তথ্য নিশ্চিত করা হয়। সভায় জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদের সভাপতিত্বে আয়োজকবৃন্দ তাদের কর্মকান্ডের অগ্রগতি ও সার্বিক অবস্থা তুলে ধরেন। সভা শেষে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন, পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপুসহ আয়োজক কমিটির নেতৃবৃন্দ জাফরপুরস্থ জেলা স্টেডিয়াম মাঠ পরিদর্শন করেন এবং মাঠ প্রস্তুত কমিটির খোঁজখবর নেন।
এদিকে ব্যাপক প্রচার প্রচারণার জন্য ফুটবলের বিস্ময় মানব মাসুদ রানা তাঁর শারিরীক কসরত আর কারিশমা দেখিয়ে সর্বস্তরের মানুষকে খেলা দেখার আমন্ত্রণ জানাচ্ছেন। পৌর সভার একটি ট্রাকযোগে ব্যান্ডপার্টি সাথে নিয়ে এ পর্যন্ত আলমডাঙ্গা ও চুয়াডাঙ্গা পৌর শহরের প্রধান প্রধান সড়ক, বাজার ও মোড়ে-মোড়ে অব্যহত প্রচারণা চালিয়েছেন। আজও দামুড়হুদা, দর্শনা ও জীবননগর এলাকায় প্রচারের জন্য যাবেন ফুটবল প্রেমীদের দ্বারে দ্বারে।
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশ নেবে স্বাগতিক চুয়াডাঙ্গা জেলা একাদশ ও মেহেরপুর জেলা একাদশ। দীর্ঘ ১৪ বছর পর জেলার সবচেয়ে বড় এই টুর্নামেন্ট শুরু হওয়ার খবরে জেলার খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও ক্রীড়ামোদীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। টুর্নামেন্ট উপলক্ষে মাঠজুড়ে এখন সাজ সাজ রব। পুরো স্টেডিয়াম ঝালবাতি দিয়ে আলো ঝলমলে করা হয়েছে। সকলের দৃষ্টি আকর্ষণ করতে টাঙানো হয়েছে বড় বেলুন। জেলার চারটি প্রবেশদ্বারসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে গোল্ডকাপ টুর্নামেন্টের তোরণ নির্মাণ করা হয়েছে। শহরের অলিতে-গলিতে, মোড়ে-মোড়ে লাগানো হয়েছে ব্যানার ফেস্টুন; যা জানান দিচ্ছে এ আয়োজনে কোন কমতি নেই। এ আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে সহযোগিতা করছে দৈনিক সময়ের সমীকরণ ও প্রথম আলো। এছাড়াও জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশন সার্বিক সহযোগিতা করছে।
জেলা প্রশাসন আয়োজিত এ আসরে অংশ নেবে মোট ১৬টি জেলা দল। অংশগ্রহণকারী দলগুলো হলো- চুয়াডাঙ্গা জেলা একাদশ, মেহেরপুর জেলা একাদশ, নাটোর জেলা ফুটবল একাদশ, নড়াইল জেলা ফুটবল একাদশ, শেখ কামাল স্মৃতি সংসদ-খুলনা, টাঙ্গাইল জেলা ফুটবল একাদশ, নওগাঁ জেলা একাদশ, জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থা, ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থা, রাজশাহী জেলা ফুটবল একাদশ, কুষ্টিয়া জেলা ফুটবল একাদশ, সিরাজগঞ্জ জেলা একাদশ, ঝিনাইদহ জেলা ক্রীড়া সংস্থা, মাগুরা জেলা ফুটবল একাদশ, সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশন ও যশোহর জেলা ফুটবল এসোসিয়েশন। প্রতিটি দলে বাড়তি শক্তির জন্য একাধিক বিদেশি খেলোয়াড় অংশ নেবে। উদ্বোধন ও চুড়ান্ত পর্বের (ফাইনাল) খেলাসহ ১৫টি খেলাই হবে নবনির্মিত জেলা স্টেডিয়াম মাঠে। নক-আউট পদ্ধতিতে টুর্নামেন্টের প্রতিটি খেলা অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্ট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাঁর সভাপতিত্বে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিদের সাথে প্রেসব্রিফিং করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

কসরত দেখিয়ে খেলা দেখার আমন্ত্রণ জানালো মাসুদ রানা : আয়োজকদের মাঠ পরিদর্শন

আপলোড টাইম : ০৯:২৭:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০১৭

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কমিটির চুড়ান্ত প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক: রাত পোহালেই শুরু হতে যাচ্ছে জেলার সবচেয়ে বড় পরিসরে আয়োজিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৭। জাফরপুরস্থ নবনির্মিত চুয়াডাঙ্গা জেলা স্টেডিয়ামে আগামীকাল শুক্রবার বিকেল থেকে শুরু হবে এ টুর্নামেন্ট। এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজকরা। গতকাল বুধবার বিকাল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে টুর্নামেন্ট কমিটি ও উপকমিটি সমূহের চুড়ান্ত প্রস্তুতি সভায় এ তথ্য নিশ্চিত করা হয়। সভায় জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদের সভাপতিত্বে আয়োজকবৃন্দ তাদের কর্মকান্ডের অগ্রগতি ও সার্বিক অবস্থা তুলে ধরেন। সভা শেষে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন, পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপুসহ আয়োজক কমিটির নেতৃবৃন্দ জাফরপুরস্থ জেলা স্টেডিয়াম মাঠ পরিদর্শন করেন এবং মাঠ প্রস্তুত কমিটির খোঁজখবর নেন।
এদিকে ব্যাপক প্রচার প্রচারণার জন্য ফুটবলের বিস্ময় মানব মাসুদ রানা তাঁর শারিরীক কসরত আর কারিশমা দেখিয়ে সর্বস্তরের মানুষকে খেলা দেখার আমন্ত্রণ জানাচ্ছেন। পৌর সভার একটি ট্রাকযোগে ব্যান্ডপার্টি সাথে নিয়ে এ পর্যন্ত আলমডাঙ্গা ও চুয়াডাঙ্গা পৌর শহরের প্রধান প্রধান সড়ক, বাজার ও মোড়ে-মোড়ে অব্যহত প্রচারণা চালিয়েছেন। আজও দামুড়হুদা, দর্শনা ও জীবননগর এলাকায় প্রচারের জন্য যাবেন ফুটবল প্রেমীদের দ্বারে দ্বারে।
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশ নেবে স্বাগতিক চুয়াডাঙ্গা জেলা একাদশ ও মেহেরপুর জেলা একাদশ। দীর্ঘ ১৪ বছর পর জেলার সবচেয়ে বড় এই টুর্নামেন্ট শুরু হওয়ার খবরে জেলার খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও ক্রীড়ামোদীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। টুর্নামেন্ট উপলক্ষে মাঠজুড়ে এখন সাজ সাজ রব। পুরো স্টেডিয়াম ঝালবাতি দিয়ে আলো ঝলমলে করা হয়েছে। সকলের দৃষ্টি আকর্ষণ করতে টাঙানো হয়েছে বড় বেলুন। জেলার চারটি প্রবেশদ্বারসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে গোল্ডকাপ টুর্নামেন্টের তোরণ নির্মাণ করা হয়েছে। শহরের অলিতে-গলিতে, মোড়ে-মোড়ে লাগানো হয়েছে ব্যানার ফেস্টুন; যা জানান দিচ্ছে এ আয়োজনে কোন কমতি নেই। এ আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে সহযোগিতা করছে দৈনিক সময়ের সমীকরণ ও প্রথম আলো। এছাড়াও জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশন সার্বিক সহযোগিতা করছে।
জেলা প্রশাসন আয়োজিত এ আসরে অংশ নেবে মোট ১৬টি জেলা দল। অংশগ্রহণকারী দলগুলো হলো- চুয়াডাঙ্গা জেলা একাদশ, মেহেরপুর জেলা একাদশ, নাটোর জেলা ফুটবল একাদশ, নড়াইল জেলা ফুটবল একাদশ, শেখ কামাল স্মৃতি সংসদ-খুলনা, টাঙ্গাইল জেলা ফুটবল একাদশ, নওগাঁ জেলা একাদশ, জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থা, ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থা, রাজশাহী জেলা ফুটবল একাদশ, কুষ্টিয়া জেলা ফুটবল একাদশ, সিরাজগঞ্জ জেলা একাদশ, ঝিনাইদহ জেলা ক্রীড়া সংস্থা, মাগুরা জেলা ফুটবল একাদশ, সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশন ও যশোহর জেলা ফুটবল এসোসিয়েশন। প্রতিটি দলে বাড়তি শক্তির জন্য একাধিক বিদেশি খেলোয়াড় অংশ নেবে। উদ্বোধন ও চুড়ান্ত পর্বের (ফাইনাল) খেলাসহ ১৫টি খেলাই হবে নবনির্মিত জেলা স্টেডিয়াম মাঠে। নক-আউট পদ্ধতিতে টুর্নামেন্টের প্রতিটি খেলা অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্ট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাঁর সভাপতিত্বে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিদের সাথে প্রেসব্রিফিং করা হবে।