ইপেপার । আজমঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

কর্মস্থলে ফাঁকি নয়

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৪৬:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ মে ২০১৮
  • / ৪৩৮ বার পড়া হয়েছে

ধর্ম ডেস্ক: মানুষের লেনদেন, ব্যবসা-বাণিজ্য, চাকরি, আচার-আচরণসহ সব ক্ষেত্রে ইসলামের সুস্পষ্ট বিধান রয়েছে এবং তা মেনে চলা নামাজ-রোজার মতোই ফরজ। যেমন একজন ব্যবসায়ী অবশ্যই সঠিক পরিমাপ ছাড়াও কোনো ধোঁকা প্রতারণার আশ্রয় নেবেন না, ভেজাল দেবেন না, ফরমালিন মেশাবেন না। তদ্রুপ একজন চাকরিজীবী কেবল সময় মতো অফিসই করবেন না, সেই সঙ্গে তিনি অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং যে কাজ আধা-ঘণ্টায় সম্ভব সে কাজে কখনোই এক ঘণ্টা লাগাবেন না। আর তা করা হলে সেটা হবে প্রতারণা। আর ঘুষ নেয়ার তো প্রশ্নই ওঠে না। ঘুষ হলো জ্বলন্ত আগুন ভক্ষণ করার শামিল। ঘুষদাতা ও গ্রহীতা জাহান্নামি। অনেকেরই অফিস-আদালতে ফাঁকি দেয়া একটি সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। ইসলাম এভাবে অফিস ফাঁকি দেয়াকে আমানতের খেয়ানত (আত্মসাৎ) বলে অভিহিত করেছে। এ প্রসঙ্গে রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘আমরা যখন কাউকে দায়িত্ব প্রদান করি, সে যদি এক টুকরো সুতা বা তার চেয়েও কোনো ক্ষুদ্র জিনিস খেয়ানত করে, তবে কিয়ামতের দিন খেয়ানতের বোঝা মাথায় করে সে উত্থিত হবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

কর্মস্থলে ফাঁকি নয়

আপলোড টাইম : ০৮:৪৬:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ মে ২০১৮

ধর্ম ডেস্ক: মানুষের লেনদেন, ব্যবসা-বাণিজ্য, চাকরি, আচার-আচরণসহ সব ক্ষেত্রে ইসলামের সুস্পষ্ট বিধান রয়েছে এবং তা মেনে চলা নামাজ-রোজার মতোই ফরজ। যেমন একজন ব্যবসায়ী অবশ্যই সঠিক পরিমাপ ছাড়াও কোনো ধোঁকা প্রতারণার আশ্রয় নেবেন না, ভেজাল দেবেন না, ফরমালিন মেশাবেন না। তদ্রুপ একজন চাকরিজীবী কেবল সময় মতো অফিসই করবেন না, সেই সঙ্গে তিনি অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং যে কাজ আধা-ঘণ্টায় সম্ভব সে কাজে কখনোই এক ঘণ্টা লাগাবেন না। আর তা করা হলে সেটা হবে প্রতারণা। আর ঘুষ নেয়ার তো প্রশ্নই ওঠে না। ঘুষ হলো জ্বলন্ত আগুন ভক্ষণ করার শামিল। ঘুষদাতা ও গ্রহীতা জাহান্নামি। অনেকেরই অফিস-আদালতে ফাঁকি দেয়া একটি সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। ইসলাম এভাবে অফিস ফাঁকি দেয়াকে আমানতের খেয়ানত (আত্মসাৎ) বলে অভিহিত করেছে। এ প্রসঙ্গে রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘আমরা যখন কাউকে দায়িত্ব প্রদান করি, সে যদি এক টুকরো সুতা বা তার চেয়েও কোনো ক্ষুদ্র জিনিস খেয়ানত করে, তবে কিয়ামতের দিন খেয়ানতের বোঝা মাথায় করে সে উত্থিত হবে।’