ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

করোনা হলেই পাবেন কলস ভরা টাকা!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:২৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০
  • / ১৬৭ বার পড়া হয়েছে

বিষ্ময় প্রতিবেদন:
করোনার ধ্বংসলীলায় বিধ্বস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। কার্যত মৃত্যুপুরী হয়ে উঠেছে দেশটির নিউইয়র্ক শহর। এই পরিস্থিতিতে গণ সংক্রমণের আশঙ্কা বাড়িয়ে সে দেশে রমরমিয়ে চলছে ÔCOVID-১৯’ পার্টি। কী এই কোভিড-১৯ পার্টি? প্রশ্নের উত্তর শুনলে রীতিমতো চমকে যেতে হবে আপনাকে। করোনা সংক্রমণ বাড়ছে আলাবামা প্রদেশে। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো অবস্থা কাহিল প্রশাসনের। এ অবস্থায় করোনা আক্রান্তদের জেনেশুনে পার্টিতে আমন্ত্রণ জানিয়েছে বেশ কিছু কিশোর। তারা প্রত্যেকেই কলেজ পড়ুয়া। করোনা আক্রান্তদের ডাকার উদ্দেশ্য, পার্টিতে সবার আগে কে সংক্রমিত হয় তা দেখা। যার শরীরে সবার আগে করোনা ভাইরাস প্রবেশ করবে সে পাবে মোটা অঙ্কের পুরস্কার! এমন পার্টির খবরে তদন্ত শুরু হয়েছে সেখানে। সিটি কাউন্সিলের সদস্য সোন্না ম্যাককিন্সট্রি জানান, কে আগে করোনা সংক্রমিত হবে তা নিয়ে রীতিমতো বাজি ধরা হয়। আয়োজনটাও অদ্ভুত। একটা মাটির কলসে পার্টিতে আসা সবাই একটি নির্দিষ্ট অঙ্কের টাকা জমা রাখেন। তারপর করোনা আক্রান্তদের সঙ্গে অবাধে মেলামেশা করতে হয় তাদের। তারপর চলে টেস্ট। দেখা হয় কে কার আগে করোনায় আক্রান্ত হয়েছেন। যিনি সবার আগে সংক্রমিত হবেন তিনি ওই কলসের টাকা পাবেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

করোনা হলেই পাবেন কলস ভরা টাকা!

আপলোড টাইম : ০৮:২৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০

বিষ্ময় প্রতিবেদন:
করোনার ধ্বংসলীলায় বিধ্বস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। কার্যত মৃত্যুপুরী হয়ে উঠেছে দেশটির নিউইয়র্ক শহর। এই পরিস্থিতিতে গণ সংক্রমণের আশঙ্কা বাড়িয়ে সে দেশে রমরমিয়ে চলছে ÔCOVID-১৯’ পার্টি। কী এই কোভিড-১৯ পার্টি? প্রশ্নের উত্তর শুনলে রীতিমতো চমকে যেতে হবে আপনাকে। করোনা সংক্রমণ বাড়ছে আলাবামা প্রদেশে। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো অবস্থা কাহিল প্রশাসনের। এ অবস্থায় করোনা আক্রান্তদের জেনেশুনে পার্টিতে আমন্ত্রণ জানিয়েছে বেশ কিছু কিশোর। তারা প্রত্যেকেই কলেজ পড়ুয়া। করোনা আক্রান্তদের ডাকার উদ্দেশ্য, পার্টিতে সবার আগে কে সংক্রমিত হয় তা দেখা। যার শরীরে সবার আগে করোনা ভাইরাস প্রবেশ করবে সে পাবে মোটা অঙ্কের পুরস্কার! এমন পার্টির খবরে তদন্ত শুরু হয়েছে সেখানে। সিটি কাউন্সিলের সদস্য সোন্না ম্যাককিন্সট্রি জানান, কে আগে করোনা সংক্রমিত হবে তা নিয়ে রীতিমতো বাজি ধরা হয়। আয়োজনটাও অদ্ভুত। একটা মাটির কলসে পার্টিতে আসা সবাই একটি নির্দিষ্ট অঙ্কের টাকা জমা রাখেন। তারপর করোনা আক্রান্তদের সঙ্গে অবাধে মেলামেশা করতে হয় তাদের। তারপর চলে টেস্ট। দেখা হয় কে কার আগে করোনায় আক্রান্ত হয়েছেন। যিনি সবার আগে সংক্রমিত হবেন তিনি ওই কলসের টাকা পাবেন।